প্রযুক্তি ডেস্ক
কম্পিউটারের গতি কমার অনেক কারণ আছে। কাজের গতি মূলত নির্ভর করে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ওপর। র্যাম, হার্ডডিস্ক, মেমোরি কার্ড, গ্রাফিকস সিস্টেম, ইন্টারনাল হার্ডওয়্যার সিস্টেমের গতি ও সক্ষমতা—এই সবকিছু কম্পিউটারের গতি নির্ধারণে ভূমিকা রাখে। গতি কমে গেলে কী করবেন, সেটা নিয়ে ভাবছেন? টিপসগুলো অনুসরণ করুন।
হার্ড ড্রাইভ আপগ্রেড করা
কম্পিউটারের গতি যদি কম হয়ে থাকে, তবে খেয়াল করুন, আপনি দীর্ঘদিন ধরে পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করছেন কি না। পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকলে বুঝতে হবে, আগের হার্ড ড্রাইভ বদলে নতুন ও দ্রুতগতির হার্ড ড্রাইভ কেনার সময় এসেছে। নতুন হার্ড ড্রাইভ কম্পিউটারের গতি নিমেষেই বাড়িয়ে দেবে কয়েক গুণ।
বাড়তি র্যাম সংযোজন
র্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র্যাম কম্পিউটারে অস্থায়ী, তাৎক্ষণিক এবং বারবার ব্যবহৃত হয় এমন ডেটা সংরক্ষণ করে থাকে। পর্যাপ্ত র্যাম না থাকলে কম্পিউটারে মাত্রাতিরিক্ত চাপ পড়ে, যা এর গতি কমিয়ে দেয়। অতিরিক্ত র্যাম কিনে তা ইনস্টল করে এ সমস্যা দূর করা সম্ভব।
কম্পিউটার পরিষ্কার রাখা
যত্নহীন কম্পিউটারে অতিরিক্ত ধুলাময়লা জমা হলে তাপ ঠিকমতো বাইরে বের হতে পারে না। ফলে কম্পিউটারটি দ্রুত গরম হয়ে যায় এবং এর গতিও কমে আসে। তাই নিয়মিত কম্পিউটার পরিষ্কার করতে হবে।
সফটওয়্যার আপডেট করা
কম্পিউটারে ব্যবহৃত প্রায় সব সফটওয়্যারই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রকাশ করে থাকে। তাই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর ফলে সফটওয়্যারের নানান সমস্যা ও বাগ সংশোধন হবে এবং সেগুলোর কর্মক্ষমতা বাড়বে।
উপযোগী অ্যান্টিভাইরাস ব্যবহার করা
অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারকে ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে এটি কম্পিউটারের গতিও কমিয়ে ফেলতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের জন্য যদি গতি কমে যায়, তাহলে সেটি পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী (র্যাম ও প্রসেসর স্পিড) অপেক্ষাকৃত কম স্টোরেজ বা মেমোরির অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত।
অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা
ব্যবহার করা হয় না এমন অপ্রয়োজনীয় সফটওয়্যার অনেক স্টোরেজ নিয়ে নেয়, যা কম্পিউটারের গতি
কমিয়ে দেয়। এ জন্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা জরুরি। এতে স্টোরেজ খালি হয় এবং কম্পিউটারের গতি বৃদ্ধি পায়।
কম্পিউটারের গতি কমার অনেক কারণ আছে। কাজের গতি মূলত নির্ভর করে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ওপর। র্যাম, হার্ডডিস্ক, মেমোরি কার্ড, গ্রাফিকস সিস্টেম, ইন্টারনাল হার্ডওয়্যার সিস্টেমের গতি ও সক্ষমতা—এই সবকিছু কম্পিউটারের গতি নির্ধারণে ভূমিকা রাখে। গতি কমে গেলে কী করবেন, সেটা নিয়ে ভাবছেন? টিপসগুলো অনুসরণ করুন।
হার্ড ড্রাইভ আপগ্রেড করা
কম্পিউটারের গতি যদি কম হয়ে থাকে, তবে খেয়াল করুন, আপনি দীর্ঘদিন ধরে পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করছেন কি না। পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকলে বুঝতে হবে, আগের হার্ড ড্রাইভ বদলে নতুন ও দ্রুতগতির হার্ড ড্রাইভ কেনার সময় এসেছে। নতুন হার্ড ড্রাইভ কম্পিউটারের গতি নিমেষেই বাড়িয়ে দেবে কয়েক গুণ।
বাড়তি র্যাম সংযোজন
র্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র্যাম কম্পিউটারে অস্থায়ী, তাৎক্ষণিক এবং বারবার ব্যবহৃত হয় এমন ডেটা সংরক্ষণ করে থাকে। পর্যাপ্ত র্যাম না থাকলে কম্পিউটারে মাত্রাতিরিক্ত চাপ পড়ে, যা এর গতি কমিয়ে দেয়। অতিরিক্ত র্যাম কিনে তা ইনস্টল করে এ সমস্যা দূর করা সম্ভব।
কম্পিউটার পরিষ্কার রাখা
যত্নহীন কম্পিউটারে অতিরিক্ত ধুলাময়লা জমা হলে তাপ ঠিকমতো বাইরে বের হতে পারে না। ফলে কম্পিউটারটি দ্রুত গরম হয়ে যায় এবং এর গতিও কমে আসে। তাই নিয়মিত কম্পিউটার পরিষ্কার করতে হবে।
সফটওয়্যার আপডেট করা
কম্পিউটারে ব্যবহৃত প্রায় সব সফটওয়্যারই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রকাশ করে থাকে। তাই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর ফলে সফটওয়্যারের নানান সমস্যা ও বাগ সংশোধন হবে এবং সেগুলোর কর্মক্ষমতা বাড়বে।
উপযোগী অ্যান্টিভাইরাস ব্যবহার করা
অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারকে ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে এটি কম্পিউটারের গতিও কমিয়ে ফেলতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের জন্য যদি গতি কমে যায়, তাহলে সেটি পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী (র্যাম ও প্রসেসর স্পিড) অপেক্ষাকৃত কম স্টোরেজ বা মেমোরির অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত।
অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা
ব্যবহার করা হয় না এমন অপ্রয়োজনীয় সফটওয়্যার অনেক স্টোরেজ নিয়ে নেয়, যা কম্পিউটারের গতি
কমিয়ে দেয়। এ জন্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা জরুরি। এতে স্টোরেজ খালি হয় এবং কম্পিউটারের গতি বৃদ্ধি পায়।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২০ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৩৩ মিনিট আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৩ ঘণ্টা আগে