প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহারের জন্য ইয়ারবাড এবং স্মার্টওয়াচ মানুষের নিত্যসঙ্গী। এই দুটির ব্যবহার জীবনকে সহজ করে দিয়েছে অনেকটাই।
যেমন ইয়ারবাড ব্যবহার করার মাধ্যমে গান শোনা, অডিও বুক ও পডকাস্ট, ফোনকল করা এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যায়। তেমনি স্মার্টওয়াচও স্বাস্থ্যের অবস্থা জানিয়ে দিতে পারে ব্যবহারকারীকে। এমনকি ঘুমের ধরন পর্যবেক্ষণ করা, বার্তা পাঠানো এবং গ্রহণ করা ছাড়াও এটি অন্যান্য ডিভাইসকে নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করে।
ইয়ারবাড ও স্মার্টওয়াচের কাজের ধরনে অনেকটা মিল থাকলেও এদের মধ্যে রয়েছে কিছু পার্থক্যও। যেমন—
পোর্টেবল গ্যাজেট হিসেবে ইয়ারবাড এবং স্মার্টওয়াচ সবার পছন্দের তালিকায় থাকলেও কেনার সময় খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়—
ইয়ারবাড
শব্দের গুণমান
ইয়ারবাড কেনার সময় শব্দের গুণগত মান ঠিক আছে কি না। শব্দ ভালো না হলে গান, অডিও বুক—যা-ই শুনতে চাই না কেন ভালো লাগবে না। কানকে আরাম দেবে না।
অডিও কোডেক
ইয়ারবাড কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, ইয়ারবাডটি কোন অডিও কোডেক সাপোর্টেড। যেমন এসবিসি, এএসি, অ্যাডাপটিভ/এইচডি, এলডিএসি সাপোর্ট করে কি না।
ব্যাটারি লাইফ
ইয়ারবাড ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কেনার সময় জেনে নিতে হবে ইয়ারবাডের ব্যাটারি ঠিক কতক্ষণ কাজ করবে।
বিল্ড কোয়ালিটি
ইয়ারবাড কেনার সময় বিল্ড কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ সম্পর্কেও জেনে নিতে হবে।
দাম
কোন ইয়ারবাডের কেমন দাম হতে পারে, বিষয়টি জেনে বুঝে কিনতে হবে।
কলিং ফিচার
কলিং ফিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্মার্টওয়াচগুলোতে কলিং ফিচার আছে কি নেই জেনে নিতে হবে।
ডিজাইন
স্মার্টওয়াচ কেনার সময় এর ডিজাইনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স এবং ব্যক্তিত্বভেদে স্মার্টওয়াচ কেনার সময় তা ঠিক ঠিক মানানসই কি না কিংবা চলতি স্টাইল বা ফ্যাশনের সঙ্গে মানাচ্ছে কি না ভেবে নিতে হবে। স্কুল, কলেজ বা অফিসে পরার ক্ষেত্রে যথাযথ কি না, তা-ও ভাবনায় রেখে কিনতে হবে।
সেন্সর
স্মার্টওয়াচে এখন হার্ট-রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন মিটারসংবলিত স্মার্টওয়াচের মতো নানা সুবিধা পাওয়া যায়। দৈনন্দিন জীবনযাপনে কোন স্মার্টওয়াচে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, খোঁজখবর করে কিনলে ভালো হয়।
সব সুবিধা নিয়ে এসব গ্যাজেট পাওয়া যাচ্ছে স্টারটেকে। সুলভ মূল্যে এসব পণ্য এখান থেকে কিনলে রয়েছে হোম ডেলিভারি সুবিধা।
প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহারের জন্য ইয়ারবাড এবং স্মার্টওয়াচ মানুষের নিত্যসঙ্গী। এই দুটির ব্যবহার জীবনকে সহজ করে দিয়েছে অনেকটাই।
যেমন ইয়ারবাড ব্যবহার করার মাধ্যমে গান শোনা, অডিও বুক ও পডকাস্ট, ফোনকল করা এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যায়। তেমনি স্মার্টওয়াচও স্বাস্থ্যের অবস্থা জানিয়ে দিতে পারে ব্যবহারকারীকে। এমনকি ঘুমের ধরন পর্যবেক্ষণ করা, বার্তা পাঠানো এবং গ্রহণ করা ছাড়াও এটি অন্যান্য ডিভাইসকে নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করে।
ইয়ারবাড ও স্মার্টওয়াচের কাজের ধরনে অনেকটা মিল থাকলেও এদের মধ্যে রয়েছে কিছু পার্থক্যও। যেমন—
পোর্টেবল গ্যাজেট হিসেবে ইয়ারবাড এবং স্মার্টওয়াচ সবার পছন্দের তালিকায় থাকলেও কেনার সময় খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়—
ইয়ারবাড
শব্দের গুণমান
ইয়ারবাড কেনার সময় শব্দের গুণগত মান ঠিক আছে কি না। শব্দ ভালো না হলে গান, অডিও বুক—যা-ই শুনতে চাই না কেন ভালো লাগবে না। কানকে আরাম দেবে না।
অডিও কোডেক
ইয়ারবাড কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, ইয়ারবাডটি কোন অডিও কোডেক সাপোর্টেড। যেমন এসবিসি, এএসি, অ্যাডাপটিভ/এইচডি, এলডিএসি সাপোর্ট করে কি না।
ব্যাটারি লাইফ
ইয়ারবাড ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কেনার সময় জেনে নিতে হবে ইয়ারবাডের ব্যাটারি ঠিক কতক্ষণ কাজ করবে।
বিল্ড কোয়ালিটি
ইয়ারবাড কেনার সময় বিল্ড কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ সম্পর্কেও জেনে নিতে হবে।
দাম
কোন ইয়ারবাডের কেমন দাম হতে পারে, বিষয়টি জেনে বুঝে কিনতে হবে।
কলিং ফিচার
কলিং ফিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্মার্টওয়াচগুলোতে কলিং ফিচার আছে কি নেই জেনে নিতে হবে।
ডিজাইন
স্মার্টওয়াচ কেনার সময় এর ডিজাইনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স এবং ব্যক্তিত্বভেদে স্মার্টওয়াচ কেনার সময় তা ঠিক ঠিক মানানসই কি না কিংবা চলতি স্টাইল বা ফ্যাশনের সঙ্গে মানাচ্ছে কি না ভেবে নিতে হবে। স্কুল, কলেজ বা অফিসে পরার ক্ষেত্রে যথাযথ কি না, তা-ও ভাবনায় রেখে কিনতে হবে।
সেন্সর
স্মার্টওয়াচে এখন হার্ট-রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন মিটারসংবলিত স্মার্টওয়াচের মতো নানা সুবিধা পাওয়া যায়। দৈনন্দিন জীবনযাপনে কোন স্মার্টওয়াচে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, খোঁজখবর করে কিনলে ভালো হয়।
সব সুবিধা নিয়ে এসব গ্যাজেট পাওয়া যাচ্ছে স্টারটেকে। সুলভ মূল্যে এসব পণ্য এখান থেকে কিনলে রয়েছে হোম ডেলিভারি সুবিধা।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
৬ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
৭ ঘণ্টা আগে