Ajker Patrika

শাওমির নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি, ৫ মিনিটে ফুল চার্জ হবে ফোন

প্রযুক্তি ডেস্ক
শাওমির নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি, ৫ মিনিটে ফুল চার্জ হবে ফোন

সাম্প্রতিক সময়ে উন্মোচিত হওয়া প্রায় সব ফোনেই আছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফলে এক ঘণ্টারও বেশ কম সময়ে বেশির ভাগ স্মার্টফোনই পুরোপুরি চার্জ হয়। কিছুদিন আগেই ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এনেছিল রিয়েলমি। যা তখনো পর্যন্ত ছিল সবচেয়ে দ্রুতগতির চার্জিং সুবিধা। তবে এবার শাওমি নিয়ে এসেছে ৩০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। এ মেলায় নতুন এই ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করে শাওমি। এ বছর এমডব্লিউসি'তে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ মোবাইল ও হিউম্যানয়েড রোবট নিয়ে হাজির হয় শাওমি।  

রেডমির নোট ১২ প্রো ডিসকভারি স্মার্টফোনের মোডিফাইড সংস্করণে এই প্রযুক্তি প্রদর্শন করে শাওমি। ফোনটিতে রয়েছে ৪ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি। রেডমির ওই মডেলটির আসল সংস্করণে অবশ্য ৪ হাজার ৩০০ এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছিল। মাত্র ২ মিনিট ১১ সেকেন্ডে ৫০ শতাংশ চার্জ হয় মোবাইল ফোনটি। পুরোপুরি চার্জ হতে সময় লেগেছে মোট পাঁচ মিনিট।

গত বছরের ডিসেম্বরে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি বের করেছিল শাওমির রেডমি। সম্প্রতি, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ফাস্ট চার্জিং স্মার্টফোন জিটি নিও ৫ বাজারে আনার ঘোষণা দেয়। ফোনটি দুটি সংস্করণে বাজারে আনা হবে। একটি ২৪০ ওয়াটে চার্জিং সমর্থন করবে এবং অন্যটি ১৫০ ওয়াটে চার্জিং সমর্থন করবে। ফোনটির ২৪০ ওয়াট চার্জিং সমর্থিত সংস্করণের ৪ হাজার ৬০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি মাত্র ৯ মিনিটেই সম্পূর্ণ রিচার্জ করা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত