Ajker Patrika

এসইউ ৭ সিরিজ নিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে শাওমি

এসইউ ৭ সিরিজ নিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে শাওমি

এসইউ ৭ সিরিজ নিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে ঢুকল চীনের কোম্পানি শাওমি। সিরিজটির আওতায় এসইউ ৭, এসইউ ৭ প্রো ও এসইউ ৭ ম্যাক্স–এই তিনটি মডেল রয়েছে।

চীনে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে শাওমিই প্রথম। কোনো গাড়ি উৎপাদনের জন্য চীনের মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এমআইআইটি) এর অনুমতি নিতে হয়। চীনে সরকারের সব নিয়ম মেনে এই গাড়ি উৎপাদন করবে শাওমি। এই সিরিজ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে এমআইআইটি। 

এই গাড়িগুলো উৎপাদনের জন্য বেইজিং অটোমেটিভ ইন্ডাস্ট্রি হোল্ডিং কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করছে শাওমি। এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্স মডেলে গতি ও ব্যাটারিতে পার্থক্য রয়েছে। এসইউ ৭ এর সর্বোচ্চ গতি ২১০ কেএমপিএইচ এবং এসইউ ৭ ম্যাক্সের সর্বোচ্চ গতি ২৬৫ কেএমপিএইচ। 

এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্সের ওজন যথাক্রমে এক হাজার ৯৮০ কেজি ও দুই হাজার ২০৫ কেজি। শাওমির এসইউ ৭ মডেলটিকে আগে এমএস ১১ নাম দেওয়া হয়েছিল। 

এই মডেলে দুটি পাওয়ারট্রেন অপশন পাওয়া যাবে। একটি হল ২২০ কেডাব্লু মোটরসহ আরডাব্লুডি এবং অপরটি হল ২৭৫ কেডাব্লু ‍+ ২২০ কেডাব্লু সহ এডাব্লুডি সেটআপ। 

এসইউ ৭ এর সর্বোচ্চ গতি ২১০ কেএমপিএইচ এবং এসইউ ৭ ম্যাক্সের সর্বোচ্চ গতি ২৬৫ কেএমপিএইচতবে, এসইউ ৭ প্রো নিয়ে বেশি তথ্য জানায়নি এমআইআইটি। তবে এসইউ ৭ সেডান সিরিজের আরও ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারে শাওমি। 

শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওস গাড়ির মডেলগুলোতে ব্যবহার করা হবে। এর ফলে গ্রাহকের ঘরের স্মার্ট ডিভাইস, ফোন ও গাড়ি একই সিস্টেমের আওতায় থাকতে পারবে। 

টেসলার বৈদ্যুতিক গাড়ির অনেক চাহিদা রয়েছে চীনে। শাওমির এই গাড়িগুলো ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে। 

এই গাড়ির উৎপাদন ডিসেম্বর থেকে শুরু হবে। আগামী বছরে ফেব্রুয়ারি থেকে এই গাড়িগুলো বিক্রির জন্য বাজারে ছাড়া হবে। 

গত কয়েক সপ্তাহ ধরে শাওমি কোম্পানি ভালো অবস্থানে রয়েছে। চীনের বাজারে কোম্পানিটির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ স্মার্টফোনটি দুই সপ্তাহে প্রায় ১০ লাখ বিক্রি হয়। 

তথ্যসূত্র: নিউউইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত