প্রযুক্তি ডেস্ক
আমাজনের দাতব্য প্রকল্প ‘আমাজন স্মাইল’ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমানোর অংশ হিসেবেই প্রকল্পটি বাতিলের পথে হাঁটছে এই ই-কমার্স জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আমাজন সব খাত থেকেই খরচ কমানোর চেষ্টা করছে। ‘আমাজন স্মাইল’ প্রকল্পটির মাধ্যমে বিক্রীত প্রতিটি পণ্যের মূল্যের দশমিক ৫ শতাংশ দাতব্য সংস্থায় চলে যেত।
গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে আমাজন কর্তৃপক্ষ। ই-মেইলে বলা হয়েছে, ‘আমাজন স্মাইল’ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। ই-মেইলে আরও বলা হয়, ‘আমরা যেমন আশা করেছিলাম, এই প্রকল্প গত এক দশকে তেমন প্রভাব তৈরি করতে পারেনি।’
২০১৩ সাল থেকে ‘আমাজন স্মাইল’ প্রকল্পের মাধ্যমে মোট ৪০ কোটি ডলার অনুদান দিয়েছে আমাজন। অপেক্ষাকৃত বড় অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই অনুদানের বড় অংশ পেয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম অনুদান পেয়েছে। আমাজন স্মাইল প্রকল্পের শেষ মাসে দাতব্য সংস্থাগুলো আমাজন থেকে এককালীন অনুদান হিসেবে তিন মাসের অনুদানের সমপরিমাণ অর্থ পাবে। বলা হচ্ছে, এটি সংস্থাগুলোর জন্য অনেকটা ‘বিদায়ী’ অনুদান।
প্রকল্পটি বন্ধ হয়ে গেলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি রেকর্ড ১৮ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে আমাজন।
আমাজনের দাতব্য প্রকল্প ‘আমাজন স্মাইল’ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমানোর অংশ হিসেবেই প্রকল্পটি বাতিলের পথে হাঁটছে এই ই-কমার্স জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আমাজন সব খাত থেকেই খরচ কমানোর চেষ্টা করছে। ‘আমাজন স্মাইল’ প্রকল্পটির মাধ্যমে বিক্রীত প্রতিটি পণ্যের মূল্যের দশমিক ৫ শতাংশ দাতব্য সংস্থায় চলে যেত।
গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে আমাজন কর্তৃপক্ষ। ই-মেইলে বলা হয়েছে, ‘আমাজন স্মাইল’ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। ই-মেইলে আরও বলা হয়, ‘আমরা যেমন আশা করেছিলাম, এই প্রকল্প গত এক দশকে তেমন প্রভাব তৈরি করতে পারেনি।’
২০১৩ সাল থেকে ‘আমাজন স্মাইল’ প্রকল্পের মাধ্যমে মোট ৪০ কোটি ডলার অনুদান দিয়েছে আমাজন। অপেক্ষাকৃত বড় অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই অনুদানের বড় অংশ পেয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম অনুদান পেয়েছে। আমাজন স্মাইল প্রকল্পের শেষ মাসে দাতব্য সংস্থাগুলো আমাজন থেকে এককালীন অনুদান হিসেবে তিন মাসের অনুদানের সমপরিমাণ অর্থ পাবে। বলা হচ্ছে, এটি সংস্থাগুলোর জন্য অনেকটা ‘বিদায়ী’ অনুদান।
প্রকল্পটি বন্ধ হয়ে গেলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি রেকর্ড ১৮ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে আমাজন।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে