টি এইচ মাহির
একটা ওয়েবসাইট তৈরিতে অনেক বিষয়ে দক্ষ হতে হয়। কোডিং জানতে হয়, ডিজাইন করতে হয়—আরও কত কী! এসব এখন না জানলেও চলবে। কারণ এআই বানিয়ে দেবে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটি এআই টুল দিয়ে বানিয়ে দেবে আরেকটি ওয়েবসাইট। ফলে কোডিং বা ডিজাইন না জানলেও আপনাকে জানতে হবে সেসব ওয়েবসাইটের নাম।
কোড ডিজাইন এআই
কোডডিজাইন হলো এআইভিত্তিক ওয়েবসাইট বিল্ডার। যেখানে প্রম্পটের সাহায্যে ওয়েবসাইট তৈরি করা যাবে। কোড ডিজাইনের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। সেখানে লিখতে হবে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান তার বিবরণ। এতে ই-কমার্স, পোর্টফোলিও, প্রজেক্ট ভিউসহ নানা ধরনের ওয়েবসাইট তৈরি হবে এক ক্লিকেই। মজার ব্যাপার হলো, কোড ডিজাইনে তৈরি করা ওয়েবসাইটে ব্যবহার করা যাবে বাংলা ভাষা। সেটি আবার হোস্ট, ডোমেইনসহ ব্যবহারও করা যাবে। তা ছাড়া সাব-ডোমেইনসহকারে ব্যবহার করার অপশনও আছে।
ডরিক
কয়েক মিনিটে ওয়েবসাইট তৈরি করা যায় ডরিক ডটকমে। ওয়েবসাইটটিতে ঢুকলেই একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। যেখানে কোন বিষয়ে, কেমন ওয়েবসাইট তৈরি করতে চান, সেটার বর্ণনা লিখতে হবে। দিতে হবে একটি নাম। তারপর এআই নিজেই জেনারেট করবে আপনার পছন্দের ওয়েবসাইট। ডরিকে তৈরি ওয়েবসাইটেও বাংলা ভাষা ব্যবহার করার সুযোগ আছে। তা ছাড়া এআই জেনারেটেড ওয়েবসাইটটিকে আবার নিজের মতো করে সম্পাদনাও করা যাবে। ফ্রিতে পাবলিশ করা যাবে ডরিকের সাব-ডোমেইন দিয়ে।
সাইট ওয়ানটুথ্রি
এক ক্লিকেই পছন্দের ওয়েবসাইট তৈরি করে দেবে সাইট ওয়ানটুথ্রি। এখানে দিতে হবে না কোনো প্রম্পট। ওয়েবসাইটের নাম লেখার পর নিজের পছন্দের ক্যাটাগরি বাছাই করতে হবে। তারপর এআই নিজে থেকেই সে অনুযায়ী ওয়েবসাইট বানিয়ে দেবে। যেখানে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে নেওয়া যাবে।
ডুরাবল
দুটি প্রশ্নের উত্তর দিলেই ডুরাবল ডটকো তৈরি করে দেবে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের ধরন ও নাম দিলেই তৈরি হবে আপনার পছন্দের ওয়েবসাইট। তারপর ফ্রিতে সেটির বিভিন্ন বিষয় পরিবর্তন করে পাবলিশও করা যাবে। কোডিং না জানা লোকজনের জন্যও এ ওয়েবসাইট হতে পারে আদর্শ।
বাটার নাট
এই এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা একদম মাখনের মতো সহজ। ওয়েবসাইটের নাম ও সে অনুযায়ী কি-ওয়ার্ড দিলে মাত্র ২০ সেকেন্ডে সেটি তৈরি করে দেবে বাটার নাটডট এআই। তারপর সেখানে ফ্রিতে পরিবর্তন করে নেওয়া যাবে। বিভিন্ন অংশ পুনরায় জেনারেট করে নেওয়া যাবে।
