এসইউ ৭ সিরিজ নিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে ঢুকল চীনের কোম্পানি শাওমি। সিরিজটির আওতায় এসইউ ৭, এসইউ ৭ প্রো ও এসইউ ৭ ম্যাক্স–এই তিনটি মডেল রয়েছে।
চীনে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে শাওমিই প্রথম। কোনো গাড়ি উৎপাদনের জন্য চীনের মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এমআইআইটি) এর অনুমতি নিতে হয়। চীনে সরকারের সব নিয়ম মেনে এই গাড়ি উৎপাদন করবে শাওমি। এই সিরিজ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে এমআইআইটি।
এই গাড়িগুলো উৎপাদনের জন্য বেইজিং অটোমেটিভ ইন্ডাস্ট্রি হোল্ডিং কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করছে শাওমি। এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্স মডেলে গতি ও ব্যাটারিতে পার্থক্য রয়েছে। এসইউ ৭ এর সর্বোচ্চ গতি ২১০ কেএমপিএইচ এবং এসইউ ৭ ম্যাক্সের সর্বোচ্চ গতি ২৬৫ কেএমপিএইচ।
এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্সের ওজন যথাক্রমে এক হাজার ৯৮০ কেজি ও দুই হাজার ২০৫ কেজি। শাওমির এসইউ ৭ মডেলটিকে আগে এমএস ১১ নাম দেওয়া হয়েছিল।
এই মডেলে দুটি পাওয়ারট্রেন অপশন পাওয়া যাবে। একটি হল ২২০ কেডাব্লু মোটরসহ আরডাব্লুডি এবং অপরটি হল ২৭৫ কেডাব্লু + ২২০ কেডাব্লু সহ এডাব্লুডি সেটআপ।
তবে, এসইউ ৭ প্রো নিয়ে বেশি তথ্য জানায়নি এমআইআইটি। তবে এসইউ ৭ সেডান সিরিজের আরও ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারে শাওমি।
শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওস গাড়ির মডেলগুলোতে ব্যবহার করা হবে। এর ফলে গ্রাহকের ঘরের স্মার্ট ডিভাইস, ফোন ও গাড়ি একই সিস্টেমের আওতায় থাকতে পারবে।
টেসলার বৈদ্যুতিক গাড়ির অনেক চাহিদা রয়েছে চীনে। শাওমির এই গাড়িগুলো ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
এই গাড়ির উৎপাদন ডিসেম্বর থেকে শুরু হবে। আগামী বছরে ফেব্রুয়ারি থেকে এই গাড়িগুলো বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।
গত কয়েক সপ্তাহ ধরে শাওমি কোম্পানি ভালো অবস্থানে রয়েছে। চীনের বাজারে কোম্পানিটির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ স্মার্টফোনটি দুই সপ্তাহে প্রায় ১০ লাখ বিক্রি হয়।
তথ্যসূত্র: নিউউইন
এসইউ ৭ সিরিজ নিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে ঢুকল চীনের কোম্পানি শাওমি। সিরিজটির আওতায় এসইউ ৭, এসইউ ৭ প্রো ও এসইউ ৭ ম্যাক্স–এই তিনটি মডেল রয়েছে।
চীনে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে শাওমিই প্রথম। কোনো গাড়ি উৎপাদনের জন্য চীনের মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এমআইআইটি) এর অনুমতি নিতে হয়। চীনে সরকারের সব নিয়ম মেনে এই গাড়ি উৎপাদন করবে শাওমি। এই সিরিজ সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে এমআইআইটি।
এই গাড়িগুলো উৎপাদনের জন্য বেইজিং অটোমেটিভ ইন্ডাস্ট্রি হোল্ডিং কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করছে শাওমি। এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্স মডেলে গতি ও ব্যাটারিতে পার্থক্য রয়েছে। এসইউ ৭ এর সর্বোচ্চ গতি ২১০ কেএমপিএইচ এবং এসইউ ৭ ম্যাক্সের সর্বোচ্চ গতি ২৬৫ কেএমপিএইচ।
এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্সের ওজন যথাক্রমে এক হাজার ৯৮০ কেজি ও দুই হাজার ২০৫ কেজি। শাওমির এসইউ ৭ মডেলটিকে আগে এমএস ১১ নাম দেওয়া হয়েছিল।
এই মডেলে দুটি পাওয়ারট্রেন অপশন পাওয়া যাবে। একটি হল ২২০ কেডাব্লু মোটরসহ আরডাব্লুডি এবং অপরটি হল ২৭৫ কেডাব্লু + ২২০ কেডাব্লু সহ এডাব্লুডি সেটআপ।
তবে, এসইউ ৭ প্রো নিয়ে বেশি তথ্য জানায়নি এমআইআইটি। তবে এসইউ ৭ সেডান সিরিজের আরও ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারে শাওমি।
শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওস গাড়ির মডেলগুলোতে ব্যবহার করা হবে। এর ফলে গ্রাহকের ঘরের স্মার্ট ডিভাইস, ফোন ও গাড়ি একই সিস্টেমের আওতায় থাকতে পারবে।
টেসলার বৈদ্যুতিক গাড়ির অনেক চাহিদা রয়েছে চীনে। শাওমির এই গাড়িগুলো ইলন মাস্কের টেসলার সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
এই গাড়ির উৎপাদন ডিসেম্বর থেকে শুরু হবে। আগামী বছরে ফেব্রুয়ারি থেকে এই গাড়িগুলো বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।
গত কয়েক সপ্তাহ ধরে শাওমি কোম্পানি ভালো অবস্থানে রয়েছে। চীনের বাজারে কোম্পানিটির হাইপারওএস অপারেটিং সিস্টেমের সর্বশেষ স্মার্টফোনটি দুই সপ্তাহে প্রায় ১০ লাখ বিক্রি হয়।
তথ্যসূত্র: নিউউইন
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে