মস্তিষ্কে নিউরালিংকের চিপ নিয়ে মাইন্ড কন্ট্রোল বা চিন্তার মাধ্যমে অনলাইনে দাবা খেলেছেন নোল্যান্ড আরবা। ইলন মাস্কের ব্রেইন চিপ কোম্পানি নিউরালিংকের গত বুধবারে এক লাইভস্ট্রিমে এই চমকপ্রদ ঘটনা দেখা যায়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৯ বছর বয়সী নোল্যান্ড মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় তাঁর শরীরের কাঁধের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেখা যায়। নিউরালিংকের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
শুধুমাত্র চিন্তাভাবনা ব্যবহার করে রোগীদের একটি কম্পিউটার কার্সার বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করার চেষ্টা করে নিউরালিংকের এই চিপ। গত জানুয়ারিতে আরবার মস্তিষ্কে চিপ স্থাপন করে নিউরালিংক। গত মাসে মাস্ক জানান, চিন্তার মাধ্যমেই কম্পিউটার মাউস নিয়ন্ত্রণ করতে পারেন আরবা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) লাইভস্ট্রিমে আরবা বলেন, ‘অস্ত্রোপচার অনেক সহজ ছিল। একদিন পরেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আমার কোন বোঝাশোনায় প্রতিবন্ধকতা নেই।’
তিনি আরও যুক্ত করেন, তিনি সিভিলাইজেশন ৬ গেমটি খেলা ছেড়েই দিয়েছিলেন। গেমটি পুনরায় খেলার জন্য নিউরালিংক তাকে সক্ষম করেছে এবং তিনি একটানা ৮ ঘণ্টা গেমটি খেলেন।
নতুন প্রযুক্তির সঙ্গে তার অভিজ্ঞতার বিষয়ে আরবাঘ বলেন, প্রক্রিয়াটি এখনো ‘নিখুঁত নয়’ এবং কোম্পানিটি ‘কিছু সমস্যার’ সম্মুখীন হয়েছিল।
নোল্যান্ড বলেন, ‘আমি চাই না সবাই ভাবুক প্রযুক্তিটির যাত্রা এখানেই শেষ, এখনো অনেক কাজ করা বাকি আছে। তবে এটি ইতিমধ্যে আমার জীবনকে বদলে দিয়েছে।’
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে।
লুডউইগ বলেন, এটি এই ধরনের রোগীর জন্য একটি ইতিবাচক দিক। নিউরালিংক কম্পিউটারের সঙ্গে এমনভাবে ইন্টারফেস করতে সক্ষম হয়েছে যা অন্য কোনো চিপ এর আগে করতে সক্ষম ছিল না। এটি অবশ্যই একটি ভালো সূচনা।
মস্তিষ্কে নিউরালিংকের চিপ নিয়ে মাইন্ড কন্ট্রোল বা চিন্তার মাধ্যমে অনলাইনে দাবা খেলেছেন নোল্যান্ড আরবা। ইলন মাস্কের ব্রেইন চিপ কোম্পানি নিউরালিংকের গত বুধবারে এক লাইভস্ট্রিমে এই চমকপ্রদ ঘটনা দেখা যায়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৯ বছর বয়সী নোল্যান্ড মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় তাঁর শরীরের কাঁধের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেখা যায়। নিউরালিংকের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
শুধুমাত্র চিন্তাভাবনা ব্যবহার করে রোগীদের একটি কম্পিউটার কার্সার বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করার চেষ্টা করে নিউরালিংকের এই চিপ। গত জানুয়ারিতে আরবার মস্তিষ্কে চিপ স্থাপন করে নিউরালিংক। গত মাসে মাস্ক জানান, চিন্তার মাধ্যমেই কম্পিউটার মাউস নিয়ন্ত্রণ করতে পারেন আরবা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) লাইভস্ট্রিমে আরবা বলেন, ‘অস্ত্রোপচার অনেক সহজ ছিল। একদিন পরেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আমার কোন বোঝাশোনায় প্রতিবন্ধকতা নেই।’
তিনি আরও যুক্ত করেন, তিনি সিভিলাইজেশন ৬ গেমটি খেলা ছেড়েই দিয়েছিলেন। গেমটি পুনরায় খেলার জন্য নিউরালিংক তাকে সক্ষম করেছে এবং তিনি একটানা ৮ ঘণ্টা গেমটি খেলেন।
নতুন প্রযুক্তির সঙ্গে তার অভিজ্ঞতার বিষয়ে আরবাঘ বলেন, প্রক্রিয়াটি এখনো ‘নিখুঁত নয়’ এবং কোম্পানিটি ‘কিছু সমস্যার’ সম্মুখীন হয়েছিল।
নোল্যান্ড বলেন, ‘আমি চাই না সবাই ভাবুক প্রযুক্তিটির যাত্রা এখানেই শেষ, এখনো অনেক কাজ করা বাকি আছে। তবে এটি ইতিমধ্যে আমার জীবনকে বদলে দিয়েছে।’
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে।
লুডউইগ বলেন, এটি এই ধরনের রোগীর জন্য একটি ইতিবাচক দিক। নিউরালিংক কম্পিউটারের সঙ্গে এমনভাবে ইন্টারফেস করতে সক্ষম হয়েছে যা অন্য কোনো চিপ এর আগে করতে সক্ষম ছিল না। এটি অবশ্যই একটি ভালো সূচনা।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
৩ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে