অনলাইন ডেস্ক
বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে রেনো ১৪ সিরিজ ৫ জি। ঢাকায় এক জমকালো মিউজিক্যাল নাইটে গতকাল সোমবার এই সিরিজের উন্মোচন হয়।
বাংলাদেশে রেনো ১৪ সিরিজেরও আওতায় দুইটি মডেল নিয়ে আসা হয়েছে—১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো ১৪ ৫জি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো ১৪ এফ ৫ জি। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো ১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো ১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৯৯০ টাকা।
রেনো ১৪ সিরিজ ফাইভজির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো—এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যার মাধ্যমে অন্ধকার পরিবেশেও ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। উন্নত ফ্ল্যাশ সিস্টেম আর ৫০ মেগাপিক্সেল ৩ দশমিক ৫ এক্স টেলিফটো ক্যামেরায় কম আলোতেও প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ধারণ করে।
রেনো ১৪ ৫ জি–তে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশ সহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে। অন্যদিকে, রেনো ১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়েল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে।
ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। এর এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয় এবং এআই স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করা যায়।
দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি ৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।
ফটোগ্রাফি বাদেও রেনো ১৪ সিরিজ ফাইভজিতে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০।
ফোনটির মারমেইড (মৎসকন্যা) অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একই সঙ্গে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া, প্রি-অর্ডারকারী ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা নিয়ে এসেছে অপো। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট aarong. com এবং আড়ং অ্যাপে ১০ শতাংশ ছাড়, ‘ও-লাইক’-এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। একইসঙ্গে, প্রতিটি ক্রয়ের সঙ্গে থাকছে ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ (দুর্ঘটনাজনিত ও পানিতে ক্ষতির ক্ষেত্রে)।
আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook. com/OPPOBangladesh বা https://www.oppo. com/bd/smartphones/series-reno/reno14/এবং https://www.oppo. com/bd/smartphones/series-reno/reno14-f-5 g/ভিজিট করুন।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে রেনো ১৪ সিরিজ ৫ জি। ঢাকায় এক জমকালো মিউজিক্যাল নাইটে গতকাল সোমবার এই সিরিজের উন্মোচন হয়।
বাংলাদেশে রেনো ১৪ সিরিজেরও আওতায় দুইটি মডেল নিয়ে আসা হয়েছে—১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো ১৪ ৫জি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো ১৪ এফ ৫ জি। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো ১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো ১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৯৯০ টাকা।
রেনো ১৪ সিরিজ ফাইভজির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো—এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যার মাধ্যমে অন্ধকার পরিবেশেও ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। উন্নত ফ্ল্যাশ সিস্টেম আর ৫০ মেগাপিক্সেল ৩ দশমিক ৫ এক্স টেলিফটো ক্যামেরায় কম আলোতেও প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ধারণ করে।
রেনো ১৪ ৫ জি–তে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশ সহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে। অন্যদিকে, রেনো ১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়েল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে।
ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। এর এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয় এবং এআই স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করা যায়।
দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি ৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।
ফটোগ্রাফি বাদেও রেনো ১৪ সিরিজ ফাইভজিতে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০।
ফোনটির মারমেইড (মৎসকন্যা) অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একই সঙ্গে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া, প্রি-অর্ডারকারী ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা নিয়ে এসেছে অপো। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট aarong. com এবং আড়ং অ্যাপে ১০ শতাংশ ছাড়, ‘ও-লাইক’-এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। একইসঙ্গে, প্রতিটি ক্রয়ের সঙ্গে থাকছে ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ (দুর্ঘটনাজনিত ও পানিতে ক্ষতির ক্ষেত্রে)।
আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook. com/OPPOBangladesh বা https://www.oppo. com/bd/smartphones/series-reno/reno14/এবং https://www.oppo. com/bd/smartphones/series-reno/reno14-f-5 g/ভিজিট করুন।
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৪৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে