টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের শেয়ারের একটি বড় অংশের মালিক ইলন মাস্ক টুইটারের অন্যান্য শেয়ারহোল্ডারদের প্ররোচিত করছেন তাঁদের শেয়ার ছেড়ে দেওয়ার জন্য—এমন গুজব ছড়িয়ে যাওয়ার পর আবারও আলোচনা শুরু হলো। বিষয়টির সঙ্গে নিবিড়ভাবে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এর আগে ৪ হাজার ৩০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন। তবে, টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, মাস্কের সঙ্গে আলোচনায় রাজি হওয়ার মানে এই নয় যে—টুইটার ইলন মাস্কের প্রস্তাবিত শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলার দেওয়ার প্রস্তাব গ্রহণ করবে। তবে টুইটার কর্তৃপক্ষের একটি সূত্র ইঙ্গিত করেছে যে—টুইটার এখন মাস্কের কাছে প্রতিষ্ঠানটি বিক্রির অন্য কোনো আকর্ষণীয় সম্ভাবনা রয়েছে কিনা তা খুঁজে দেখছে।
টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী মাস্ক গত কয়েক দিন ধরেই টুইটারের শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাঁর প্রস্তাবের সপক্ষে সমর্থন চেয়েছেন। মাস্ক বলেছেন, বাক-স্বাধীনতার রক্ষার জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্মে পরিণত হওয়ার জন্য টুইটারকে তাঁর মালিকানায় নেওয়া দরকার।
এদিকে, গত বৃহস্পতিবার ইলন মাস্ক তাঁর প্রস্তাবের বিশদ পরিকল্পনা ও রূপরেখা উপস্থাপন এবং চুক্তির সুযোগ হাতছাড়া না করার অনুরোধ জানানোর পর টুইটারের অনেক শেয়ারহোল্ডারই কর্তৃপক্ষের কাছে ইলন মাস্কের কাছে প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইলন মাস্ক জোর দিয়ে বলেছেন, টুইটার কিনে নিতে তিনি যে প্রস্তাব দিয়েছেন তা ‘সেরা ও চূড়ান্ত’। কিন্তু তাঁর এই মনোভাবই টুইটার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। তবে, টুইটার এখনো সিদ্ধান্ত নেয়নি যে—তাঁরা মাস্ককে তাঁর প্রস্তাবের পরিমাণ বাড়াতে চাপ দেওয়ার জন্য অন্য কোনো পক্ষের কাছে টুইটার বিক্রির আলাপ তুলবে কিনা।
টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের শেয়ারের একটি বড় অংশের মালিক ইলন মাস্ক টুইটারের অন্যান্য শেয়ারহোল্ডারদের প্ররোচিত করছেন তাঁদের শেয়ার ছেড়ে দেওয়ার জন্য—এমন গুজব ছড়িয়ে যাওয়ার পর আবারও আলোচনা শুরু হলো। বিষয়টির সঙ্গে নিবিড়ভাবে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এর আগে ৪ হাজার ৩০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন। তবে, টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, মাস্কের সঙ্গে আলোচনায় রাজি হওয়ার মানে এই নয় যে—টুইটার ইলন মাস্কের প্রস্তাবিত শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলার দেওয়ার প্রস্তাব গ্রহণ করবে। তবে টুইটার কর্তৃপক্ষের একটি সূত্র ইঙ্গিত করেছে যে—টুইটার এখন মাস্কের কাছে প্রতিষ্ঠানটি বিক্রির অন্য কোনো আকর্ষণীয় সম্ভাবনা রয়েছে কিনা তা খুঁজে দেখছে।
টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী মাস্ক গত কয়েক দিন ধরেই টুইটারের শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাঁর প্রস্তাবের সপক্ষে সমর্থন চেয়েছেন। মাস্ক বলেছেন, বাক-স্বাধীনতার রক্ষার জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্মে পরিণত হওয়ার জন্য টুইটারকে তাঁর মালিকানায় নেওয়া দরকার।
এদিকে, গত বৃহস্পতিবার ইলন মাস্ক তাঁর প্রস্তাবের বিশদ পরিকল্পনা ও রূপরেখা উপস্থাপন এবং চুক্তির সুযোগ হাতছাড়া না করার অনুরোধ জানানোর পর টুইটারের অনেক শেয়ারহোল্ডারই কর্তৃপক্ষের কাছে ইলন মাস্কের কাছে প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইলন মাস্ক জোর দিয়ে বলেছেন, টুইটার কিনে নিতে তিনি যে প্রস্তাব দিয়েছেন তা ‘সেরা ও চূড়ান্ত’। কিন্তু তাঁর এই মনোভাবই টুইটার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। তবে, টুইটার এখনো সিদ্ধান্ত নেয়নি যে—তাঁরা মাস্ককে তাঁর প্রস্তাবের পরিমাণ বাড়াতে চাপ দেওয়ার জন্য অন্য কোনো পক্ষের কাছে টুইটার বিক্রির আলাপ তুলবে কিনা।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে