অন্যদের সঙ্গে খুব সহজে নম্বরসহ কিছু ব্যক্তিগত তথ্য শেয়ারের জন্য আইফোনে ‘নেমড্রপ’ ফিচার যুক্ত করছে অ্যাপল। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে আরেকজনের আইফোনে নিজের কিছু তথ্য শেয়ার করা যায়। যেসব ডিভাইস আইওএস ১৭ আপডেট পেয়েছে, সেগুলোতেই শুধু এই ফিচার পাওয়া যায়।
নেমড্রপ ফিচার কী
নেমড্রপ ফিচারের মাধ্যমে আগে থেকে তৈরি করে রাখা নিজের ডিজিটাল কন্টাক্ট কার্ড শেয়ার করা যায়। এই কার্ডে ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ছবি, ঠিকানামতো বেশ কিছু তথ্য থাকে।
আইফোনের ‘নেয়ার ফিল্ড কমিউনিকেশন’ (এনএফসি) প্রযুক্তি ব্যবহার করে এই ফিচার কাজ করে। ফলে কাছাকাছি থাকা দুটি আইফোনে খুব দ্রুতই ফোন নম্বর শেয়ার করা যায়। কোনো ইভেন্টে একাধিক মানুষের সঙ্গে নেটওয়ার্কিংয়ের জন্য ফিচারটি অনেক বেশি কাজে দেয়।
কন্টাক্ট কার্ড তৈরি করবেন যেভাবে
নিজের নম্বরের সঙ্গে অন্যান্য তথ্য নেম ড্রপ ফিচারের মাধ্যমে শেয়ার করার জন্য কন্টাক্ট কার্ডটি নিজের মতো সাজিয়ে নিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১.আইফোনের কন্টাক্টস অ্যাপ চালু করুন।
২. কন্টাক্ট তালিকার শুরুতে নিজের নাম দেখতে না পেলে ডান পাশের ওপরের কোনায় ‘+’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি কন্টাক্ট তৈরি করা যাবে। নিজের কন্টাক্ট তৈরি করার ক্ষেত্রে ‘Me’ অপশন নির্বাচন করুন। আর নম্বর তালিকার প্রথমে নিজের নাম ও নম্বর (কন্টাক্ট কার্ড) দেখা গেলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
৩. নিজের কন্টাক্ট কার্ডের ওপর ট্যাপ করুন। এরপর ডান পাশে কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন নিজের ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট, প্রোফাইল ছবি ও পোস্টার যুক্ত করুন। সেই সঙ্গে নিজের জন্মতারিখ, চাকরির পদবি, কোম্পানির নামের মতো আরও তথ্য যুক্ত করতে পারবেন।
৫. এডিট শেষ হলে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
কন্টাক্ট কার্ডটি নেমড্রপ ফিচারের মাধ্যমে শেয়ার করা যায়।
নেমড্রপ ফিচার ব্যবহার করবেন যেভাবে
কন্টাক্ট কার্ড নেমড্রপ ফিচারের মাধ্যমে শেয়ার করার জন্য দুটি আইফোনের আইওএস ১৭ অপারেটিং সিস্টেম থাকতে হবে। তবে ফিচারটি ব্যবহার করার আগে এয়ারড্রপ অপশনটি চালু করতে হবে। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন এবং এয়ারড্রপ অপশন নির্বাচন করুন। এয়ারড্রপের ফিচার যেন সবার জন্য উন্মুক্ত থাকে সে জন্য ‘Everyone for 10 minutes’ অপশনটি নির্বাচন করতে হবে। নেম ড্রপ ফিচার ব্যবহার করার জন্য এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. দুটি আইফোনের স্ক্রিন কয়েক সেন্টিমিটার দূরে রাখুন। এর ফলে দুটি ফোনই আলোকিত হবে ও ভাইব্রেট করবে। দুটি ফোন কানেক্ট হয়েছে তা এর মাধ্যমে বোঝা যাবে ।
২. ফোন দুটির স্ক্রিনে নেমড্রপ ফিচারটি চালু হওয়া পর্যন্ত এভাবে ধরে রাখুন।
৩. ফোনে দুটি অপশন দেখা যাবে। নিজের কন্টাক্ট কার্ডটি পাঠানোর জন্য ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। আর অন্যজনের কন্টাক্ট কার্ডটি গ্রহণ করার জন্য ‘রিসিভ’ বাটনে ট্যাপ করুন। একই সঙ্গে শেয়ার ও রিসিভ অপশনেও ট্যাপ করতে পারেন।
কন্টাক্ট কার্ড শেয়ার বন্ধ করতে চাইলে ফোন দুটি দূরে সরিয়ে নিতে হবে। আর ফিচারটি বন্ধ করার জন্য এয়ারড্রপ অপশন থেকে ‘Bringing Devices Together’ অপশনটির পাশে ‘Off’ বাটনে ট্যাপ করুন।
নেমড্রপ ফিচার শুধু নতুন কন্টাক্ট শেয়ারের ক্ষেত্রে কাজে দেবে। আগে থেকেই কোনো ব্যক্তির কন্টাক্ট কার্ড সেভ করা থাকলে তা নতুন করে এডিট করবে না।
অন্যদের সঙ্গে খুব সহজে নম্বরসহ কিছু ব্যক্তিগত তথ্য শেয়ারের জন্য আইফোনে ‘নেমড্রপ’ ফিচার যুক্ত করছে অ্যাপল। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে আরেকজনের আইফোনে নিজের কিছু তথ্য শেয়ার করা যায়। যেসব ডিভাইস আইওএস ১৭ আপডেট পেয়েছে, সেগুলোতেই শুধু এই ফিচার পাওয়া যায়।
নেমড্রপ ফিচার কী
নেমড্রপ ফিচারের মাধ্যমে আগে থেকে তৈরি করে রাখা নিজের ডিজিটাল কন্টাক্ট কার্ড শেয়ার করা যায়। এই কার্ডে ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ছবি, ঠিকানামতো বেশ কিছু তথ্য থাকে।
আইফোনের ‘নেয়ার ফিল্ড কমিউনিকেশন’ (এনএফসি) প্রযুক্তি ব্যবহার করে এই ফিচার কাজ করে। ফলে কাছাকাছি থাকা দুটি আইফোনে খুব দ্রুতই ফোন নম্বর শেয়ার করা যায়। কোনো ইভেন্টে একাধিক মানুষের সঙ্গে নেটওয়ার্কিংয়ের জন্য ফিচারটি অনেক বেশি কাজে দেয়।
কন্টাক্ট কার্ড তৈরি করবেন যেভাবে
নিজের নম্বরের সঙ্গে অন্যান্য তথ্য নেম ড্রপ ফিচারের মাধ্যমে শেয়ার করার জন্য কন্টাক্ট কার্ডটি নিজের মতো সাজিয়ে নিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১.আইফোনের কন্টাক্টস অ্যাপ চালু করুন।
২. কন্টাক্ট তালিকার শুরুতে নিজের নাম দেখতে না পেলে ডান পাশের ওপরের কোনায় ‘+’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি কন্টাক্ট তৈরি করা যাবে। নিজের কন্টাক্ট তৈরি করার ক্ষেত্রে ‘Me’ অপশন নির্বাচন করুন। আর নম্বর তালিকার প্রথমে নিজের নাম ও নম্বর (কন্টাক্ট কার্ড) দেখা গেলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
৩. নিজের কন্টাক্ট কার্ডের ওপর ট্যাপ করুন। এরপর ডান পাশে কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন নিজের ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট, প্রোফাইল ছবি ও পোস্টার যুক্ত করুন। সেই সঙ্গে নিজের জন্মতারিখ, চাকরির পদবি, কোম্পানির নামের মতো আরও তথ্য যুক্ত করতে পারবেন।
৫. এডিট শেষ হলে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
কন্টাক্ট কার্ডটি নেমড্রপ ফিচারের মাধ্যমে শেয়ার করা যায়।
নেমড্রপ ফিচার ব্যবহার করবেন যেভাবে
কন্টাক্ট কার্ড নেমড্রপ ফিচারের মাধ্যমে শেয়ার করার জন্য দুটি আইফোনের আইওএস ১৭ অপারেটিং সিস্টেম থাকতে হবে। তবে ফিচারটি ব্যবহার করার আগে এয়ারড্রপ অপশনটি চালু করতে হবে। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন এবং এয়ারড্রপ অপশন নির্বাচন করুন। এয়ারড্রপের ফিচার যেন সবার জন্য উন্মুক্ত থাকে সে জন্য ‘Everyone for 10 minutes’ অপশনটি নির্বাচন করতে হবে। নেম ড্রপ ফিচার ব্যবহার করার জন্য এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. দুটি আইফোনের স্ক্রিন কয়েক সেন্টিমিটার দূরে রাখুন। এর ফলে দুটি ফোনই আলোকিত হবে ও ভাইব্রেট করবে। দুটি ফোন কানেক্ট হয়েছে তা এর মাধ্যমে বোঝা যাবে ।
২. ফোন দুটির স্ক্রিনে নেমড্রপ ফিচারটি চালু হওয়া পর্যন্ত এভাবে ধরে রাখুন।
৩. ফোনে দুটি অপশন দেখা যাবে। নিজের কন্টাক্ট কার্ডটি পাঠানোর জন্য ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। আর অন্যজনের কন্টাক্ট কার্ডটি গ্রহণ করার জন্য ‘রিসিভ’ বাটনে ট্যাপ করুন। একই সঙ্গে শেয়ার ও রিসিভ অপশনেও ট্যাপ করতে পারেন।
কন্টাক্ট কার্ড শেয়ার বন্ধ করতে চাইলে ফোন দুটি দূরে সরিয়ে নিতে হবে। আর ফিচারটি বন্ধ করার জন্য এয়ারড্রপ অপশন থেকে ‘Bringing Devices Together’ অপশনটির পাশে ‘Off’ বাটনে ট্যাপ করুন।
নেমড্রপ ফিচার শুধু নতুন কন্টাক্ট শেয়ারের ক্ষেত্রে কাজে দেবে। আগে থেকেই কোনো ব্যক্তির কন্টাক্ট কার্ড সেভ করা থাকলে তা নতুন করে এডিট করবে না।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে