Ajker Patrika

টেসলার শেয়ারদরের ব্যাপক পতন, কর্মীদের আশ্বস্ত করে মাস্কের মেইল

প্রযুক্তি ডেস্ক
টেসলার শেয়ারদরের ব্যাপক পতন, কর্মীদের আশ্বস্ত করে মাস্কের মেইল

চলতি বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার প্রায় ৭০ শতাংশ কমেছে। বৈদ্যুতিক যানবাহনের চাহিদা কমে যাওয়া এবং টুইটার নিয়ে মাস্কের ব্যস্ততাকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে টেসলার কর্মীদের মাস্ক শেয়ার মার্কেটে টেসলার দরপতন নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার কর্মীদের পাঠানো এক ই-মেইলে মাস্ক বলেন, ‘আমি বিশ্বাস করি দীর্ঘ মেয়াদে টেসলা পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি হবে।’ ই-মেইলে কর্মীদের এই ত্রৈমাসিকের শেষে ডেলিভারি বাড়ানোর জন্যও অনুরোধ করেন মাস্ক। তিনি বলেন, ‘সম্ভব হলে অনুগ্রহ করে পরের কয়েক দিনের জন্য স্বেচ্ছাসেবক হয়ে পণ্য ডেলিভারি করতে সহযোগিতা করুন। এটি বর্তমান অবস্থার সঙ্গে বাস্তব পার্থক্য তৈরি করবে!’

কর্মীদের মাস্ক আরও বলেন, ‘শেয়ার বাজারের দরপতন নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, বাজার তার ফল দেবেই।’

সম্প্রতি টেসলা যুক্তরাষ্ট্র এবং চীনে নিজেদের গাড়ির মূল্যের ওপর ছাড় দিয়েছে। রিফিনিটিভ ডেটা অনুসারে, বিশ্লেষকেরা আশা করছেন, চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) টেসলা মোট ৪ লাখ ৪২ হাজার ৫২টি গাড়ি সরবরাহ করবে।

টেসলার শেয়ারের দামের পতন হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শেয়ারের মালিকানা থাকা প্রতিষ্ঠানের কর্মীরাও। টেসলা কারখানার শ্রমিকসহ বেশির ভাগ কর্মচারীর জন্য ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে। এর আগে, চলতি মাসেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক। তবে ঠিক কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি তিনি।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে—   বিনিয়োগকারীদের এমন ধারণা তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত