দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল স্যামসাং। মাত্র ২১ দিনের মাথায় গ্যালাক্সি এস২৫ সিরিজের ১০ লাখ ফোন বিক্রি করে এই মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি।
গত ৭ ফেব্রুয়ারি স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ + এবং গ্যালাক্সি এস ২৫ আলট্রা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য উন্মুক্ত করে। এর পর ২১ দিন পেরিয়ে গেছে। এই স্বল্প সময়ে দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস২৫ সিরিজের এক মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং।
এর ফলে দেশীয় বাজারে এক মিলিয়ন ইউনিট বিক্রির রেকর্ড অর্জনকারী সবচেয়ে দ্রুততম স্মার্টফোন লাইনআপ হয়ে উঠেছে গ্যালাক্সি এস২৫ সিরিজ। এর আগে এই রেকর্ডটি ছিল গ্যালাক্সি নোট ১০ সিরিজের, যা ২৫ দিনে ১ মিলিয়ন বা ১০ লাখ ইউনিট বিক্রি করেছিল। তবে গ্যালাক্সি এস২৫ সিরিজ সেই রেকর্ডটি ৪ দিন আগেই ভেঙে ফেলেছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের প্রতিবেদনে জানা গেছে, গ্যালাক্সি এস২৫ সিরিজের প্রধান বিক্রির কারণ ছিল এর নকশা, পারফরম্যান্স, সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেটের সুবিধা এবং গ্যালাক্সি এআই। নতুন গ্যালাক্সি এআই সাবস্ক্রিপশন ক্লাব, যা গ্রাহকদের নতুন ফোনে আপগ্রেডের প্রক্রিয়া আরও সহজ করেছে, যা এসব ফোনের বিক্রিতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখেছে।
গ্যালাক্সি এস২৫ সিরিজের ক্রেতাদের মধ্যে প্রায় অর্ধেক ব্যক্তি গ্যালাক্সি এস২৫ আলট্রা বেছে নিয়েছেন। এই ফোনের সবচেয়ে জনপ্রিয় রং হলো—টাইটানিয়াম হোয়াইট সিলভার এবং টাইটানিয়াম সিলভার ব্লু। অন্যদিকে, গ্যালাক্সি এস২৫ এবং গ্যালাক্সি এস২৫ প্লাসের মধ্যে জনপ্রিয় রং ছিল সিলভার শ্যাডো এবং আইস ব্লু।
অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো এই সিরিজের জন্য ‘নাও বার’ ফিচার এনেছে স্যামসাং। এটি থেকে একনজরে কাস্টমাইজ তথ্য পাওয়া যাবে। ফোনে খেলার লাইভ স্কোরের পাশাপাশি আগ্রহের ওপর ভিত্তি করে শীর্ষ সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এই বারে দেখানো হয়।
নতুন এই সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির উন্নত সংস্করণও রয়েছে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপল্যায়েন্স, স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিক্সবি ব্যবহার করা হয়। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। ফলে এসব হোম অ্যাপ্লিয়ান্সের তথ্য সরাসরি ফোনে পাওয়া যায়। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।
তথ্যসূত্র : স্যাম মোবাইল
দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড গড়ল স্যামসাং। মাত্র ২১ দিনের মাথায় গ্যালাক্সি এস২৫ সিরিজের ১০ লাখ ফোন বিক্রি করে এই মাইলফলক অর্জন করেছে কোম্পানিটি।
গত ৭ ফেব্রুয়ারি স্যামসাং তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ + এবং গ্যালাক্সি এস ২৫ আলট্রা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে বিক্রির জন্য উন্মুক্ত করে। এর পর ২১ দিন পেরিয়ে গেছে। এই স্বল্প সময়ে দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস২৫ সিরিজের এক মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং।
এর ফলে দেশীয় বাজারে এক মিলিয়ন ইউনিট বিক্রির রেকর্ড অর্জনকারী সবচেয়ে দ্রুততম স্মার্টফোন লাইনআপ হয়ে উঠেছে গ্যালাক্সি এস২৫ সিরিজ। এর আগে এই রেকর্ডটি ছিল গ্যালাক্সি নোট ১০ সিরিজের, যা ২৫ দিনে ১ মিলিয়ন বা ১০ লাখ ইউনিট বিক্রি করেছিল। তবে গ্যালাক্সি এস২৫ সিরিজ সেই রেকর্ডটি ৪ দিন আগেই ভেঙে ফেলেছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজের প্রতিবেদনে জানা গেছে, গ্যালাক্সি এস২৫ সিরিজের প্রধান বিক্রির কারণ ছিল এর নকশা, পারফরম্যান্স, সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেটের সুবিধা এবং গ্যালাক্সি এআই। নতুন গ্যালাক্সি এআই সাবস্ক্রিপশন ক্লাব, যা গ্রাহকদের নতুন ফোনে আপগ্রেডের প্রক্রিয়া আরও সহজ করেছে, যা এসব ফোনের বিক্রিতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রেখেছে।
গ্যালাক্সি এস২৫ সিরিজের ক্রেতাদের মধ্যে প্রায় অর্ধেক ব্যক্তি গ্যালাক্সি এস২৫ আলট্রা বেছে নিয়েছেন। এই ফোনের সবচেয়ে জনপ্রিয় রং হলো—টাইটানিয়াম হোয়াইট সিলভার এবং টাইটানিয়াম সিলভার ব্লু। অন্যদিকে, গ্যালাক্সি এস২৫ এবং গ্যালাক্সি এস২৫ প্লাসের মধ্যে জনপ্রিয় রং ছিল সিলভার শ্যাডো এবং আইস ব্লু।
অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতো এই সিরিজের জন্য ‘নাও বার’ ফিচার এনেছে স্যামসাং। এটি থেকে একনজরে কাস্টমাইজ তথ্য পাওয়া যাবে। ফোনে খেলার লাইভ স্কোরের পাশাপাশি আগ্রহের ওপর ভিত্তি করে শীর্ষ সংবাদ স্বয়ংক্রিয়ভাবে এই বারে দেখানো হয়।
নতুন এই সিরিজে স্যামসাংয়ের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির উন্নত সংস্করণও রয়েছে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপল্যায়েন্স, স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিক্সবি ব্যবহার করা হয়। এবার এস২৫ সিরিজের ফোনে গুগল জেমিনি-কে যুক্ত করা হয়েছে। ফলে এসব হোম অ্যাপ্লিয়ান্সের তথ্য সরাসরি ফোনে পাওয়া যায়। স্যামসাং বলছে, বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে।
তথ্যসূত্র : স্যাম মোবাইল
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১০ ঘণ্টা আগে