Ajker Patrika

মেসেঞ্জারে ভাগাভাগি করা যাবে খরচ

প্রযুক্তি ডেস্ক
মেসেঞ্জারে ভাগাভাগি করা যাবে খরচ

ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভাগাভাগি করা যাবে খরচ। সে লক্ষ্যেই মেসেঞ্জারে নতুন এক ফিচার যোগ করতে যাচ্ছে ‘মেটা’। নতুন এই ফিচারের নাম ‘স্প্লিট পেমেন্ট’। এই ফিচার যোগ হলে, বন্ধুদের সঙ্গে ডিনার বিল বা অন্য যেকোনো খরচ ভাগাভাগি করা যাবে মেসেঞ্জারের মাধ্যমে। মূলত কার কত খরচ হয়েছে, তা জানিয়ে দেবে এই হালনাগাদ ফিচার। একটি ব্লগপোস্টের মাধ্যমে এমন ফিচার আনার ঘোষণা দিয়েছে মেটা।

নাইন টু ম্যাকের প্রতিবেদনে জানা গেছে, আগামী সপ্তাহেই পুরো যুক্তরাষ্ট্রে এই ফিচার চালুর পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই হবে এই ফিচার ব্যবহারকারী প্রথম দেশ। যদিও স্প্লিট পেমেন্ট ফিচারটি আপাতত বেটা টেস্টিংয়ে আছে। যাঁরা একটি অ্যাপার্টমেন্ট শেয়ার করেন, তাঁদের মাসিক ভাড়া ও অন্যান্য খরচ সঙ্গীদের সঙ্গে ভাগ করতে হয়। মূলত এমন গ্রাহকদের জন্যই এই ফিচারটি বেশ উপযোগী। তা ছাড়াও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, ডিনার বা পার্টির খরচের হিসাবনিকাশ করাও খুব সহজ করে দেবে এই ফিচার।

কীভাবে ব্যবহার করা যাবে স্প্লিট পেমেন্ট ফিচার? প্রথমে ব্যবহারকারীদের গ্রুপ চ্যাট বা মেসেঞ্জারে পেমেন্ট হাব অপশনে গিয়ে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। যাঁরা পেমেন্ট করবে তাঁদের নোটিফিকেশনও পাঠানো যাবে এই ফিচার থেকে। তবে এর জন্য গ্রাহককে পার্সোনালাইজড মেসেজে ঢুকে ফেসবুক পে ডিটেইলস শেয়ার করতে হবে। এরপরই গ্রুপে রিকোয়েস্ট চলে যাবে, যেখান থেকে ব্যবহারকারীরা তা দেখতে পারবেন। কেউ পেমেন্ট করে দিলে, তার লেনদেন ‘কমপ্লিটেড’ চিহ্নিত করেও রাখা যাবে এই নতুন ফিচারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত