প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন হলে আগের সংস্করণের দাম কমিয়ে দেয় অ্যাপল। এবারও ওয়ান্ডারলাস্ট ইভেন্টে অ্যাপল ঘোষণা দেয়, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৩ মডেলের দাম কমানো হয়েছে। যাদের বাজেট কম তারা সস্তায় পুরোনো মডেলের আইফোনগুলো কিনতে পারবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে মডেলগুলোর বর্তমান দাম সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
আইফোন ১৪
গত বছরে বাজারে আসে আইফোন ১৪। আইফোন ১৩-এর এ১৫ বায়োনিক চিপের উন্নত সংস্করণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে। মডেলটির ব্যাটারি লাইফও বেশি। কিন্তু অ্যাপলের আকর্ষণীয় ফিচার ডাইনামিক আইল্যান্ড ফোনটিতে পাওয়া যাবে না। আইফোন ১৪-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার থেকে কমে ৬৯৯ ডলার হয়েছে। এখন ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৯৯৯ ডলার।
আইফোন ১৪ প্লাস
আইফোনের মিনি সিরিজের পরিবর্তে গত বছর আইফোন ১৪ প্লাস নিয়ে আসে অ্যাপল। ফোনটির ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ছাড়া বাকি সব ফিচার আইফোন ১৪-এর মতো। আইফোন ১৪ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার থেকে কমে ৭৯৯ ডলার হয়েছে। বর্তমানে মডেলটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৩
আইফোন ১৩ মিনি ফোনটি বাতিল করেছে অ্যাপল। তবে আইফোন ১৩ এখনো বাজারে পাওয়া যাবে। ২০২১ সালে আইফোন ১৩-এর দাম ছিল ৭৯৯ ডলার। কিন্তু আইফোন ১৪ সিরিজ গত বছরে বাজারে আসলে এর দাম ৬৯৯ ডলার হয়। বর্তমানে আইফোন ১৩-এর দাম ৫৯৯ ডলার। আর ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৯৯ ডলার এবং ৮৯৯ ডলার।
প্রতিবছর আইফোনের নতুন মডেল উন্মোচন হলে আগের সংস্করণের দাম কমিয়ে দেয় অ্যাপল। এবারও ওয়ান্ডারলাস্ট ইভেন্টে অ্যাপল ঘোষণা দেয়, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৩ মডেলের দাম কমানো হয়েছে। যাদের বাজেট কম তারা সস্তায় পুরোনো মডেলের আইফোনগুলো কিনতে পারবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে মডেলগুলোর বর্তমান দাম সম্পর্কে তথ্য তুলে ধরা হলো।
আইফোন ১৪
গত বছরে বাজারে আসে আইফোন ১৪। আইফোন ১৩-এর এ১৫ বায়োনিক চিপের উন্নত সংস্করণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে। মডেলটির ব্যাটারি লাইফও বেশি। কিন্তু অ্যাপলের আকর্ষণীয় ফিচার ডাইনামিক আইল্যান্ড ফোনটিতে পাওয়া যাবে না। আইফোন ১৪-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার থেকে কমে ৬৯৯ ডলার হয়েছে। এখন ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৯৯৯ ডলার।
আইফোন ১৪ প্লাস
আইফোনের মিনি সিরিজের পরিবর্তে গত বছর আইফোন ১৪ প্লাস নিয়ে আসে অ্যাপল। ফোনটির ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ছাড়া বাকি সব ফিচার আইফোন ১৪-এর মতো। আইফোন ১৪ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার থেকে কমে ৭৯৯ ডলার হয়েছে। বর্তমানে মডেলটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৯৯ ডলার এবং ১ হাজার ৯৯ ডলার।
আইফোন ১৩
আইফোন ১৩ মিনি ফোনটি বাতিল করেছে অ্যাপল। তবে আইফোন ১৩ এখনো বাজারে পাওয়া যাবে। ২০২১ সালে আইফোন ১৩-এর দাম ছিল ৭৯৯ ডলার। কিন্তু আইফোন ১৪ সিরিজ গত বছরে বাজারে আসলে এর দাম ৬৯৯ ডলার হয়। বর্তমানে আইফোন ১৩-এর দাম ৫৯৯ ডলার। আর ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬৯৯ ডলার এবং ৮৯৯ ডলার।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৪ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৬ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১৭ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৮ ঘণ্টা আগে