একটা ওয়েবসাইট তৈরিতে অনেক বিষয়ে দক্ষ হতে হয়। কোডিং জানতে হয়, ডিজাইন করতে হয়—আরও কত কী! এসব এখন না জানলেও চলবে। কারণ এআই বানিয়ে দেবে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটি এআই টুল দিয়ে বানিয়ে দেবে আরেকটি ওয়েবসাইট। ফলে কোডিং বা ডিজাইন না জানলেও আপনাকে জানতে হবে সেসব ওয়েবসাইটের নাম।
কোড ডিজাইন এআই
কোডডিজাইন হলো এআইভিত্তিক ওয়েবসাইট বিল্ডার। যেখানে প্রম্পটের সাহায্যে ওয়েবসাইট তৈরি করা যাবে। কোড ডিজাইনের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। সেখানে লিখতে হবে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান তার বিবরণ। এতে ই-কমার্স, পোর্টফোলিও, প্রজেক্ট ভিউসহ নানা ধরনের ওয়েবসাইট তৈরি হবে এক ক্লিকেই। মজার ব্যাপার হলো, কোড ডিজাইনে তৈরি করা ওয়েবসাইটে ব্যবহার করা যাবে বাংলা ভাষা। সেটি আবার হোস্ট, ডোমেইনসহ ব্যবহারও করা যাবে। তা ছাড়া সাব-ডোমেইনসহকারে ব্যবহার করার অপশনও আছে।
ডরিক
কয়েক মিনিটে ওয়েবসাইট তৈরি করা যায় ডরিক ডটকমে। ওয়েবসাইটটিতে ঢুকলেই একটি প্রম্পট দেওয়ার অপশন আসবে। যেখানে কোন বিষয়ে, কেমন ওয়েবসাইট তৈরি করতে চান, সেটার বর্ণনা লিখতে হবে। দিতে হবে একটি নাম। তারপর এআই নিজেই জেনারেট করবে আপনার পছন্দের ওয়েবসাইট। ডরিকে তৈরি ওয়েবসাইটেও বাংলা ভাষা ব্যবহার করার সুযোগ আছে। তা ছাড়া এআই জেনারেটেড ওয়েবসাইটটিকে আবার নিজের মতো করে সম্পাদনাও করা যাবে। ফ্রিতে পাবলিশ করা যাবে ডরিকের সাব-ডোমেইন দিয়ে।
সাইট ওয়ানটুথ্রি
এক ক্লিকেই পছন্দের ওয়েবসাইট তৈরি করে দেবে সাইট ওয়ানটুথ্রি। এখানে দিতে হবে না কোনো প্রম্পট। ওয়েবসাইটের নাম লেখার পর নিজের পছন্দের ক্যাটাগরি বাছাই করতে হবে। তারপর এআই নিজে থেকেই সে অনুযায়ী ওয়েবসাইট বানিয়ে দেবে। যেখানে নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে নেওয়া যাবে।
ডুরাবল
দুটি প্রশ্নের উত্তর দিলেই ডুরাবল ডটকো তৈরি করে দেবে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের ধরন ও নাম দিলেই তৈরি হবে আপনার পছন্দের ওয়েবসাইট। তারপর ফ্রিতে সেটির বিভিন্ন বিষয় পরিবর্তন করে পাবলিশও করা যাবে। কোডিং না জানা লোকজনের জন্যও এ ওয়েবসাইট হতে পারে আদর্শ।
বাটার নাট
এই এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করা একদম মাখনের মতো সহজ। ওয়েবসাইটের নাম ও সে অনুযায়ী কি-ওয়ার্ড দিলে মাত্র ২০ সেকেন্ডে সেটি তৈরি করে দেবে বাটার নাটডট এআই। তারপর সেখানে ফ্রিতে পরিবর্তন করে নেওয়া যাবে। বিভিন্ন অংশ পুনরায় জেনারেট করে নেওয়া যাবে।
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
১২ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
১২ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
১২ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে