অনলাইন ডেস্ক
প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষমতা ও অবিশ্বাস্য ব্যাটারি লাইফ।
গারমিন ইটিরেক্স সোলার নামের এই ডিভাইস সূর্যের আলোর মাধ্যমে চলতে পারে দিনের পর দিন। কোম্পানির দাবি অনুযায়ী, ৭৫ হাজার লাক্স সূর্যালোক (খুবই উজ্জ্বল সূর্য) পাওয়া গেলে ডিভাইসটি সীমাহীন সময় ধরে জিপিএস সমর্থন দিতে পারে। বাস্তবে হয়তো এমন আলো সব সময় পাওয়া যায় না। তবে পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটি এমনিতেই ২০০ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ একবার পুরো চার্জ দিলে প্রায় আট দিন পর্যন্ত অবিচ্ছিন্ন জিপিএস নেভিগেশন পাওয়া যাবে।
ডিভাইসটিতে রয়েছে পাঁচটি বড় বোতাম, ২ দশমিক ২ ইঞ্চির মনোক্রোম ডিসপ্লে ও শক্তিশালী গঠন। এটি আইপিএক্স ৭ পানিরোধী রেটিংযুক্ত, অর্থাৎ হালকা পানিতে ভিজলেও ক্ষতি হবে না। ডিভাইসটির পেছনের দিকে নিচে একটি বেল্ট ও ক্লিপ রয়েছে, যার মাধ্যমে একে ব্যাকপ্যাকের সঙ্গে আটকে রাখা যাবে। চার্জের জন্য রয়েছে ইউএসবি-সি পোর্ট, যা রাবার দিয়ে ঢাকা। ফলে এতে সহজে পানি ঢুকতে পারবে না।
ডিভাইসটির হোম স্ক্রিন থেকে আপনি ট্র্যাকিং, নেভিগেশন, সোলার স্ট্যাটাস, স্যাটেলাইট সংযোগ ও অন্যান্য সেটিংসে প্রবেশ করতে পারবেন। ট্র্যাকিংয়ের সময় উচ্চতা, গতি, চলার সময়সহ বিভিন্ন তথ্য জানা যাবে। আপনি চাইলে নিজের মতো করে এগুলো কাস্টমাইজ করতে পারবেন।
যদিও ডিভাইসটি সঠিক লোকেশন দেখাতে সক্ষম, তবে এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন বা টপোগ্রাফিক ম্যাপ দেওয়া হয়নি। তবে জিপিএক্স ফাইল ইমপোর্ট করে রুট বা পথের নির্দেশনাও অনুসরণ করা যায়। এতে জিপিএস, জিএলওএসএএসএস, কিউজেডএসএস, আইআরএনএসএস ও বাইডু স্যাটেলাইটের সমর্থন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৩ অক্ষের কম্পাসও।
গারমিন এক্সপ্লোর অ্যাপের সঙ্গে সংযুক্ত করে আরও উন্নত ফিচার—জিওক্যাশিং, আবহাওয়ার আপডেট, ট্রিপ প্ল্যানিং ও স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে। সফটওয়্যার আপডেট ও ক্লাউড সিংক করতেও এই অ্যাপ প্রয়োজন।
গারমিন ইটিরেক্স সোলার ডিভাইসটির দাম মাত্র ২৪৯ ডলার। যাঁরা বনে-জঙ্গলে ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকরী ডিভাইস। আবার যাঁরা একটু সাশ্রয়ী মডেল খুঁজছেন, তাঁদের জন্য গারমিন ইটিরেক্সএসই মডেলটি পাওয়া যাবে ১৪৯ ডলারে।
তথ্যসূত্র: জেডনেট
আরও খবর পড়ুন:
প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষমতা ও অবিশ্বাস্য ব্যাটারি লাইফ।
গারমিন ইটিরেক্স সোলার নামের এই ডিভাইস সূর্যের আলোর মাধ্যমে চলতে পারে দিনের পর দিন। কোম্পানির দাবি অনুযায়ী, ৭৫ হাজার লাক্স সূর্যালোক (খুবই উজ্জ্বল সূর্য) পাওয়া গেলে ডিভাইসটি সীমাহীন সময় ধরে জিপিএস সমর্থন দিতে পারে। বাস্তবে হয়তো এমন আলো সব সময় পাওয়া যায় না। তবে পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটি এমনিতেই ২০০ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই কাজ করতে পারে, অর্থাৎ একবার পুরো চার্জ দিলে প্রায় আট দিন পর্যন্ত অবিচ্ছিন্ন জিপিএস নেভিগেশন পাওয়া যাবে।
ডিভাইসটিতে রয়েছে পাঁচটি বড় বোতাম, ২ দশমিক ২ ইঞ্চির মনোক্রোম ডিসপ্লে ও শক্তিশালী গঠন। এটি আইপিএক্স ৭ পানিরোধী রেটিংযুক্ত, অর্থাৎ হালকা পানিতে ভিজলেও ক্ষতি হবে না। ডিভাইসটির পেছনের দিকে নিচে একটি বেল্ট ও ক্লিপ রয়েছে, যার মাধ্যমে একে ব্যাকপ্যাকের সঙ্গে আটকে রাখা যাবে। চার্জের জন্য রয়েছে ইউএসবি-সি পোর্ট, যা রাবার দিয়ে ঢাকা। ফলে এতে সহজে পানি ঢুকতে পারবে না।
ডিভাইসটির হোম স্ক্রিন থেকে আপনি ট্র্যাকিং, নেভিগেশন, সোলার স্ট্যাটাস, স্যাটেলাইট সংযোগ ও অন্যান্য সেটিংসে প্রবেশ করতে পারবেন। ট্র্যাকিংয়ের সময় উচ্চতা, গতি, চলার সময়সহ বিভিন্ন তথ্য জানা যাবে। আপনি চাইলে নিজের মতো করে এগুলো কাস্টমাইজ করতে পারবেন।
যদিও ডিভাইসটি সঠিক লোকেশন দেখাতে সক্ষম, তবে এতে টার্ন-বাই-টার্ন নেভিগেশন বা টপোগ্রাফিক ম্যাপ দেওয়া হয়নি। তবে জিপিএক্স ফাইল ইমপোর্ট করে রুট বা পথের নির্দেশনাও অনুসরণ করা যায়। এতে জিপিএস, জিএলওএসএএসএস, কিউজেডএসএস, আইআরএনএসএস ও বাইডু স্যাটেলাইটের সমর্থন রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৩ অক্ষের কম্পাসও।
গারমিন এক্সপ্লোর অ্যাপের সঙ্গে সংযুক্ত করে আরও উন্নত ফিচার—জিওক্যাশিং, আবহাওয়ার আপডেট, ট্রিপ প্ল্যানিং ও স্মার্ট নোটিফিকেশন পাওয়া যাবে। সফটওয়্যার আপডেট ও ক্লাউড সিংক করতেও এই অ্যাপ প্রয়োজন।
গারমিন ইটিরেক্স সোলার ডিভাইসটির দাম মাত্র ২৪৯ ডলার। যাঁরা বনে-জঙ্গলে ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকরী ডিভাইস। আবার যাঁরা একটু সাশ্রয়ী মডেল খুঁজছেন, তাঁদের জন্য গারমিন ইটিরেক্সএসই মডেলটি পাওয়া যাবে ১৪৯ ডলারে।
তথ্যসূত্র: জেডনেট
আরও খবর পড়ুন:
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে