Ajker Patrika

মেরামতের সুবিধা রেখে নতুন ফোন আনছে নকিয়া

প্রযুক্তি ডেস্ক
মেরামতের সুবিধা রেখে নতুন ফোন আনছে নকিয়া

মেরামতের সুবিধা রেখে বাজারে নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। মোবাইলটির মডেল— জি২২। চার্জিং পোর্ট, ব্যাটারি বা ডিসপ্লে মেরামতে বিভিন্ন নির্দেশিকা ও যান্ত্রিক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই–কমার্স আইফিক্সইট-এর সঙ্গে জোট বেঁধেছে নকিয়া। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটির কেসিং প্লাস্টিকের তৈরি। যা পুরোপুরি রিসাইকেল  করা উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া, ফোনটিতে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তার পাশাপাশি তিন বছরের নিরাপত্তা প্যাচ ও ওয়ারেন্টি থাকবে। 

জি২২ মূলত একটি ‘এন্ট্রি লেভেল’ স্মার্টফোন। এতে প্রসেসর হিসেবে আছে আছে ‘ইউনিসক টি৬০৬’। স্টোরেজ থাকবে ১২৮ জিবি পর্যন্ত, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এতে আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট’সহ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পাশাপাশি থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, দুই মেগাপিক্সেলের ‘ডেপথ’ ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। 

সম্প্রতি, প্রায় ৬০ বছরে প্রথমবারের মতো নিজেদের লোগো পরিবর্তন করে নকিয়া। লোগোতে পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসায়িক কৌশলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনার ইঙ্গিত দেন কোম্পানিটির প্রধান নির্বাহী। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ‘নকিয়া’ নামটি লেখা হয়েছে। পুরোনো লোগোর নীল রংটি ব্যবহারের ওপর নির্ভর করে বিভিন্ন রং ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন এই লোগো। নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক রয়টার্সকে বলেন, ‘আগে আমাদের সঙ্গে শুধু স্মার্টফোনের যোগসূত্র ছিল। এখন আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানি।’

লুন্ডমার্ক ব্লুমবার্গকে বলেন, ‘বেশির ভাগ মানুষের মতে, আমরা এখনো শুধুই একটি সফল মোবাইল ফোন ব্র্যান্ড। তবে নকিয়া এর চেয়েও বেশি কিছু। আমরা একটি নতুন ব্র্যান্ড চালু করতে চাই, যা নেটওয়ার্ক ও ডিজিটালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করবে, যা শুধু মোবাইল ফোন উৎপাদন থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত