নিজের চিন্তা, ছবি এবং ভিডিও বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য দারুণ এক মাধ্যম ফেসবুক। তবে সবাইকে সবকিছু দেখাতে চান না অনেকেই। বিশেষত পোস্টগুলো ব্যক্তিগত হলে। এর মানে এই নয় যে, তাদের ফেসবুক থেকে আনফ্রেন্ড বা ব্লক করতে হবে। এর পরিবর্তে ‘রেস্ট্রিকটেড তালিকা’ ব্যবহার করা যায়, যা নির্দিষ্ট কিছু লোককে ব্যক্তিগত পোস্ট দেখানো থেকে বিরত রাখবে।
ফেসবুকের ‘রেস্ট্রিকটেড লিস্ট’ কী
ফেসবুকের বন্ধু তালিকায় অফিসের বস, সহকর্মী, বা কিছু বন্ধু বা পরিবার থাকতে পারে। তবে সবাইকে নিজের ফেসবুক পোস্টগুলো দেখতে দিতে না চাইলে ‘রেস্ট্রিকটেড লিস্ট বা তালিকা’ ব্যবহার করতে পারেন। ফেসবুকের ‘রেস্ট্রিকটেড লিস্ট’ হলো একটি বিশেষ তালিকা, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট থেকে আপনার পোস্টগুলো দেখা যাবে না। যারা আপনার এই তালিকায় যুক্ত থাকবে, তারা শুধুমাত্র পাবলিক পোস্ট এবং প্রোফাইল তথ্য দেখতে পাবে। সুতরাং তাদের সঙ্গে ফেসবুকে বন্ধু থাকবেন এবং তাদের আনফ্রেন্ড বা ব্লক করার ঝামেলা এড়াতে পারবেন।
ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করবেন যেভাবে
ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে কোনো অ্যাকাউন্টকে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা বেশ সহজ। কারণ ডেস্কটপ সংস্করণে একসঙ্গে অনেককে যুক্ত করা যায় ও তালিকাটি নিয়ন্ত্রণ করাও সহজ। ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার থেকে পছন্দের মতো ব্রাউজার চালু করুন।
২. এরপর ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
৩. বাম পাশে থাকা ‘ফ্রেন্ডস’ ট্যাবে ক্লিক করুন।
৪. এরপর ‘কাস্টম লিস্টস’ এ নির্বাচন করুন।
৫. এখন ‘রেস্ট্রিকটেড তালিকা’ অপশনে ক্লিক করুন।
৬. এবার ‘অ্যাড/রিমুভ’ বাটনে এ ক্লিক করুন। ফলে একটি পেজ চালু হবে।
৭. যেসব ফেসবুকস বন্ধুদের রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করতে চান তাদের নাম পেজের সার্চ বারে টাইপ করুন। সার্চ ফলাফলে তাদের নাম দেখা গেলে নামের পাশে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করুন। তারপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
রেস্ট্রিকটেড তালিকা থেকে বাদ দিতে চাইলে নামের পাশে থাকা ‘X’ বাটনে ক্লিক করুন।
স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ ব্যবহারে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা প্রক্রিয়াটি একটু ঝামেলার। কারণ প্রতিটি অ্যাকাউন্ট একে একে যুক্ত করতে হবে। স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. যে অ্যাকাউন্ট রেস্ট্রিক তালিকায় যুক্ত করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন।
৩. প্রোফাইলের ওপরে থাকা ‘ফ্রেন্ডস’ বোতামে ট্যাপ করুন।
৪. এরপর ‘এডিট ফ্রেন্ড লিস্ট’ নির্বাচন করুন।
৫. এখন ‘রেস্ট্রিকটেড’ অপশন নির্বাচন করুন।
আইফোন ও অ্যান্ড্রয়েড এই তালিকা তৈরি করা প্রায় একই। তবে আইওএসের ক্ষেত্রে ৫ নম্বর ধাপের পর ‘ডান’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
নিজের চিন্তা, ছবি এবং ভিডিও বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য দারুণ এক মাধ্যম ফেসবুক। তবে সবাইকে সবকিছু দেখাতে চান না অনেকেই। বিশেষত পোস্টগুলো ব্যক্তিগত হলে। এর মানে এই নয় যে, তাদের ফেসবুক থেকে আনফ্রেন্ড বা ব্লক করতে হবে। এর পরিবর্তে ‘রেস্ট্রিকটেড তালিকা’ ব্যবহার করা যায়, যা নির্দিষ্ট কিছু লোককে ব্যক্তিগত পোস্ট দেখানো থেকে বিরত রাখবে।
ফেসবুকের ‘রেস্ট্রিকটেড লিস্ট’ কী
ফেসবুকের বন্ধু তালিকায় অফিসের বস, সহকর্মী, বা কিছু বন্ধু বা পরিবার থাকতে পারে। তবে সবাইকে নিজের ফেসবুক পোস্টগুলো দেখতে দিতে না চাইলে ‘রেস্ট্রিকটেড লিস্ট বা তালিকা’ ব্যবহার করতে পারেন। ফেসবুকের ‘রেস্ট্রিকটেড লিস্ট’ হলো একটি বিশেষ তালিকা, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট থেকে আপনার পোস্টগুলো দেখা যাবে না। যারা আপনার এই তালিকায় যুক্ত থাকবে, তারা শুধুমাত্র পাবলিক পোস্ট এবং প্রোফাইল তথ্য দেখতে পাবে। সুতরাং তাদের সঙ্গে ফেসবুকে বন্ধু থাকবেন এবং তাদের আনফ্রেন্ড বা ব্লক করার ঝামেলা এড়াতে পারবেন।
ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করবেন যেভাবে
ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে কোনো অ্যাকাউন্টকে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা বেশ সহজ। কারণ ডেস্কটপ সংস্করণে একসঙ্গে অনেককে যুক্ত করা যায় ও তালিকাটি নিয়ন্ত্রণ করাও সহজ। ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার থেকে পছন্দের মতো ব্রাউজার চালু করুন।
২. এরপর ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
৩. বাম পাশে থাকা ‘ফ্রেন্ডস’ ট্যাবে ক্লিক করুন।
৪. এরপর ‘কাস্টম লিস্টস’ এ নির্বাচন করুন।
৫. এখন ‘রেস্ট্রিকটেড তালিকা’ অপশনে ক্লিক করুন।
৬. এবার ‘অ্যাড/রিমুভ’ বাটনে এ ক্লিক করুন। ফলে একটি পেজ চালু হবে।
৭. যেসব ফেসবুকস বন্ধুদের রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করতে চান তাদের নাম পেজের সার্চ বারে টাইপ করুন। সার্চ ফলাফলে তাদের নাম দেখা গেলে নামের পাশে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করুন। তারপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
রেস্ট্রিকটেড তালিকা থেকে বাদ দিতে চাইলে নামের পাশে থাকা ‘X’ বাটনে ক্লিক করুন।
স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ ব্যবহারে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা প্রক্রিয়াটি একটু ঝামেলার। কারণ প্রতিটি অ্যাকাউন্ট একে একে যুক্ত করতে হবে। স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. যে অ্যাকাউন্ট রেস্ট্রিক তালিকায় যুক্ত করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন।
৩. প্রোফাইলের ওপরে থাকা ‘ফ্রেন্ডস’ বোতামে ট্যাপ করুন।
৪. এরপর ‘এডিট ফ্রেন্ড লিস্ট’ নির্বাচন করুন।
৫. এখন ‘রেস্ট্রিকটেড’ অপশন নির্বাচন করুন।
আইফোন ও অ্যান্ড্রয়েড এই তালিকা তৈরি করা প্রায় একই। তবে আইওএসের ক্ষেত্রে ৫ নম্বর ধাপের পর ‘ডান’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে