Ajker Patrika

প্রভাব বিস্তারে ব্যর্থ, বন্ধ হচ্ছে আমাজনের দাতব্য প্রকল্প ‘আমাজন স্মাইল’

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০০: ৩৭
প্রভাব বিস্তারে ব্যর্থ, বন্ধ হচ্ছে আমাজনের দাতব্য প্রকল্প ‘আমাজন স্মাইল’

আমাজনের দাতব্য প্রকল্প ‘আমাজন স্মাইল’ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমানোর অংশ হিসেবেই প্রকল্পটি বাতিলের পথে হাঁটছে এই ই-কমার্স জায়ান্ট।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আমাজন সব খাত থেকেই খরচ কমানোর চেষ্টা করছে। ‘আমাজন স্মাইল’ প্রকল্পটির মাধ্যমে বিক্রীত প্রতিটি পণ্যের মূল্যের দশমিক ৫ শতাংশ দাতব্য সংস্থায় চলে যেত।

গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে আমাজন কর্তৃপক্ষ। ই-মেইলে বলা হয়েছে, ‘আমাজন স্মাইল’ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। ই-মেইলে আরও বলা হয়, ‘আমরা যেমন আশা করেছিলাম, এই প্রকল্প গত এক দশকে তেমন প্রভাব তৈরি করতে পারেনি।’ 

 ২০১৩ সাল থেকে ‘আমাজন স্মাইল’ প্রকল্পের মাধ্যমে মোট ৪০ কোটি ডলার অনুদান দিয়েছে আমাজন। অপেক্ষাকৃত বড় অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই অনুদানের বড় অংশ পেয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম অনুদান পেয়েছে। আমাজন স্মাইল প্রকল্পের শেষ মাসে দাতব্য সংস্থাগুলো আমাজন থেকে এককালীন অনুদান হিসেবে তিন মাসের অনুদানের সমপরিমাণ অর্থ পাবে। বলা হচ্ছে, এটি সংস্থাগুলোর জন্য অনেকটা ‘বিদায়ী’ অনুদান। 

প্রকল্পটি বন্ধ হয়ে গেলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি রেকর্ড ১৮ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে আমাজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত