প্রযুক্তি ডেস্ক
স্যাটেলাইট বা ক্যাবল ডিস ছাড়া সব টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এত দিন এই বিষয়টি পরিকল্পনার মধ্যে থাকলেও এবার বাস্তবে ঘটতে যাচ্ছে । যুক্তরাজ্যের স্কাই টিভির মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট ডিস ছাড়াই সব টিভির অনুষ্ঠান উপভোগ করতে পারবে। স্কাই টিভি ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় এই কাজটি করতে যাচ্ছে।
তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো হচ্ছে এক ধরনের ইন্টারনেট টিভি।
১৮ অক্টোবর,২০২১ থেকে বৃটিশ মার্কেটে টিভিগুলো পাওয়া যাবে। আগামী বছর থেকে অন্যান্য মার্কেটে এই বিশেষ টিভিগুলো পাওয়া যাবে।এই টিভিগুলোকে বলা হচ্ছে স্কাই গ্লাস।
স্কাই গ্লাস টিভিগুলোতে কোনো বাহ্যিক বক্সের প্রয়োজন হয় না। বিল্ট ইন ডলবি এটমোস থাকার কারণে কোনো সাউন্ড বারের প্রয়োজন হয় না।৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এই তিন সাইজে টিভিগুলো পাওয়া যাবে। টিভিগুলোতে ৪কে আল্ট্রা হাই ডেফিনেশন কোয়ান্টাম ডট স্ক্রিন থাকবে। সঙ্গে থাকবে ভয়েচ অ্যাক্টিভেটেড ইন্টারফেস এবং পাঁচটি রঙে পাওয়া যাবে।
জানা গেছে, স্কাই টিভিগুলোতে কনটেন্ট দেখার জন্য স্কাই সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। এ ছাড়া স্কাই টিভিগুলোতে বিবিসি আইপ্লেয়ার, আমাজন, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভি হাব এবং অল৪ অন্তর্ভুক্ত থাকবে।
স্কাই হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টার। তারা যে কনটেন্ট স্ট্রিম করবে তা স্যাটেলাইট ডিশ ছাড়া দেখা যাবে। বলা হচ্ছে যে, কোনো চ্যানেল বা ব্রডকাস্টার ইন্টারনেট টিভির সহায়তায় ভবিষ্যতে তাদের দর্শকদের স্যাটেলাইট ডিস ছাড়াই কনটেন্ট সরবরাহ করতে পারবে। এজন্য দর্শকদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে তাদের গ্রাহক হলেই চলবে।
স্যাটেলাইট বা ক্যাবল ডিস ছাড়া সব টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এত দিন এই বিষয়টি পরিকল্পনার মধ্যে থাকলেও এবার বাস্তবে ঘটতে যাচ্ছে । যুক্তরাজ্যের স্কাই টিভির মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট ডিস ছাড়াই সব টিভির অনুষ্ঠান উপভোগ করতে পারবে। স্কাই টিভি ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় এই কাজটি করতে যাচ্ছে।
তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো হচ্ছে এক ধরনের ইন্টারনেট টিভি।
১৮ অক্টোবর,২০২১ থেকে বৃটিশ মার্কেটে টিভিগুলো পাওয়া যাবে। আগামী বছর থেকে অন্যান্য মার্কেটে এই বিশেষ টিভিগুলো পাওয়া যাবে।এই টিভিগুলোকে বলা হচ্ছে স্কাই গ্লাস।
স্কাই গ্লাস টিভিগুলোতে কোনো বাহ্যিক বক্সের প্রয়োজন হয় না। বিল্ট ইন ডলবি এটমোস থাকার কারণে কোনো সাউন্ড বারের প্রয়োজন হয় না।৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এই তিন সাইজে টিভিগুলো পাওয়া যাবে। টিভিগুলোতে ৪কে আল্ট্রা হাই ডেফিনেশন কোয়ান্টাম ডট স্ক্রিন থাকবে। সঙ্গে থাকবে ভয়েচ অ্যাক্টিভেটেড ইন্টারফেস এবং পাঁচটি রঙে পাওয়া যাবে।
জানা গেছে, স্কাই টিভিগুলোতে কনটেন্ট দেখার জন্য স্কাই সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। এ ছাড়া স্কাই টিভিগুলোতে বিবিসি আইপ্লেয়ার, আমাজন, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভি হাব এবং অল৪ অন্তর্ভুক্ত থাকবে।
স্কাই হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টার। তারা যে কনটেন্ট স্ট্রিম করবে তা স্যাটেলাইট ডিশ ছাড়া দেখা যাবে। বলা হচ্ছে যে, কোনো চ্যানেল বা ব্রডকাস্টার ইন্টারনেট টিভির সহায়তায় ভবিষ্যতে তাদের দর্শকদের স্যাটেলাইট ডিস ছাড়াই কনটেন্ট সরবরাহ করতে পারবে। এজন্য দর্শকদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে তাদের গ্রাহক হলেই চলবে।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে