প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহারের জন্য ইয়ারবাড এবং স্মার্টওয়াচ মানুষের নিত্যসঙ্গী। এই দুটির ব্যবহার জীবনকে সহজ করে দিয়েছে অনেকটাই।
যেমন ইয়ারবাড ব্যবহার করার মাধ্যমে গান শোনা, অডিও বুক ও পডকাস্ট, ফোনকল করা এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যায়। তেমনি স্মার্টওয়াচও স্বাস্থ্যের অবস্থা জানিয়ে দিতে পারে ব্যবহারকারীকে। এমনকি ঘুমের ধরন পর্যবেক্ষণ করা, বার্তা পাঠানো এবং গ্রহণ করা ছাড়াও এটি অন্যান্য ডিভাইসকে নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করে।
ইয়ারবাড ও স্মার্টওয়াচের কাজের ধরনে অনেকটা মিল থাকলেও এদের মধ্যে রয়েছে কিছু পার্থক্যও। যেমন—
পোর্টেবল গ্যাজেট হিসেবে ইয়ারবাড এবং স্মার্টওয়াচ সবার পছন্দের তালিকায় থাকলেও কেনার সময় খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়—
ইয়ারবাড
শব্দের গুণমান
ইয়ারবাড কেনার সময় শব্দের গুণগত মান ঠিক আছে কি না। শব্দ ভালো না হলে গান, অডিও বুক—যা-ই শুনতে চাই না কেন ভালো লাগবে না। কানকে আরাম দেবে না।
অডিও কোডেক
ইয়ারবাড কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, ইয়ারবাডটি কোন অডিও কোডেক সাপোর্টেড। যেমন এসবিসি, এএসি, অ্যাডাপটিভ/এইচডি, এলডিএসি সাপোর্ট করে কি না।
ব্যাটারি লাইফ
ইয়ারবাড ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কেনার সময় জেনে নিতে হবে ইয়ারবাডের ব্যাটারি ঠিক কতক্ষণ কাজ করবে।
বিল্ড কোয়ালিটি
ইয়ারবাড কেনার সময় বিল্ড কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ সম্পর্কেও জেনে নিতে হবে।
দাম
কোন ইয়ারবাডের কেমন দাম হতে পারে, বিষয়টি জেনে বুঝে কিনতে হবে।
কলিং ফিচার
কলিং ফিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্মার্টওয়াচগুলোতে কলিং ফিচার আছে কি নেই জেনে নিতে হবে।
ডিজাইন
স্মার্টওয়াচ কেনার সময় এর ডিজাইনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স এবং ব্যক্তিত্বভেদে স্মার্টওয়াচ কেনার সময় তা ঠিক ঠিক মানানসই কি না কিংবা চলতি স্টাইল বা ফ্যাশনের সঙ্গে মানাচ্ছে কি না ভেবে নিতে হবে। স্কুল, কলেজ বা অফিসে পরার ক্ষেত্রে যথাযথ কি না, তা-ও ভাবনায় রেখে কিনতে হবে।
সেন্সর
স্মার্টওয়াচে এখন হার্ট-রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন মিটারসংবলিত স্মার্টওয়াচের মতো নানা সুবিধা পাওয়া যায়। দৈনন্দিন জীবনযাপনে কোন স্মার্টওয়াচে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, খোঁজখবর করে কিনলে ভালো হয়।
সব সুবিধা নিয়ে এসব গ্যাজেট পাওয়া যাচ্ছে স্টারটেকে। সুলভ মূল্যে এসব পণ্য এখান থেকে কিনলে রয়েছে হোম ডেলিভারি সুবিধা।
প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহারের জন্য ইয়ারবাড এবং স্মার্টওয়াচ মানুষের নিত্যসঙ্গী। এই দুটির ব্যবহার জীবনকে সহজ করে দিয়েছে অনেকটাই।
যেমন ইয়ারবাড ব্যবহার করার মাধ্যমে গান শোনা, অডিও বুক ও পডকাস্ট, ফোনকল করা এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা যায়। তেমনি স্মার্টওয়াচও স্বাস্থ্যের অবস্থা জানিয়ে দিতে পারে ব্যবহারকারীকে। এমনকি ঘুমের ধরন পর্যবেক্ষণ করা, বার্তা পাঠানো এবং গ্রহণ করা ছাড়াও এটি অন্যান্য ডিভাইসকে নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করে।
ইয়ারবাড ও স্মার্টওয়াচের কাজের ধরনে অনেকটা মিল থাকলেও এদের মধ্যে রয়েছে কিছু পার্থক্যও। যেমন—
পোর্টেবল গ্যাজেট হিসেবে ইয়ারবাড এবং স্মার্টওয়াচ সবার পছন্দের তালিকায় থাকলেও কেনার সময় খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়—
ইয়ারবাড
শব্দের গুণমান
ইয়ারবাড কেনার সময় শব্দের গুণগত মান ঠিক আছে কি না। শব্দ ভালো না হলে গান, অডিও বুক—যা-ই শুনতে চাই না কেন ভালো লাগবে না। কানকে আরাম দেবে না।
অডিও কোডেক
ইয়ারবাড কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, ইয়ারবাডটি কোন অডিও কোডেক সাপোর্টেড। যেমন এসবিসি, এএসি, অ্যাডাপটিভ/এইচডি, এলডিএসি সাপোর্ট করে কি না।
ব্যাটারি লাইফ
ইয়ারবাড ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কেনার সময় জেনে নিতে হবে ইয়ারবাডের ব্যাটারি ঠিক কতক্ষণ কাজ করবে।
বিল্ড কোয়ালিটি
ইয়ারবাড কেনার সময় বিল্ড কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ সম্পর্কেও জেনে নিতে হবে।
দাম
কোন ইয়ারবাডের কেমন দাম হতে পারে, বিষয়টি জেনে বুঝে কিনতে হবে।
কলিং ফিচার
কলিং ফিচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্মার্টওয়াচগুলোতে কলিং ফিচার আছে কি নেই জেনে নিতে হবে।
ডিজাইন
স্মার্টওয়াচ কেনার সময় এর ডিজাইনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়স এবং ব্যক্তিত্বভেদে স্মার্টওয়াচ কেনার সময় তা ঠিক ঠিক মানানসই কি না কিংবা চলতি স্টাইল বা ফ্যাশনের সঙ্গে মানাচ্ছে কি না ভেবে নিতে হবে। স্কুল, কলেজ বা অফিসে পরার ক্ষেত্রে যথাযথ কি না, তা-ও ভাবনায় রেখে কিনতে হবে।
সেন্সর
স্মার্টওয়াচে এখন হার্ট-রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন মিটারসংবলিত স্মার্টওয়াচের মতো নানা সুবিধা পাওয়া যায়। দৈনন্দিন জীবনযাপনে কোন স্মার্টওয়াচে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, খোঁজখবর করে কিনলে ভালো হয়।
সব সুবিধা নিয়ে এসব গ্যাজেট পাওয়া যাচ্ছে স্টারটেকে। সুলভ মূল্যে এসব পণ্য এখান থেকে কিনলে রয়েছে হোম ডেলিভারি সুবিধা।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে