নতুন এক আপডেটের মধ্যে দিয়ে গুগল ড্রাইভের স্টোরেজ দখল শুরু করছে হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভের জায়গা বাঁচানোর জন্য ব্যবহারকারীরা নানা উপায় খুঁজছেন। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সাইজ কমালে গুগল ড্রাইভের স্টোরেজ তাড়াতাড়ি পূর্ণ হবে না।
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপ যেমন গুগলে ড্রাইভে আপলোড হয়। তেমনি আইফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আই ক্লাউডে জায়গা দখল করে। গুগল ড্রাইভে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ ও আইক্লাইডে ৫ জিবি স্টোরেজ ব্যবহার করা যায়। আরও স্টোরেজের দরকার হলে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে অথবা হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমাতে হবে।
তিন উপায়ে আইফোন ও অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমানো যায়। সেগুলো জানানো হলো—
স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড বন্ধ করুন
ছবির স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডের অপশনটি বন্ধ করে রাখলে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্খিত মিডিয়া ডাউনলোড হবে না। যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে রয়েছে, তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রতিদিনের গুড মর্নিং (শুভ সকাল), গুড ইভিনিংয়ের (শুভ সন্ধ্যা) মতো শুভেচ্ছা বার্তার ছবি ডাউনলোড বন্ধ করে রাখা যায়। ছবিগুলো ছোট হলেও ধীরে ধীরে এগুলো অনেক স্টোরেজ দখল করে।
ভিডিও ব্যাকআপ বন্ধ রাখুন
হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে ভিডিও অনেক জায়গা দখল করে। সেটিংসের চ্যাট ব্যাকআপ অপশনে ‘include videos’ অপশনটি বন্ধ করে দিলে ব্যাকআপের সাইজ কমে যাবে। এখন হোয়াটসঅ্যাপ এইচডি ভিডিও সমর্থন করে। এর মাধ্যমে হাই–রেজল্যুশনের ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। এগুলোও অনেক স্টোরেজ দখর করে।
ডিসঅ্যাপেয়ারিং মেসেজ
অপ্রয়োজনীয় চ্যাটের জন্য ডিসঅ্যাপেয়ারিং মেসেজ অপশনটি চালু রাখতে পারেন। এরফলে নিদির্ষ্ট সময়ের পরে মেসেজ ও চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এর ফলে চ্যাট ব্যকআপের সাইজ অনেক কমে যাবে। সব কনট্যাক্টের জন্য বা নির্দিষ্ট কনট্যাক্টের জন্য এই ফিচার চালু করতে পারেন।
যদি হোয়াটসঅ্যাপের ডেটার ব্যকআপ রাখা খুবই প্রয়োজনীয় তাহলে গুগল বা আইক্লাউডের স্টোরেজের অতিরিক্ত স্টোরেজ কেনা যায়। বর্তমানে গুগল অ্যাকাউন্টের ১০০ জিবি স্টোরেজের জন্য ১৫০ টাকা এবং ২০০ জিবি ও ২ টিবি স্টোরেজের জন্য যথাক্রমে ২৫০ টাকা ও ৭০০ টাকা প্রতি মাসে দিতে হবে।
আইক্লাউডের ৫০ জিবি স্টোরেজের জন্য প্রায় ৯৯ টাকা, ২০০ জিবির জন্য প্রায় ২৯১ টাকা খরচ করতে হবে। ২০০ জিবি প্ল্যানটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
তথ্যসূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নতুন এক আপডেটের মধ্যে দিয়ে গুগল ড্রাইভের স্টোরেজ দখল শুরু করছে হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভের জায়গা বাঁচানোর জন্য ব্যবহারকারীরা নানা উপায় খুঁজছেন। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সাইজ কমালে গুগল ড্রাইভের স্টোরেজ তাড়াতাড়ি পূর্ণ হবে না।
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপ যেমন গুগলে ড্রাইভে আপলোড হয়। তেমনি আইফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আই ক্লাউডে জায়গা দখল করে। গুগল ড্রাইভে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ ও আইক্লাইডে ৫ জিবি স্টোরেজ ব্যবহার করা যায়। আরও স্টোরেজের দরকার হলে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে অথবা হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমাতে হবে।
তিন উপায়ে আইফোন ও অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমানো যায়। সেগুলো জানানো হলো—
স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড বন্ধ করুন
ছবির স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডের অপশনটি বন্ধ করে রাখলে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্খিত মিডিয়া ডাউনলোড হবে না। যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে রয়েছে, তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রতিদিনের গুড মর্নিং (শুভ সকাল), গুড ইভিনিংয়ের (শুভ সন্ধ্যা) মতো শুভেচ্ছা বার্তার ছবি ডাউনলোড বন্ধ করে রাখা যায়। ছবিগুলো ছোট হলেও ধীরে ধীরে এগুলো অনেক স্টোরেজ দখল করে।
ভিডিও ব্যাকআপ বন্ধ রাখুন
হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে ভিডিও অনেক জায়গা দখল করে। সেটিংসের চ্যাট ব্যাকআপ অপশনে ‘include videos’ অপশনটি বন্ধ করে দিলে ব্যাকআপের সাইজ কমে যাবে। এখন হোয়াটসঅ্যাপ এইচডি ভিডিও সমর্থন করে। এর মাধ্যমে হাই–রেজল্যুশনের ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। এগুলোও অনেক স্টোরেজ দখর করে।
ডিসঅ্যাপেয়ারিং মেসেজ
অপ্রয়োজনীয় চ্যাটের জন্য ডিসঅ্যাপেয়ারিং মেসেজ অপশনটি চালু রাখতে পারেন। এরফলে নিদির্ষ্ট সময়ের পরে মেসেজ ও চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এর ফলে চ্যাট ব্যকআপের সাইজ অনেক কমে যাবে। সব কনট্যাক্টের জন্য বা নির্দিষ্ট কনট্যাক্টের জন্য এই ফিচার চালু করতে পারেন।
যদি হোয়াটসঅ্যাপের ডেটার ব্যকআপ রাখা খুবই প্রয়োজনীয় তাহলে গুগল বা আইক্লাউডের স্টোরেজের অতিরিক্ত স্টোরেজ কেনা যায়। বর্তমানে গুগল অ্যাকাউন্টের ১০০ জিবি স্টোরেজের জন্য ১৫০ টাকা এবং ২০০ জিবি ও ২ টিবি স্টোরেজের জন্য যথাক্রমে ২৫০ টাকা ও ৭০০ টাকা প্রতি মাসে দিতে হবে।
আইক্লাউডের ৫০ জিবি স্টোরেজের জন্য প্রায় ৯৯ টাকা, ২০০ জিবির জন্য প্রায় ২৯১ টাকা খরচ করতে হবে। ২০০ জিবি প্ল্যানটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
তথ্যসূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৪ ঘণ্টা আগে