প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত নভেম্বরে উন্মোচনের পর থেকেই প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। মাত্র ২ মাসেই ১০ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে চ্যাটজিপিটিতে। কম সময়ে বেশি সংখ্যক ব্যবহারকারীর হিসেবে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক থেকে এগিয়ে গেল চ্যাটজিপিটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করতে টিকটকের লেগেছিল ৯ মাসের বেশি সময়। চ্যাটজিপিটির পূর্বে টিকটকই ছিল দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ। টিকটককে পেছনে ফেলে এখন এই তকমা পেয়েছে চ্যাটজিপিটি। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।
সম্প্রতি, চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। সাবস্ক্রিপশন সুবিধাটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ওপেনএআই'র। আপাতত অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন। তবে, এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।
এর আগে, একটি ওয়েব টুল চালু করে ওপেনএআই। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।
ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন:
প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত নভেম্বরে উন্মোচনের পর থেকেই প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। মাত্র ২ মাসেই ১০ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে চ্যাটজিপিটিতে। কম সময়ে বেশি সংখ্যক ব্যবহারকারীর হিসেবে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক থেকে এগিয়ে গেল চ্যাটজিপিটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করতে টিকটকের লেগেছিল ৯ মাসের বেশি সময়। চ্যাটজিপিটির পূর্বে টিকটকই ছিল দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ। টিকটককে পেছনে ফেলে এখন এই তকমা পেয়েছে চ্যাটজিপিটি। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।
সম্প্রতি, চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। সাবস্ক্রিপশন সুবিধাটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ওপেনএআই'র। আপাতত অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন। তবে, এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।
এর আগে, একটি ওয়েব টুল চালু করে ওপেনএআই। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।
ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন:
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
১ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ দিন আগে