টি এইচ মাহির
একটা ওয়েবসাইট তৈরিতে অনেক বিষয়ে দক্ষ হতে হয়। কোডিং জানতে হয়, ডিজাইন করতে হয়—আরও কত কী! এসব এখন না জানলেও চলবে। কারণ এআই বানিয়ে দেবে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটি এআই টুল দিয়ে বানিয়ে দেবে আরেকটি ওয়েবসাইট। ফলে কোডিং বা ডিজাইন না জানলেও আপনাকে জানতে হবে সেসব ওয়েবসাইটের নাম।
কোড ডিজাইন এআই
কোডডিজাইন হলো এআইভিত্তিক ওয়েবসাইট বিল্ডার। যেখানে প্রম্পটের সাহায্যে ওয়েবসাইট তৈরি করা যাবে। কোড ডিজাইনের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। সেখানে লিখতে হবে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান তার বিবরণ। এতে ই-কমার্স, পোর্টফোলিও, প্রজেক্ট ভিউসহ নানা ধরনের ওয়েবসাইট তৈরি হবে এক ক্লিকেই। মজার ব্যাপার হলো, কোড ডিজাইনে তৈরি করা ওয়েবসাইটে ব্যবহার করা যাবে বাংলা ভাষা। সেটি আবার হোস্ট, ডোমেইনসহ ব্যবহারও করা যাবে। তা ছাড়া সাব-ডোমেইনসহকারে ব্যবহার করার অপশনও আছে।
ডরিক
কয়েক মিনিটে ওয়েবসাইট তৈরি করা যায় ডরিক ডটকমে। ওয়েবসাইটটিতে ঢুকলেই একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। যেখানে কোন বিষয়ে, কেমন ওয়েবসাইট তৈরি করতে চান, সেটার বর্ণনা লিখতে হবে। দিতে হবে একটি নাম। তারপর এআই নিজেই জেনারেট করবে আপনার পছন্দের ওয়েবসাইট। ডরিকে তৈরি ওয়েবসাইটেও বাংলা ভাষা ব্যবহার করার সুযোগ আছে। তা ছাড়া এআই জেনারেটেড ওয়েবসাইটটিকে আবার নিজের মতো করে সম্পাদনাও করা যাবে। ফ্রিতে পাবলিশ করা যাবে ডরিকের সাব-ডোমেইন দিয়ে।
সাইট ওয়ানটুথ্রি
এক ক্লিকেই পছন্দের ওয়েবসাইট তৈরি করে দেবে সাইট ওয়ানটুথ্রি। এখানে দিতে হবে না কোনো প্রম্পট। ওয়েবসাইটের নাম লেখার পর নিজের পছন্দের ক্যাটাগরি বাছাই করতে হবে। তারপর এআই নিজে থেকেই সে অনুযায়ী ওয়েবসাইট বানিয়ে দেবে। যেখানে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে নেওয়া যাবে।
ডুরাবল
দুটি প্রশ্নের উত্তর দিলেই ডুরাবল ডটকো তৈরি করে দেবে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের ধরন ও নাম দিলেই তৈরি হবে আপনার পছন্দের ওয়েবসাইট। তারপর ফ্রিতে সেটির বিভিন্ন বিষয় পরিবর্তন করে পাবলিশও করা যাবে। কোডিং না জানা লোকজনের জন্যও এ ওয়েবসাইট হতে পারে আদর্শ।
বাটার নাট
এই এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা একদম মাখনের মতো সহজ। ওয়েবসাইটের নাম ও সে অনুযায়ী কি-ওয়ার্ড দিলে মাত্র ২০ সেকেন্ডে সেটি তৈরি করে দেবে বাটার নাটডট এআই। তারপর সেখানে ফ্রিতে পরিবর্তন করে নেওয়া যাবে। বিভিন্ন অংশ পুনরায় জেনারেট করে নেওয়া যাবে।
একটা ওয়েবসাইট তৈরিতে অনেক বিষয়ে দক্ষ হতে হয়। কোডিং জানতে হয়, ডিজাইন করতে হয়—আরও কত কী! এসব এখন না জানলেও চলবে। কারণ এআই বানিয়ে দেবে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটি এআই টুল দিয়ে বানিয়ে দেবে আরেকটি ওয়েবসাইট। ফলে কোডিং বা ডিজাইন না জানলেও আপনাকে জানতে হবে সেসব ওয়েবসাইটের নাম।
কোড ডিজাইন এআই
কোডডিজাইন হলো এআইভিত্তিক ওয়েবসাইট বিল্ডার। যেখানে প্রম্পটের সাহায্যে ওয়েবসাইট তৈরি করা যাবে। কোড ডিজাইনের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। সেখানে লিখতে হবে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান তার বিবরণ। এতে ই-কমার্স, পোর্টফোলিও, প্রজেক্ট ভিউসহ নানা ধরনের ওয়েবসাইট তৈরি হবে এক ক্লিকেই। মজার ব্যাপার হলো, কোড ডিজাইনে তৈরি করা ওয়েবসাইটে ব্যবহার করা যাবে বাংলা ভাষা। সেটি আবার হোস্ট, ডোমেইনসহ ব্যবহারও করা যাবে। তা ছাড়া সাব-ডোমেইনসহকারে ব্যবহার করার অপশনও আছে।
ডরিক
কয়েক মিনিটে ওয়েবসাইট তৈরি করা যায় ডরিক ডটকমে। ওয়েবসাইটটিতে ঢুকলেই একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। যেখানে কোন বিষয়ে, কেমন ওয়েবসাইট তৈরি করতে চান, সেটার বর্ণনা লিখতে হবে। দিতে হবে একটি নাম। তারপর এআই নিজেই জেনারেট করবে আপনার পছন্দের ওয়েবসাইট। ডরিকে তৈরি ওয়েবসাইটেও বাংলা ভাষা ব্যবহার করার সুযোগ আছে। তা ছাড়া এআই জেনারেটেড ওয়েবসাইটটিকে আবার নিজের মতো করে সম্পাদনাও করা যাবে। ফ্রিতে পাবলিশ করা যাবে ডরিকের সাব-ডোমেইন দিয়ে।
সাইট ওয়ানটুথ্রি
এক ক্লিকেই পছন্দের ওয়েবসাইট তৈরি করে দেবে সাইট ওয়ানটুথ্রি। এখানে দিতে হবে না কোনো প্রম্পট। ওয়েবসাইটের নাম লেখার পর নিজের পছন্দের ক্যাটাগরি বাছাই করতে হবে। তারপর এআই নিজে থেকেই সে অনুযায়ী ওয়েবসাইট বানিয়ে দেবে। যেখানে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে নেওয়া যাবে।
ডুরাবল
দুটি প্রশ্নের উত্তর দিলেই ডুরাবল ডটকো তৈরি করে দেবে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের ধরন ও নাম দিলেই তৈরি হবে আপনার পছন্দের ওয়েবসাইট। তারপর ফ্রিতে সেটির বিভিন্ন বিষয় পরিবর্তন করে পাবলিশও করা যাবে। কোডিং না জানা লোকজনের জন্যও এ ওয়েবসাইট হতে পারে আদর্শ।
বাটার নাট
এই এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা একদম মাখনের মতো সহজ। ওয়েবসাইটের নাম ও সে অনুযায়ী কি-ওয়ার্ড দিলে মাত্র ২০ সেকেন্ডে সেটি তৈরি করে দেবে বাটার নাটডট এআই। তারপর সেখানে ফ্রিতে পরিবর্তন করে নেওয়া যাবে। বিভিন্ন অংশ পুনরায় জেনারেট করে নেওয়া যাবে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে