থ্রেডস ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের রাজনৈতিক কনটেন্ট প্রদর্শন সীমিত করার সুযোগ দিচ্ছে মেটা। ফলে ব্যবহারকারীদের আগ্রহ না থাকলে এসব কনটেন্ট প্ল্যাটফর্মগুলোর ফিডে আর দেখা যাবে না।
এই বছরের শুরুতে ফিচারটি আনার ঘোষণা দেয় মেটা। সে সময় ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, কোম্পানিটির লক্ষ্য হলো রাজনৈতিক কনটেন্ট দেখার বিষয়ে গ্রাহকদের স্বাধীনতা সংরক্ষণ করা এবং প্রত্যেক ব্যক্তির ইচ্ছাকে সম্মান করা।
উভয় প্ল্যাটফর্মেই ফিচারটি একই সঙ্গে ছাড়া হবে বলে নিশ্চিত করেছে মেটা।
কোম্পানি বলছে, নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা অনুসরণ করেন না এমন অ্যাকাউন্টগুলো থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক কনটেন্ট সুপারিশ করবে না।
ফিচারটি একটি নতুন টগল বাটনের মাধ্যমে চালু ও বন্ধ করা যাবে। তবে টগল বাটনটি ডিফল্টভাবে চালু থাকবে। ম্যানুয়ালি এই ফিচার বন্ধ করা যাবে।
এই টগল বাটন চালু থাকলে শুধু ফলো করা অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক কনটেন্টগুলো ব্যবহারকারীরা দেখতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে মেটার মুখপাত্র বলেন, রাজনৈতিক কনটেন্ট সীমাবদ্ধ করার জন্য নতুন টগলটি এখন ব্যবহারকারীদের জন্য ছাড়া হচ্ছে। তবে এটি এখনো স্পষ্ট নয়, ফিচারটি বিশ্বের নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ কি না।
আপনার ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাকাউন্টে ইতিমধ্যে নতুন অপশন আছে কি না, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম বা থ্রেডস অ্যাপ চালু করুন।
২. অ্যাকাউন্ট সেটিংস মেনুতে প্রবেশ করুন।
৩. স্ক্রল করে ‘সাজেসটেড কনটেন্ট’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. পলিটিক্যাল কনটেন্ট মেনু দেখা গেলে এতে ট্যাপ করুন।
এই ফিচার ফিড, সার্চ, রিলস ও অ্যাকাউন্ট সুপারিশের ক্ষেত্রে কাজ করবে।
কিছুদিন আগে এক ঘোষণায় থ্রেডস বলে, এটি এনবিএ গেম থেকে শুরু করে অ্যাপে খেলার স্কোর দেখাবে। এ জন্য প্ল্যাটফর্মটি একটি বেটা সংস্করণও চালু করেছে। এটি এখন অল্পসংখ্যক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
এই ফিচার ব্যবহার করার জন্য ব্যবহারকারীর ফোনে ইনস্টাগ্রাম ও থ্রেডসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকতে হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
থ্রেডস ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের রাজনৈতিক কনটেন্ট প্রদর্শন সীমিত করার সুযোগ দিচ্ছে মেটা। ফলে ব্যবহারকারীদের আগ্রহ না থাকলে এসব কনটেন্ট প্ল্যাটফর্মগুলোর ফিডে আর দেখা যাবে না।
এই বছরের শুরুতে ফিচারটি আনার ঘোষণা দেয় মেটা। সে সময় ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, কোম্পানিটির লক্ষ্য হলো রাজনৈতিক কনটেন্ট দেখার বিষয়ে গ্রাহকদের স্বাধীনতা সংরক্ষণ করা এবং প্রত্যেক ব্যক্তির ইচ্ছাকে সম্মান করা।
উভয় প্ল্যাটফর্মেই ফিচারটি একই সঙ্গে ছাড়া হবে বলে নিশ্চিত করেছে মেটা।
কোম্পানি বলছে, নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা অনুসরণ করেন না এমন অ্যাকাউন্টগুলো থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক কনটেন্ট সুপারিশ করবে না।
ফিচারটি একটি নতুন টগল বাটনের মাধ্যমে চালু ও বন্ধ করা যাবে। তবে টগল বাটনটি ডিফল্টভাবে চালু থাকবে। ম্যানুয়ালি এই ফিচার বন্ধ করা যাবে।
এই টগল বাটন চালু থাকলে শুধু ফলো করা অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক কনটেন্টগুলো ব্যবহারকারীরা দেখতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে মেটার মুখপাত্র বলেন, রাজনৈতিক কনটেন্ট সীমাবদ্ধ করার জন্য নতুন টগলটি এখন ব্যবহারকারীদের জন্য ছাড়া হচ্ছে। তবে এটি এখনো স্পষ্ট নয়, ফিচারটি বিশ্বের নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ কি না।
আপনার ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাকাউন্টে ইতিমধ্যে নতুন অপশন আছে কি না, তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম বা থ্রেডস অ্যাপ চালু করুন।
২. অ্যাকাউন্ট সেটিংস মেনুতে প্রবেশ করুন।
৩. স্ক্রল করে ‘সাজেসটেড কনটেন্ট’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. পলিটিক্যাল কনটেন্ট মেনু দেখা গেলে এতে ট্যাপ করুন।
এই ফিচার ফিড, সার্চ, রিলস ও অ্যাকাউন্ট সুপারিশের ক্ষেত্রে কাজ করবে।
কিছুদিন আগে এক ঘোষণায় থ্রেডস বলে, এটি এনবিএ গেম থেকে শুরু করে অ্যাপে খেলার স্কোর দেখাবে। এ জন্য প্ল্যাটফর্মটি একটি বেটা সংস্করণও চালু করেছে। এটি এখন অল্পসংখ্যক ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
এই ফিচার ব্যবহার করার জন্য ব্যবহারকারীর ফোনে ইনস্টাগ্রাম ও থ্রেডসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকতে হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে