মস্তিষ্কে নিউরালিংকের চিপ নিয়ে মাইন্ড কন্ট্রোল বা চিন্তার মাধ্যমে অনলাইনে দাবা খেলেছেন নোল্যান্ড আরবা। ইলন মাস্কের ব্রেইন চিপ কোম্পানি নিউরালিংকের গত বুধবারে এক লাইভস্ট্রিমে এই চমকপ্রদ ঘটনা দেখা যায়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৯ বছর বয়সী নোল্যান্ড মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় তাঁর শরীরের কাঁধের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেখা যায়। নিউরালিংকের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
শুধুমাত্র চিন্তাভাবনা ব্যবহার করে রোগীদের একটি কম্পিউটার কার্সার বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করার চেষ্টা করে নিউরালিংকের এই চিপ। গত জানুয়ারিতে আরবার মস্তিষ্কে চিপ স্থাপন করে নিউরালিংক। গত মাসে মাস্ক জানান, চিন্তার মাধ্যমেই কম্পিউটার মাউস নিয়ন্ত্রণ করতে পারেন আরবা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) লাইভস্ট্রিমে আরবা বলেন, ‘অস্ত্রোপচার অনেক সহজ ছিল। একদিন পরেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আমার কোন বোঝাশোনায় প্রতিবন্ধকতা নেই।’
তিনি আরও যুক্ত করেন, তিনি সিভিলাইজেশন ৬ গেমটি খেলা ছেড়েই দিয়েছিলেন। গেমটি পুনরায় খেলার জন্য নিউরালিংক তাকে সক্ষম করেছে এবং তিনি একটানা ৮ ঘণ্টা গেমটি খেলেন।
নতুন প্রযুক্তির সঙ্গে তার অভিজ্ঞতার বিষয়ে আরবাঘ বলেন, প্রক্রিয়াটি এখনো ‘নিখুঁত নয়’ এবং কোম্পানিটি ‘কিছু সমস্যার’ সম্মুখীন হয়েছিল।
নোল্যান্ড বলেন, ‘আমি চাই না সবাই ভাবুক প্রযুক্তিটির যাত্রা এখানেই শেষ, এখনো অনেক কাজ করা বাকি আছে। তবে এটি ইতিমধ্যে আমার জীবনকে বদলে দিয়েছে।’
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে।
লুডউইগ বলেন, এটি এই ধরনের রোগীর জন্য একটি ইতিবাচক দিক। নিউরালিংক কম্পিউটারের সঙ্গে এমনভাবে ইন্টারফেস করতে সক্ষম হয়েছে যা অন্য কোনো চিপ এর আগে করতে সক্ষম ছিল না। এটি অবশ্যই একটি ভালো সূচনা।
মস্তিষ্কে নিউরালিংকের চিপ নিয়ে মাইন্ড কন্ট্রোল বা চিন্তার মাধ্যমে অনলাইনে দাবা খেলেছেন নোল্যান্ড আরবা। ইলন মাস্কের ব্রেইন চিপ কোম্পানি নিউরালিংকের গত বুধবারে এক লাইভস্ট্রিমে এই চমকপ্রদ ঘটনা দেখা যায়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৯ বছর বয়সী নোল্যান্ড মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় তাঁর শরীরের কাঁধের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেখা যায়। নিউরালিংকের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
শুধুমাত্র চিন্তাভাবনা ব্যবহার করে রোগীদের একটি কম্পিউটার কার্সার বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করার চেষ্টা করে নিউরালিংকের এই চিপ। গত জানুয়ারিতে আরবার মস্তিষ্কে চিপ স্থাপন করে নিউরালিংক। গত মাসে মাস্ক জানান, চিন্তার মাধ্যমেই কম্পিউটার মাউস নিয়ন্ত্রণ করতে পারেন আরবা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) লাইভস্ট্রিমে আরবা বলেন, ‘অস্ত্রোপচার অনেক সহজ ছিল। একদিন পরেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আমার কোন বোঝাশোনায় প্রতিবন্ধকতা নেই।’
তিনি আরও যুক্ত করেন, তিনি সিভিলাইজেশন ৬ গেমটি খেলা ছেড়েই দিয়েছিলেন। গেমটি পুনরায় খেলার জন্য নিউরালিংক তাকে সক্ষম করেছে এবং তিনি একটানা ৮ ঘণ্টা গেমটি খেলেন।
নতুন প্রযুক্তির সঙ্গে তার অভিজ্ঞতার বিষয়ে আরবাঘ বলেন, প্রক্রিয়াটি এখনো ‘নিখুঁত নয়’ এবং কোম্পানিটি ‘কিছু সমস্যার’ সম্মুখীন হয়েছিল।
নোল্যান্ড বলেন, ‘আমি চাই না সবাই ভাবুক প্রযুক্তিটির যাত্রা এখানেই শেষ, এখনো অনেক কাজ করা বাকি আছে। তবে এটি ইতিমধ্যে আমার জীবনকে বদলে দিয়েছে।’
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে।
লুডউইগ বলেন, এটি এই ধরনের রোগীর জন্য একটি ইতিবাচক দিক। নিউরালিংক কম্পিউটারের সঙ্গে এমনভাবে ইন্টারফেস করতে সক্ষম হয়েছে যা অন্য কোনো চিপ এর আগে করতে সক্ষম ছিল না। এটি অবশ্যই একটি ভালো সূচনা।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৭ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৫ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৬ ঘণ্টা আগে