নেদারল্যান্ডসের একটি শহরে আশির দশকে সক্রিয় ছিল এক ‘শয়তান উপাসক যৌন নিপীড়ক’ দল, এমন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াচ্ছে টুইটারে। সমাধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে আদালতে মামলা করেছে শহরটির কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোডেগ্রাভেন-রেউইজক নামে পরিচিত নেদারল্যান্ডসের ওই শহরকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াতে শুরু করে ২০০০ সালের দিকে। কয়েক ব্যক্তি টুইটারে ভুয়া গল্প ছড়াতে শুরু করেন যে, আশির দশকে শিশুদের যৌন নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটেছিল সেখানে।
গল্পের মূল প্ররোচকের ভাষ্যমতে, বোডেগ্রাভেনের একদল লোকের যৌন নিপীড়নের সাক্ষী হওয়া তাঁর শৈশবস্মৃতির অংশ।
এসব গুজব ছড়িয়ে পড়ার পর স্থানীয় কবরস্থানে গিয়ে লোকজনের ভিড় করার পাশাপাশি নাম না জানা বিভিন্ন শিশুর কবরে ফুল ও লিখিত বার্তা দিয়েছেন অনেকে।
এদিকে শুক্রবার ‘দ্য হেগ ডিস্ট্রিক্ট কোর্টে’ শুনানির আগে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি টুইটারের আইনজীবী জেনস ভ্যান ডেন ব্রিংক।
এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে গত বছর এই আদালতই ওই সব ব্যক্তির টুইট ও এই গুজব সম্পর্কিত অন্যান্য কনটেন্ট তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দিয়েছিলেন।
তবে এই রায়ের পরও সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে বোডেগ্রাভেন শহরের বিভিন্ন গল্প। এরই পরিপ্রেক্ষিতে টুইটারকেই আদালতে নিতে বাধ্য হয়েছে শহরটি।
বোডেনগ্রাভেন নিয়ে গুজব ছড়ানোর নেপথ্যে থাকা তিন ব্যক্তি বর্তমানে কারাগারে আছেন। তবে ওই গল্পের কারণে নয়, দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটেসহ বেশ কিছু ব্যক্তিকে হত্যার হুমকি এবং অন্যান্য প্ররোচনার মামলায় সাজা ভোগ করছেন তাঁরা।
নেদারল্যান্ডসের একটি শহরে আশির দশকে সক্রিয় ছিল এক ‘শয়তান উপাসক যৌন নিপীড়ক’ দল, এমন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াচ্ছে টুইটারে। সমাধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে আদালতে মামলা করেছে শহরটির কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোডেগ্রাভেন-রেউইজক নামে পরিচিত নেদারল্যান্ডসের ওই শহরকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াতে শুরু করে ২০০০ সালের দিকে। কয়েক ব্যক্তি টুইটারে ভুয়া গল্প ছড়াতে শুরু করেন যে, আশির দশকে শিশুদের যৌন নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটেছিল সেখানে।
গল্পের মূল প্ররোচকের ভাষ্যমতে, বোডেগ্রাভেনের একদল লোকের যৌন নিপীড়নের সাক্ষী হওয়া তাঁর শৈশবস্মৃতির অংশ।
এসব গুজব ছড়িয়ে পড়ার পর স্থানীয় কবরস্থানে গিয়ে লোকজনের ভিড় করার পাশাপাশি নাম না জানা বিভিন্ন শিশুর কবরে ফুল ও লিখিত বার্তা দিয়েছেন অনেকে।
এদিকে শুক্রবার ‘দ্য হেগ ডিস্ট্রিক্ট কোর্টে’ শুনানির আগে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি টুইটারের আইনজীবী জেনস ভ্যান ডেন ব্রিংক।
এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে গত বছর এই আদালতই ওই সব ব্যক্তির টুইট ও এই গুজব সম্পর্কিত অন্যান্য কনটেন্ট তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দিয়েছিলেন।
তবে এই রায়ের পরও সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে বোডেগ্রাভেন শহরের বিভিন্ন গল্প। এরই পরিপ্রেক্ষিতে টুইটারকেই আদালতে নিতে বাধ্য হয়েছে শহরটি।
বোডেনগ্রাভেন নিয়ে গুজব ছড়ানোর নেপথ্যে থাকা তিন ব্যক্তি বর্তমানে কারাগারে আছেন। তবে ওই গল্পের কারণে নয়, দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটেসহ বেশ কিছু ব্যক্তিকে হত্যার হুমকি এবং অন্যান্য প্ররোচনার মামলায় সাজা ভোগ করছেন তাঁরা।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে