সাদাত হোসেন
আইফোনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল আইফোন ১৫ বাজারে এসেছে কিছুদিন হলো। কিন্তু নতুন মডেলের ফোনগুলো অতিরিক্ত গরম হচ্ছে বলে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন। আর এসব অভিযোগ স্বীকারও করেছে অ্যাপল।
মোটকথা, আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে খানিক হতাশ। কিন্তু এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে আইফোনের ১৬ সিরিজ নিয়ে। এ ছাড়া অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন, অর্থাৎ আইওএস ১৮-এর ক্ষেত্রেও সময় নিচ্ছে অ্যাপল। এবার জানা গেছে, আগামী বছরের আইফোন ১৬ সিরিজের ফোনগুলোতে থাকবে স্বতন্ত্র ‘জেনারেটিভ এআই’ ফিচার।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্ক গুরম্যান ইঙ্গিত দিয়ে বলেন, অ্যাপল সম্ভবত আইফোন ১৬তে হার্ডওয়্যার ও আইওএসের পরবর্তী সংস্করণ বা উভয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার সংযুক্ত করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। কয়েক বছর ধরে আরেক টেক জায়ান্ট গুগল তাদের পিক্সেল সিরিজের মোবাইল ফোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ফিচার ব্যবহার করছে। সম্প্রতি পিক্সেল-৮ ও পিক্সেল-৮ প্রো মডেলের স্মার্টফোনে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। অ্যাপল খুব একটা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ফিচার আইফোনের ১৫ সিরিজে ব্যবহার করেনি। ফলে বাজারে পিক্সেল-৮-এর সঙ্গে প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে গেছে তারা।
তবে আইফোন ব্যবহারকারীদের জন্য আশার কথা হলো, আইফোন ১৬ মডেলে আসতে যাচ্ছে তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচার। মনে করা হচ্ছে, আইফোন ১৬ প্রোতে থাকবে ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে। আর আইফোন ১৬ প্রো ম্যাক্সে থাকতে পারে ৬ দশমিক ৯ ইঞ্চির স্ক্রিন। তবে যাঁরা স্ট্যান্ডার্ড আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসের আকার বৃদ্ধির প্রত্যাশা করছেন, তাঁরা হতাশও হতে পারেন। এর অর্থ হলো, আইফোন স্ট্যান্ডার্ড ও প্লাস যথাক্রমে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ৬ দশমিক ৭ ইঞ্চির স্ক্রিন থাকবে।
আইফোন-১৬তে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচারগুলো যে তিনটি কাজ করবে:
১. স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে অ্যাপল মিউজিক প্লেলিস্ট।
২. পেজ অ্যাপে বা কি-নোটে লিখতে স্বয়ংক্রিয়ভাবে স্লাইড ডেক তৈরি করতে সাহায্য করবে।
৩. মেসেজ অ্যাপ ও সিরির ক্ষেত্রে প্রশ্ন ও স্বয়ংক্রিয় বাক্য সম্পূর্ণ করার উন্নত ক্ষমতা ব্যবহার করবে।
এ ছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে, সিরি-কে টেক্কা দিতে নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করছে অ্যাপল। এলএলএম একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা ডিপ লার্নিং টেকনিক ব্যবহার করে নতুন বিষয়বস্তু বুঝতে, সংক্ষিপ্ত করতে এবং ভবিষ্যদ্বাণী করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আইফোন ১৬ সিরিজের মোবাইল ফোনের হার্ডওয়্যারে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে নতুন ডিভাইসগুলোতে এআই ফিচার যোগ করে বিক্রি বাড়ানোর চেষ্টা করবে অ্যাপল।
সূত্র: গ্যাজেট ৩৬০
আইফোনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল আইফোন ১৫ বাজারে এসেছে কিছুদিন হলো। কিন্তু নতুন মডেলের ফোনগুলো অতিরিক্ত গরম হচ্ছে বলে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন। আর এসব অভিযোগ স্বীকারও করেছে অ্যাপল।
মোটকথা, আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে খানিক হতাশ। কিন্তু এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে আইফোনের ১৬ সিরিজ নিয়ে। এ ছাড়া অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন, অর্থাৎ আইওএস ১৮-এর ক্ষেত্রেও সময় নিচ্ছে অ্যাপল। এবার জানা গেছে, আগামী বছরের আইফোন ১৬ সিরিজের ফোনগুলোতে থাকবে স্বতন্ত্র ‘জেনারেটিভ এআই’ ফিচার।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্ক গুরম্যান ইঙ্গিত দিয়ে বলেন, অ্যাপল সম্ভবত আইফোন ১৬তে হার্ডওয়্যার ও আইওএসের পরবর্তী সংস্করণ বা উভয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার সংযুক্ত করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। কয়েক বছর ধরে আরেক টেক জায়ান্ট গুগল তাদের পিক্সেল সিরিজের মোবাইল ফোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ফিচার ব্যবহার করছে। সম্প্রতি পিক্সেল-৮ ও পিক্সেল-৮ প্রো মডেলের স্মার্টফোনে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। অ্যাপল খুব একটা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ফিচার আইফোনের ১৫ সিরিজে ব্যবহার করেনি। ফলে বাজারে পিক্সেল-৮-এর সঙ্গে প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে গেছে তারা।
তবে আইফোন ব্যবহারকারীদের জন্য আশার কথা হলো, আইফোন ১৬ মডেলে আসতে যাচ্ছে তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচার। মনে করা হচ্ছে, আইফোন ১৬ প্রোতে থাকবে ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লে। আর আইফোন ১৬ প্রো ম্যাক্সে থাকতে পারে ৬ দশমিক ৯ ইঞ্চির স্ক্রিন। তবে যাঁরা স্ট্যান্ডার্ড আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসের আকার বৃদ্ধির প্রত্যাশা করছেন, তাঁরা হতাশও হতে পারেন। এর অর্থ হলো, আইফোন স্ট্যান্ডার্ড ও প্লাস যথাক্রমে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ৬ দশমিক ৭ ইঞ্চির স্ক্রিন থাকবে।
আইফোন-১৬তে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচারগুলো যে তিনটি কাজ করবে:
১. স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে অ্যাপল মিউজিক প্লেলিস্ট।
২. পেজ অ্যাপে বা কি-নোটে লিখতে স্বয়ংক্রিয়ভাবে স্লাইড ডেক তৈরি করতে সাহায্য করবে।
৩. মেসেজ অ্যাপ ও সিরির ক্ষেত্রে প্রশ্ন ও স্বয়ংক্রিয় বাক্য সম্পূর্ণ করার উন্নত ক্ষমতা ব্যবহার করবে।
এ ছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে, সিরি-কে টেক্কা দিতে নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করছে অ্যাপল। এলএলএম একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা ডিপ লার্নিং টেকনিক ব্যবহার করে নতুন বিষয়বস্তু বুঝতে, সংক্ষিপ্ত করতে এবং ভবিষ্যদ্বাণী করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আইফোন ১৬ সিরিজের মোবাইল ফোনের হার্ডওয়্যারে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে নতুন ডিভাইসগুলোতে এআই ফিচার যোগ করে বিক্রি বাড়ানোর চেষ্টা করবে অ্যাপল।
সূত্র: গ্যাজেট ৩৬০
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
২ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে