অনেক সময় আমরা বিচ্ছিন্ন পিডিএফ ফাইল পাই, যেগুলোকে একটি ফাইলে পরিণত করার প্রয়োজন হয়। এই কাজটি অ্যাডোবি অ্যাক্রোব্যাটের অনলাইন টুল ব্যবহার করে খুব সহজেই করা যায়; বেশি সময়ও লাগে না।
অ্যাডোবির এই টুল প্রথমবার ব্যবহারের জন্য সাইন ইন করার প্রয়োজন নেই। পিডিএফ ফাইলগুলো একত্রিত করার পর শুধু ডাউনলোড করলেই হবে।
তবে টুলটি দ্বিতীয়বার ব্যবহারের ক্ষেত্রে গুগল, ফেসবুক, অ্যাপল অ্যাকাউন্ট বা নিজের ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে সাইন ইন করতে হবে।
সাইন ইন করা হলে পিডিএফ ফাইলগুলো লিংক বা ইমেইলের মাধ্যমে শেয়ারের জন্য অতিরিক্ত অপশন পাওয়া যাবে।
যা যা লাগবে
১. ডেস্কটপ বা ল্যাপটপ
২. অ্যাডোবি অ্যাক্রোব্যাট
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল অনুসারে একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করার ধাপগুলো বিস্তারিত জানানো হল–
১. অ্যাডোবি অ্যাক্রোব্যাট টুলের পেজে নিচের লিংকের মাধ্যমে প্রবেশ করুন— https://www.adobe.com/acrobat/online/merge-pdf.html
২. পেজের ‘কম্বাইন ফাইল বা মার্জ ফাইল’ বক্সে পিডিএফ ফাইলগুলো নিয়ে আসুন। ড্র্যাগ ও ড্রপ করে বা ‘সিলেক্ট ফাইলস’ বাটনে ক্লিক করে পিডিএফগুলো এই বক্সে আনা যাবে।
৩. পিডিএফ ফাইলগুলো আপলোড হয়ে গেলে ‘মার্জ বা কম্বাইন’ অপশনে ক্লিক করুন। এই পেজে সাইন ইন করা থাকলে কম্বাইন অপশন ক্লিক করার আগে ফাইলটিতে নতুন নাম দিতে হবে।
পিডিএফগুলো এক ফাইলে পরিণত করার পর নতুন ফাইলটি শেয়ার বা ডাউনলোড করা যাবে। এরপর ফাইলটি এডিটও করা যাবে। কম্বাইন ফাইলের পেজের মেনু থেকে এটি করা যাবে। এছাড়া পিডিএফটি স্প্লিট, জেপিইজি বা ওয়ার্ড ফাইলেও কনভার্ট করা যাবে।
অনেক সময় আমরা বিচ্ছিন্ন পিডিএফ ফাইল পাই, যেগুলোকে একটি ফাইলে পরিণত করার প্রয়োজন হয়। এই কাজটি অ্যাডোবি অ্যাক্রোব্যাটের অনলাইন টুল ব্যবহার করে খুব সহজেই করা যায়; বেশি সময়ও লাগে না।
অ্যাডোবির এই টুল প্রথমবার ব্যবহারের জন্য সাইন ইন করার প্রয়োজন নেই। পিডিএফ ফাইলগুলো একত্রিত করার পর শুধু ডাউনলোড করলেই হবে।
তবে টুলটি দ্বিতীয়বার ব্যবহারের ক্ষেত্রে গুগল, ফেসবুক, অ্যাপল অ্যাকাউন্ট বা নিজের ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে সাইন ইন করতে হবে।
সাইন ইন করা হলে পিডিএফ ফাইলগুলো লিংক বা ইমেইলের মাধ্যমে শেয়ারের জন্য অতিরিক্ত অপশন পাওয়া যাবে।
যা যা লাগবে
১. ডেস্কটপ বা ল্যাপটপ
২. অ্যাডোবি অ্যাক্রোব্যাট
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল অনুসারে একাধিক পিডিএফ একটি ফাইলে পরিণত করার ধাপগুলো বিস্তারিত জানানো হল–
১. অ্যাডোবি অ্যাক্রোব্যাট টুলের পেজে নিচের লিংকের মাধ্যমে প্রবেশ করুন— https://www.adobe.com/acrobat/online/merge-pdf.html
২. পেজের ‘কম্বাইন ফাইল বা মার্জ ফাইল’ বক্সে পিডিএফ ফাইলগুলো নিয়ে আসুন। ড্র্যাগ ও ড্রপ করে বা ‘সিলেক্ট ফাইলস’ বাটনে ক্লিক করে পিডিএফগুলো এই বক্সে আনা যাবে।
৩. পিডিএফ ফাইলগুলো আপলোড হয়ে গেলে ‘মার্জ বা কম্বাইন’ অপশনে ক্লিক করুন। এই পেজে সাইন ইন করা থাকলে কম্বাইন অপশন ক্লিক করার আগে ফাইলটিতে নতুন নাম দিতে হবে।
পিডিএফগুলো এক ফাইলে পরিণত করার পর নতুন ফাইলটি শেয়ার বা ডাউনলোড করা যাবে। এরপর ফাইলটি এডিটও করা যাবে। কম্বাইন ফাইলের পেজের মেনু থেকে এটি করা যাবে। এছাড়া পিডিএফটি স্প্লিট, জেপিইজি বা ওয়ার্ড ফাইলেও কনভার্ট করা যাবে।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৭ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৪ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে