প্রযুক্তি ডেস্ক
চলতি বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার প্রায় ৭০ শতাংশ কমেছে। বৈদ্যুতিক যানবাহনের চাহিদা কমে যাওয়া এবং টুইটার নিয়ে মাস্কের ব্যস্ততাকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে টেসলার কর্মীদের মাস্ক শেয়ার মার্কেটে টেসলার দরপতন নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার কর্মীদের পাঠানো এক ই-মেইলে মাস্ক বলেন, ‘আমি বিশ্বাস করি দীর্ঘ মেয়াদে টেসলা পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি হবে।’ ই-মেইলে কর্মীদের এই ত্রৈমাসিকের শেষে ডেলিভারি বাড়ানোর জন্যও অনুরোধ করেন মাস্ক। তিনি বলেন, ‘সম্ভব হলে অনুগ্রহ করে পরের কয়েক দিনের জন্য স্বেচ্ছাসেবক হয়ে পণ্য ডেলিভারি করতে সহযোগিতা করুন। এটি বর্তমান অবস্থার সঙ্গে বাস্তব পার্থক্য তৈরি করবে!’
কর্মীদের মাস্ক আরও বলেন, ‘শেয়ার বাজারের দরপতন নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, বাজার তার ফল দেবেই।’
সম্প্রতি টেসলা যুক্তরাষ্ট্র এবং চীনে নিজেদের গাড়ির মূল্যের ওপর ছাড় দিয়েছে। রিফিনিটিভ ডেটা অনুসারে, বিশ্লেষকেরা আশা করছেন, চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) টেসলা মোট ৪ লাখ ৪২ হাজার ৫২টি গাড়ি সরবরাহ করবে।
টেসলার শেয়ারের দামের পতন হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শেয়ারের মালিকানা থাকা প্রতিষ্ঠানের কর্মীরাও। টেসলা কারখানার শ্রমিকসহ বেশির ভাগ কর্মচারীর জন্য ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে। এর আগে, চলতি মাসেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক। তবে ঠিক কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি তিনি।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে— বিনিয়োগকারীদের এমন ধারণা তৈরি হয়েছে।
চলতি বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার প্রায় ৭০ শতাংশ কমেছে। বৈদ্যুতিক যানবাহনের চাহিদা কমে যাওয়া এবং টুইটার নিয়ে মাস্কের ব্যস্ততাকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে টেসলার কর্মীদের মাস্ক শেয়ার মার্কেটে টেসলার দরপতন নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার কর্মীদের পাঠানো এক ই-মেইলে মাস্ক বলেন, ‘আমি বিশ্বাস করি দীর্ঘ মেয়াদে টেসলা পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি হবে।’ ই-মেইলে কর্মীদের এই ত্রৈমাসিকের শেষে ডেলিভারি বাড়ানোর জন্যও অনুরোধ করেন মাস্ক। তিনি বলেন, ‘সম্ভব হলে অনুগ্রহ করে পরের কয়েক দিনের জন্য স্বেচ্ছাসেবক হয়ে পণ্য ডেলিভারি করতে সহযোগিতা করুন। এটি বর্তমান অবস্থার সঙ্গে বাস্তব পার্থক্য তৈরি করবে!’
কর্মীদের মাস্ক আরও বলেন, ‘শেয়ার বাজারের দরপতন নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, বাজার তার ফল দেবেই।’
সম্প্রতি টেসলা যুক্তরাষ্ট্র এবং চীনে নিজেদের গাড়ির মূল্যের ওপর ছাড় দিয়েছে। রিফিনিটিভ ডেটা অনুসারে, বিশ্লেষকেরা আশা করছেন, চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) টেসলা মোট ৪ লাখ ৪২ হাজার ৫২টি গাড়ি সরবরাহ করবে।
টেসলার শেয়ারের দামের পতন হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শেয়ারের মালিকানা থাকা প্রতিষ্ঠানের কর্মীরাও। টেসলা কারখানার শ্রমিকসহ বেশির ভাগ কর্মচারীর জন্য ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে। এর আগে, চলতি মাসেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক। তবে ঠিক কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি তিনি।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে— বিনিয়োগকারীদের এমন ধারণা তৈরি হয়েছে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৫ ঘণ্টা আগে