একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদানের অন্যতম উপায় হলো গ্রুপ চ্যাট। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাটের সুযোগ রয়েছে ইনস্টাগ্রামেও। এর মাধ্যমে একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে একই সঙ্গে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট চালু করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে এটি চালু করা যায়। যেসব ব্যক্তির সঙ্গে গ্রুপ চ্যাট করতে চান, তাঁদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কি না, তা প্রথমেই চিহ্নিত করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপে ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
২. পেজটির ডান পাশের ওপরের দিকে থাকা কম্পোজ অপশনে (কলমের মতো আইকোন) ট্যাপ করুন।
৩. ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশন ট্যাপ করুন। এরপর ‘সাজেশন’ সেকশনের নিচ থেকে ইনস্টাগ্রামগুলোর অ্যাকাউন্টগুলো নির্বাচন করুন। সাজেশন সেকশনে পছন্দের অ্যাকাউন্টগুলো না থাকলে ওপরের দিকে থাকা সার্চ বক্সে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম টাইপ করুন। এরপর অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
৪. নির্বাচিত ব্যক্তিদের নাম নির্বাচন করার পর নিচে থাকা ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ বাটনে ট্যাপ করুন।
৫. ‘নেম দিস গ্রুপ’ অপশনে পছন্দমতো গ্রুপের নাম টাইপ করতে হবে।
৬. এরপর ‘প্রেস’ বাটনে ট্যাপ করলেই ইনস্টাগ্রামে নামসহ গ্রুপ চ্যাট তৈরি হয়ে যাবে।
গ্রুপ চ্যাট তৈরি করার পর চ্যাট বক্সে নতুন মেসেজ টাইপ করে সবাই স্বাগত জানাতে পারেন। গ্রুপ তৈরি করার পর গ্রুপের অন্য সদস্যরাও অন্য অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যেকেউ চাইলে ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হতে যেতে পারে। এ জন্য ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে। এর ফলে পপআপ মেনু দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া
একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদানের অন্যতম উপায় হলো গ্রুপ চ্যাট। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাটের সুযোগ রয়েছে ইনস্টাগ্রামেও। এর মাধ্যমে একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে একই সঙ্গে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট চালু করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে এটি চালু করা যায়। যেসব ব্যক্তির সঙ্গে গ্রুপ চ্যাট করতে চান, তাঁদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কি না, তা প্রথমেই চিহ্নিত করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপে ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
২. পেজটির ডান পাশের ওপরের দিকে থাকা কম্পোজ অপশনে (কলমের মতো আইকোন) ট্যাপ করুন।
৩. ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশন ট্যাপ করুন। এরপর ‘সাজেশন’ সেকশনের নিচ থেকে ইনস্টাগ্রামগুলোর অ্যাকাউন্টগুলো নির্বাচন করুন। সাজেশন সেকশনে পছন্দের অ্যাকাউন্টগুলো না থাকলে ওপরের দিকে থাকা সার্চ বক্সে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম টাইপ করুন। এরপর অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
৪. নির্বাচিত ব্যক্তিদের নাম নির্বাচন করার পর নিচে থাকা ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ বাটনে ট্যাপ করুন।
৫. ‘নেম দিস গ্রুপ’ অপশনে পছন্দমতো গ্রুপের নাম টাইপ করতে হবে।
৬. এরপর ‘প্রেস’ বাটনে ট্যাপ করলেই ইনস্টাগ্রামে নামসহ গ্রুপ চ্যাট তৈরি হয়ে যাবে।
গ্রুপ চ্যাট তৈরি করার পর চ্যাট বক্সে নতুন মেসেজ টাইপ করে সবাই স্বাগত জানাতে পারেন। গ্রুপ তৈরি করার পর গ্রুপের অন্য সদস্যরাও অন্য অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যেকেউ চাইলে ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হতে যেতে পারে। এ জন্য ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে। এর ফলে পপআপ মেনু দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে