Ajker Patrika

ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত কী করা হয়?

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২০
ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত কী করা হয়?

ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট ও ব্লগ তৈরির অন্যতম জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস একটি ওপেন-সোর্স সিএমএস বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা পিএইচপি(PHP) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ওপেন-সোর্স সফটওয়্যার হওয়ার ফলে যেকেউ ওয়ার্ডপ্রেস বিনা মূল্যে ব্যবহার ও মোডিফাই করতে পারে। বর্তমানে বিশ্বের সকল ওয়েবসাইটের প্রায় ৪০ শতাংশ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি থাকে।

ওয়েবসাইট তৈরির কাজকে ওয়ার্ডপ্রেস সহজ করে দিয়েছে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যেকেউ খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবে। ছাড়াও ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরিতে কোনো প্রকার কোডিং সম্পর্কে জ্ঞান না থাকলেও চলে।

WordPress.org হলো ওয়েবসাইটের জন্য একটি ফ্রি ও ওপেন-সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্ল্যাটফর্ম। অন্যদিকে WordPress.com হলো মূলত একটি ওয়েব হোস্টিং কোম্পানি, যা WordPress.org এর সফটওয়্যার ব্যবহার করে টাকার বিনিময়ে ওয়েব হোস্টিং সেবা এবং ওয়েবসাইট তৈরির সুবিধা দিয়ে থাকে।

ওয়ার্ডপ্রেস এর যাত্রা একটি ব্লগ তৈরির সাধারণ টুল হিসেবে  শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ওয়ার্ডপ্রেস এর রূপ ও কার্যকারিতা। বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এই ব্যাপারটি আরও সহজ হয়েছে ওয়ার্ডপ্রেস এর ডিরেক্টরিতে থাকা অসংখ্য থিম ও প্লাগইন এর সাহায্যে।

উদাহরণস্বরূপ, ওয়ার্ডপ্রেস শুধুমাত্র বিজনেস ওয়েবসাইট কিংবা ব্লগ তৈরিতেই নয়, বরং ই-কমার্স সাইট তৈরিরও অন্যতম জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি করা সম্ভব এমন কিছু ধরনের সাইট হলো–ই-কমার্স স্টোর,ব্লগ,পোর্টফোলিও,বিজনেস ওয়েবসাইট,ফোরাম,সোশ্যাল নেটওয়ার্ক,মেম্বারশিপ সাইট ইত্যাদি।

উল্লিখিত ধরনের ওয়েবসাইট ছাড়াও একাধিক ক্যাটাগরি মিশিয়েও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যাবে মোটামুটি ভাবা যায় এমন যেকোনো ধরনের ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দ্বারা বানানো সম্ভব।

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এমন কিছু উল্লেখযোগ্য ওয়েবসাইট হলো–হোয়াইট হাউস এর অফিশিয়াল ওয়েবসাইট,মাইক্রোসফট এর অফিশিয়াল ব্লগ,আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক, বিবিসি আমেরিকা,বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ– টেক ক্রাঞ্চ,মিউজিক লেবেল–সনি মিউজিক, নিউ ইয়র্ক টাইমস,ওয়াল্ট ডিজনি কোম্পানি,এমটিভি নিউজ প্রভৃতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত