Ajker Patrika

ডিজিটাল বিজ্ঞাপনে একচেটিয়া আধিপত্য: গুগলের বিরুদ্ধে মামলার বিচার শুরু সেপ্টেম্বরে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ১৮
ডিজিটাল বিজ্ঞাপনে একচেটিয়া আধিপত্য: গুগলের বিরুদ্ধে মামলার বিচার শুরু সেপ্টেম্বরে

গুগলের বিরুদ্ধে ডিজিটাল বিজ্ঞাপনে একচেটিয়া আধিপত্য বিস্তারের মামলার বিচারকাজ আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে। গত সোমবার যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক এই আদেশ দেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ৮টি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে একচেটিয়া ও বেআইনিভাবে বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে এই মামলা করে। 

অভিযোগ অস্বীকার করে গুগল বলছে, এ মামলা সফল হলে, উদ্ভাবনের গতি ধীর করবে, বিজ্ঞাপন ফি বাড়বে এবং ছোট ব্যবসা ও প্রকাশকের সংখ্যা কমে যাবে। 

আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়ার মামলার বিচারের জন্য জুলাই মাসে তারিখ অনুরোধ করে বিচার বিভাগসহ অন্যান্য অঙ্গরাজ্যগুলো। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিঙ্কেমা বলেন, গ্রীষ্মকালীন বিচারে লজিস্টিক সমস্যা দেখা দিতে পারে। 

গুগল ও বিচার বিভাগের প্রতিনিধিরা বিচারের তারিখ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। 

গত বছর একযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, নিউজার্সি, নিউইয়র্ক, রোড আইল্যান্ড, টেনেসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে মামলা হয়। 

টেক্সাস অঙ্গরাজ্যে ২০২৫ সালের মার্চে আরেক মামলার মুখোমুখি হবে গুগল। সেই মামলাও টেক্সাস ও অন্যান্য অঙ্গরাজ্যগুলো বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগ তোলা হয়েছে। 

গুগলের ওয়েব সার্চের আধিপত্য নিয়ে  ওয়াশিংটনের এক বিচারকের কাছে আগামী মে মাসে সমাপনী যুক্তি তুলে  ধরবে মার্কিন বিচার বিভাগ, কলোরাডো ও  অন্যান্য অঙ্গরাজ্যগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত