চীনের জনপ্রিয় অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে। ছয় মাসের মধ্যে টিকটককে বিক্রিতে বাধ্য করতে বা নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসনাল প্যানেল একটি বিল অনুমোদন করেছে। বিলটি আইনে পরিণত হতে সিনেটের অনুমোদন লাগবে।
গত বৃহস্পতিবার জ্বালানি ও বাণিজ্য কমিটি সর্বসম্মতভাবে ৫০-০ ব্যবধানে এই বিল অনুমোদন করেছে। বিলটি ‘বিদেশি প্রতিপক্ষ নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশনের হুমকি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করার’ প্রতিশ্রুতি দেয়।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমিটি সর্বপ্রথম এ দাবি তুলে ধরে। পরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ টেনে হোয়াইট হাউস দাবিটির সমর্থন করে।
টিকটক বলছে, প্রস্তাবিত আইনটি বাক্স্বাধীনতা এবং অ্যাপটির ওপর নির্ভরশীল ছোট ব্যবসাগুলোর ক্ষতি করবে। কংগ্রেসের সদস্যদের ফোন করে আইনটির বিরোধিতা করতে ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে কোম্পানিটি। এই উদ্যোগের বিরুদ্ধে টিকটকারদের অবস্থান নিতে সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে।
বিষয়টি নিয়ে অফিসে কয়েক ডজন কল এসেছে বলে কংগ্রেস কার্যালয়ের এক কর্মী জানান। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, কিছু ফোন লাইনে অনেক বেশি কল আসছে এবং এর মধ্যে কয়েকজনকে কিশোর বলে মনে হয়েছে।
আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ হাউসে ভোটের মাধ্যমে বিলটি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। আইনের বিরুদ্ধে ব্যবহারকারীদের একজোট করার সমালোচনা করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমিটির চেয়ারম্যান। এর প্রতিক্রিয়ায় প্ল্যাটফর্মটি বলছে, ‘কংগ্রেসের সদস্যরা তাঁদের ভোটারদের মতামত শোনার বিষয়ে অভিযোগ করছেন কেন? এটা কি তাঁদের কাজ নয়?’
আইনপ্রণেতারা বলেন, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রয়েছে। বাইটড্যান্স ও টিকটক এই সম্পর্ক অস্বীকার করে।
বিলটিতে বাইটড্যান্সকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। বিলের শর্ত অনুসারে, বাইটড্যান্সকে টিকটক বিক্রি করতে বাধ্য করা হবে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মোবাইল অ্যাপ স্টোর থেকে অপসারণ করা হবে।
এক্স প্ল্যাটফর্মে টিকটক বলে, লেখকেরা যতই গোপন করার চেষ্টা করুক না কেন এই পদক্ষেপ একটি সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এই আইন ১৭ কোটি আমেরিকানদের প্রথম সংশোধনী অধিকারকে পদদলিত করবে এবং ৫০ লাখ ছোট ব্যবসাকে একটি প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত করবে যার ওপর তাদের চাকরি ও বৃদ্ধি নির্ভর করে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) বলে, এই পদক্ষেপ ‘নির্বাচনের বছরে সস্তা রাজনৈতিক পয়েন্ট’ যোগ করার চেষ্টা। অনেক আমেরিকান তথ্য ও যোগাযোগের জন্য অ্যাপটির ওপর নির্ভর করে।
যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের টিকটককে নিষিদ্ধ করার সর্বশেষ চেষ্টা হল প্রস্তাবিত আইনটি।
যদিও যুক্তরাষ্ট্রের সরকারি ডিভাইসে এই অ্যাপ ব্যবহার নিষিদ্ধ, তবে নির্বাচনী প্রচারণার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি অ্যাকাউন্ট প্ল্যাটফর্মটিতে রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। তবে আইনি বাধার সম্মুখীন হওয়ায় এই পদক্ষেপ কখনোই কার্যকর হয়নি।
চীনের জনপ্রিয় অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে। ছয় মাসের মধ্যে টিকটককে বিক্রিতে বাধ্য করতে বা নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসনাল প্যানেল একটি বিল অনুমোদন করেছে। বিলটি আইনে পরিণত হতে সিনেটের অনুমোদন লাগবে।
গত বৃহস্পতিবার জ্বালানি ও বাণিজ্য কমিটি সর্বসম্মতভাবে ৫০-০ ব্যবধানে এই বিল অনুমোদন করেছে। বিলটি ‘বিদেশি প্রতিপক্ষ নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশনের হুমকি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করার’ প্রতিশ্রুতি দেয়।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমিটি সর্বপ্রথম এ দাবি তুলে ধরে। পরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ টেনে হোয়াইট হাউস দাবিটির সমর্থন করে।
টিকটক বলছে, প্রস্তাবিত আইনটি বাক্স্বাধীনতা এবং অ্যাপটির ওপর নির্ভরশীল ছোট ব্যবসাগুলোর ক্ষতি করবে। কংগ্রেসের সদস্যদের ফোন করে আইনটির বিরোধিতা করতে ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে কোম্পানিটি। এই উদ্যোগের বিরুদ্ধে টিকটকারদের অবস্থান নিতে সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে।
বিষয়টি নিয়ে অফিসে কয়েক ডজন কল এসেছে বলে কংগ্রেস কার্যালয়ের এক কর্মী জানান। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, কিছু ফোন লাইনে অনেক বেশি কল আসছে এবং এর মধ্যে কয়েকজনকে কিশোর বলে মনে হয়েছে।
আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ হাউসে ভোটের মাধ্যমে বিলটি অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। আইনের বিরুদ্ধে ব্যবহারকারীদের একজোট করার সমালোচনা করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস কমিটির চেয়ারম্যান। এর প্রতিক্রিয়ায় প্ল্যাটফর্মটি বলছে, ‘কংগ্রেসের সদস্যরা তাঁদের ভোটারদের মতামত শোনার বিষয়ে অভিযোগ করছেন কেন? এটা কি তাঁদের কাজ নয়?’
আইনপ্রণেতারা বলেন, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রয়েছে। বাইটড্যান্স ও টিকটক এই সম্পর্ক অস্বীকার করে।
বিলটিতে বাইটড্যান্সকে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। বিলের শর্ত অনুসারে, বাইটড্যান্সকে টিকটক বিক্রি করতে বাধ্য করা হবে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মোবাইল অ্যাপ স্টোর থেকে অপসারণ করা হবে।
এক্স প্ল্যাটফর্মে টিকটক বলে, লেখকেরা যতই গোপন করার চেষ্টা করুক না কেন এই পদক্ষেপ একটি সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এই আইন ১৭ কোটি আমেরিকানদের প্রথম সংশোধনী অধিকারকে পদদলিত করবে এবং ৫০ লাখ ছোট ব্যবসাকে একটি প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত করবে যার ওপর তাদের চাকরি ও বৃদ্ধি নির্ভর করে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) বলে, এই পদক্ষেপ ‘নির্বাচনের বছরে সস্তা রাজনৈতিক পয়েন্ট’ যোগ করার চেষ্টা। অনেক আমেরিকান তথ্য ও যোগাযোগের জন্য অ্যাপটির ওপর নির্ভর করে।
যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের টিকটককে নিষিদ্ধ করার সর্বশেষ চেষ্টা হল প্রস্তাবিত আইনটি।
যদিও যুক্তরাষ্ট্রের সরকারি ডিভাইসে এই অ্যাপ ব্যবহার নিষিদ্ধ, তবে নির্বাচনী প্রচারণার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি অ্যাকাউন্ট প্ল্যাটফর্মটিতে রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। তবে আইনি বাধার সম্মুখীন হওয়ায় এই পদক্ষেপ কখনোই কার্যকর হয়নি।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৭ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৪ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে