প্রযুক্তি ডেস্ক
টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। তবে এআইয়ের ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হওয়ার শঙ্কায়ও রয়েছে প্রতিষ্ঠানগুলো। এই শঙ্কা থেকেই এবার কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে অ্যাপল। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং।
ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল তাদের ডেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। প্রতিষ্ঠানটির আশঙ্কা করছে— জেনারেটিভ এআই ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হতে পারে। তাই আগামী এক মাস কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করছে অ্যাপল। চ্যাটজিপিটির পাশাপাশি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাবের স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার টুল ‘কোপাইলট’ নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, এখন থেকে আইফোনে সহজেই ব্যবহার করা যাবে ওপেনএআইয়ের এআইভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। মূলত অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ এনেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটির মাধ্যমে চ্যাটজিপিটির ওয়েবের সব সুবিধা পাওয়া যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।
ওপেনএআই জানিয়েছে, আপাতত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারের সুযোগ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও শিগগিরই চ্যাটজিপিটির অ্যাপ আনার কথা জানিয়েছে ওপেনএআই।
এর আগে, কর্মীদের জন্য চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবট ব্যবহার নিষিদ্ধ করে টেক জায়ান্ট স্যামসাং। তবে শুধু মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এক বিবৃতিতে জানায়, প্রযুক্তির অপব্যবহার রোধে সাময়িকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এআই পরিষেবার মাধ্যমে কর্মীদের কাজের দক্ষতা ও সুযোগ-সুবিধা কীভাবে উন্নত করা সেই উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। যথাযথ পদক্ষেপ নেওয়ার আগে সাময়িকভাবে কোম্পানির সংশ্লিষ্ট কম্পিউটার বা ডিভাইসে জেনারেটিভ এআই পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। তবে এআইয়ের ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হওয়ার শঙ্কায়ও রয়েছে প্রতিষ্ঠানগুলো। এই শঙ্কা থেকেই এবার কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে অ্যাপল। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং।
ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল তাদের ডেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। প্রতিষ্ঠানটির আশঙ্কা করছে— জেনারেটিভ এআই ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হতে পারে। তাই আগামী এক মাস কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করছে অ্যাপল। চ্যাটজিপিটির পাশাপাশি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাবের স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার টুল ‘কোপাইলট’ নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, এখন থেকে আইফোনে সহজেই ব্যবহার করা যাবে ওপেনএআইয়ের এআইভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। মূলত অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ এনেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটির মাধ্যমে চ্যাটজিপিটির ওয়েবের সব সুবিধা পাওয়া যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।
ওপেনএআই জানিয়েছে, আপাতত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারের সুযোগ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও শিগগিরই চ্যাটজিপিটির অ্যাপ আনার কথা জানিয়েছে ওপেনএআই।
এর আগে, কর্মীদের জন্য চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবট ব্যবহার নিষিদ্ধ করে টেক জায়ান্ট স্যামসাং। তবে শুধু মোবাইল ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এক বিবৃতিতে জানায়, প্রযুক্তির অপব্যবহার রোধে সাময়িকভাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এআই পরিষেবার মাধ্যমে কর্মীদের কাজের দক্ষতা ও সুযোগ-সুবিধা কীভাবে উন্নত করা সেই উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। যথাযথ পদক্ষেপ নেওয়ার আগে সাময়িকভাবে কোম্পানির সংশ্লিষ্ট কম্পিউটার বা ডিভাইসে জেনারেটিভ এআই পরিষেবা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১০ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৭ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২১ ঘণ্টা আগে