নতুন চালু হওয়া আইফোন ১৫ প্রো মডেলে এ১৭ চিপসেট ব্যবহার করে অ্যাপল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৩ ন্যানোমিটার নড ব্যবহার করা হয়েছে এতে। নতুন ম্যাকবুক ও আইপ্যাডেও ৩ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট নাওয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়।
মিডিয়াম ডটকম ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও বলেন, ৩ ন্যানোমিটারভিত্তিক নতুন ম্যাকবুক ও আইপ্যাড ২০২৪ সালে বাজারে আসবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে অ্যাপলের ৩ ন্যানোমিটার চিপের চাহিদা ‘প্রত্যাশার চেয়ে কম’ হবে। ম্যাকবুক ও আইপ্যাডের সরবরাহ ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ কমে যথাক্রমে ১৭০ লাখ ও ৪৮০ লাখ ইউনিটে নেমেছে। সরবরাহ কমার কারণ, করোনার সময়ের ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে কাজ করা) চাহিদা কমে গেছে এবং অ্যাপলের নতুন স্পেসিফিকেশন ক্রেতাদের আর আকৃষ্ট করতে পারছে না।
তাছাড়া ক্রেতাদের ইনটেল সমর্থিত কম্পিউটার ব্যবহারে আগ্রহ বাড়ছে।
ম্যাকবুক ও আইপ্যাডের নতুন সিরিজে যা যা থাকতে পারে
নতুন আইপ্যাড প্রো মডেলগুলোতে ওলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। চি কুও বলেন, ২০২৩ সালের শেষ দিকে নতুন আইপ্যাড বাজারে আসবে না। তবে অন্য তথ্যসূত্র বলেছে, নতুন আইপ্যাড মিনি এই বছরেই লঞ্চ করা হবে।
কুওয়ের ভবিষ্যৎবাণী সত্য হলে এম ৩ চিপ আনতে অ্যাপল ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ বাজারে নিয়ে আসা হয়।
এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়। অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। বিশ্বের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে নতুন সিরিজের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল।
নতুন চালু হওয়া আইফোন ১৫ প্রো মডেলে এ১৭ চিপসেট ব্যবহার করে অ্যাপল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৩ ন্যানোমিটার নড ব্যবহার করা হয়েছে এতে। নতুন ম্যাকবুক ও আইপ্যাডেও ৩ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট নাওয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়।
মিডিয়াম ডটকম ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও বলেন, ৩ ন্যানোমিটারভিত্তিক নতুন ম্যাকবুক ও আইপ্যাড ২০২৪ সালে বাজারে আসবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে অ্যাপলের ৩ ন্যানোমিটার চিপের চাহিদা ‘প্রত্যাশার চেয়ে কম’ হবে। ম্যাকবুক ও আইপ্যাডের সরবরাহ ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ কমে যথাক্রমে ১৭০ লাখ ও ৪৮০ লাখ ইউনিটে নেমেছে। সরবরাহ কমার কারণ, করোনার সময়ের ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে কাজ করা) চাহিদা কমে গেছে এবং অ্যাপলের নতুন স্পেসিফিকেশন ক্রেতাদের আর আকৃষ্ট করতে পারছে না।
তাছাড়া ক্রেতাদের ইনটেল সমর্থিত কম্পিউটার ব্যবহারে আগ্রহ বাড়ছে।
ম্যাকবুক ও আইপ্যাডের নতুন সিরিজে যা যা থাকতে পারে
নতুন আইপ্যাড প্রো মডেলগুলোতে ওলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। চি কুও বলেন, ২০২৩ সালের শেষ দিকে নতুন আইপ্যাড বাজারে আসবে না। তবে অন্য তথ্যসূত্র বলেছে, নতুন আইপ্যাড মিনি এই বছরেই লঞ্চ করা হবে।
কুওয়ের ভবিষ্যৎবাণী সত্য হলে এম ৩ চিপ আনতে অ্যাপল ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ বাজারে নিয়ে আসা হয়।
এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়। অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। বিশ্বের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে নতুন সিরিজের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে