Ajker Patrika

থ্রেডস ও ইনস্টাগ্রামে রাজনৈতিক কনটেন্ট দেখা সীমিত করবেন যেভাবে

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৫: ৫৯
থ্রেডস ও ইনস্টাগ্রামে রাজনৈতিক কনটেন্ট দেখা সীমিত করবেন যেভাবে

থ্রেডস ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের রাজনৈতিক কনটেন্ট প্রদর্শন সীমিত করার সুযোগ দিচ্ছে মেটা। ফলে ব্যবহারকারীদের আগ্রহ না থাকলে এসব কনটেন্ট প্ল্যাটফর্মগুলোর ফিডে আর দেখা যাবে না। 

এই বছরের শুরুতে ফিচারটি আনার ঘোষণা দেয় মেটা। সে সময় ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, কোম্পানিটির লক্ষ্য হলো রাজনৈতিক কনটেন্ট দেখার বিষয়ে গ্রাহকদের স্বাধীনতা সংরক্ষণ করা এবং প্রত্যেক ব্যক্তির ইচ্ছাকে সম্মান করা। 

উভয় প্ল্যাটফর্মেই ফিচারটি একই সঙ্গে ছাড়া হবে বলে নিশ্চিত করেছে মেটা। 

কোম্পানি বলছে, নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা অনুসরণ করেন না এমন অ্যাকাউন্টগুলো থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক কনটেন্ট সুপারিশ করবে না। 

ফিচারটি একটি নতুন টগল বাটনের মাধ্যমে চালু ও বন্ধ করা যাবে। তবে টগল বাটনটি ডিফল্টভাবে চালু থাকবে। ম্যানুয়ালি এই ফিচার বন্ধ করা যাবে। 
এই টগল বাটন চালু থাকলে শুধু ফলো করা অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক কনটেন্টগুলো ব্যবহারকারীরা দেখতে পারবে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে মেটার মুখপাত্র বলেন, রাজনৈতিক কনটেন্ট সীমাবদ্ধ করার জন্য নতুন টগলটি এখন ব্যবহারকারীদের জন্য ছাড়া হচ্ছে। তবে এটি এখনো স্পষ্ট নয়, ফিচারটি বিশ্বের নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ কি না। 

আপনার ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাকাউন্টে ইতিমধ্যে নতুন অপশন আছে কি না, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম বা থ্রেডস অ্যাপ চালু করুন। 
২. অ্যাকাউন্ট সেটিংস মেনুতে প্রবেশ করুন। 
৩. স্ক্রল করে ‘সাজেসটেড কনটেন্ট’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। 
৪. পলিটিক্যাল কনটেন্ট মেনু দেখা গেলে এতে ট্যাপ করুন। 

এই ফিচার ফিড, সার্চ, রিলস ও অ্যাকাউন্ট সুপারিশের ক্ষেত্রে কাজ করবে। 

কিছুদিন আগে এক ঘোষণায় থ্রেডস বলে, এটি এনবিএ গেম থেকে শুরু করে অ্যাপে খেলার স্কোর দেখাবে। এ জন্য প্ল্যাটফর্মটি একটি বেটা সংস্করণও চালু করেছে। এটি এখন অল্পসংখ্যক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। 

এই ফিচার ব্যবহার করার জন্য ব্যবহারকারীর ফোনে ইনস্টাগ্রাম ও থ্রেডসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকতে হবে। 

তথ্যসূত্র: ম্যাকরিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত