প্রযুক্তি ডেস্ক
মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে।
জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে।
জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর।
সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’
লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৪ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৬ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১৭ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৮ ঘণ্টা আগে