ক্রোম ব্রাউজারে বিষয় অনুযায়ী ট্যাবগুলো নির্দিষ্ট গ্রুপে সাজানোর সুবিধা দিয়েছে গুগল। ট্যাবগুলোকে গুছিয়ে রাখতে এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। এবার এক পলকে গ্রুপ ট্যাবগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রং যুক্ত করার সুবিধা নিয়ে আসবে গুগল। ফলে বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে পার্থক্য সহজে নিরূপণ করা যাবে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে @LeoPeva64 অ্যাকাউন্ট থেকে গুগল ক্রোমের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস করা হয়। এই অ্যাকাউন্টেই বলা হয় গুগল ট্যাবগুলোকে আলাদা করতে এগুলোতে নিদির্ষ্ট রঙ যুক্ত করার সুবিধা দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত ট্যাবগ্রুপগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এই অ্যাকাউন্টে ফিচারটি নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওয়ের মাধ্যমে জানা যায়,৯টি রঙের মধ্যে পছন্দের রঙ বাছাই করতে পারবে ব্যবহারকারীরা। ট্যাবগ্রুপের জন্য কোনো রঙ নির্বাচন করলে সেই রঙের একটি মোটা ডট (একটি বৃত্ত) ট্যাব গ্রুপের বাম পাশের কোনায় দেখা যাবে।
বর্তমারে ফিচারটি অ্যান্ড্রয়েড ক্যানারি চ্যানেলে দেখা যাচ্ছে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে অ্যাপের নতুন সংস্করণ ক্যানারিতে যুক্ত করা হয়। তবে ফিচারটি ওয়েব সংস্করণে আসবে নাকি তা স্পষ্ট নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার কারণ কোনো ট্যাব গ্রুপের নাম পড়ার আগেই রঙ চিনে দ্রুত ট্যাবগুলো খোলা যাবে।
গত জানুয়ারিতে ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। এআইভিত্তিক ফিচারগুলো ট্যাব সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে সাহায্য করবে এসব ফিচার সাহায্য করবে। ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ‘কাস্টমাইজ ক্রোম’ ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করার সুবিধাও যুক্ত করবে গুগল।
তথ্যসূত্র: স্যামমোবাইল
ক্রোম ব্রাউজারে বিষয় অনুযায়ী ট্যাবগুলো নির্দিষ্ট গ্রুপে সাজানোর সুবিধা দিয়েছে গুগল। ট্যাবগুলোকে গুছিয়ে রাখতে এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। এবার এক পলকে গ্রুপ ট্যাবগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রং যুক্ত করার সুবিধা নিয়ে আসবে গুগল। ফলে বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে পার্থক্য সহজে নিরূপণ করা যাবে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে @LeoPeva64 অ্যাকাউন্ট থেকে গুগল ক্রোমের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস করা হয়। এই অ্যাকাউন্টেই বলা হয় গুগল ট্যাবগুলোকে আলাদা করতে এগুলোতে নিদির্ষ্ট রঙ যুক্ত করার সুবিধা দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত ট্যাবগ্রুপগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এই অ্যাকাউন্টে ফিচারটি নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওয়ের মাধ্যমে জানা যায়,৯টি রঙের মধ্যে পছন্দের রঙ বাছাই করতে পারবে ব্যবহারকারীরা। ট্যাবগ্রুপের জন্য কোনো রঙ নির্বাচন করলে সেই রঙের একটি মোটা ডট (একটি বৃত্ত) ট্যাব গ্রুপের বাম পাশের কোনায় দেখা যাবে।
বর্তমারে ফিচারটি অ্যান্ড্রয়েড ক্যানারি চ্যানেলে দেখা যাচ্ছে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে অ্যাপের নতুন সংস্করণ ক্যানারিতে যুক্ত করা হয়। তবে ফিচারটি ওয়েব সংস্করণে আসবে নাকি তা স্পষ্ট নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার কারণ কোনো ট্যাব গ্রুপের নাম পড়ার আগেই রঙ চিনে দ্রুত ট্যাবগুলো খোলা যাবে।
গত জানুয়ারিতে ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। এআইভিত্তিক ফিচারগুলো ট্যাব সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে সাহায্য করবে এসব ফিচার সাহায্য করবে। ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ‘কাস্টমাইজ ক্রোম’ ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করার সুবিধাও যুক্ত করবে গুগল।
তথ্যসূত্র: স্যামমোবাইল
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে