ফোনের কভার কত দ্রুত বদলাবেন, সেটি নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দ আর কভারটির বর্তমান অবস্থার ওপর। যদি কেস ভেঙে যায়, পুরোনো বা ক্ষতিগ্রস্ত হয় কিংবা ফোনের কিছু অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হলে নতুন কেস সংগ্রহের সময় হয়েছে বলে ধরে নিতে হবে।
কভার আপনার স্মার্টফোনের নিরাপত্তা বিধান এবং ব্যক্তিগত স্টাইল তুলে ধরার ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করে। কেসটির জীবৎকাল নির্ভর করে তার ব্র্যান্ড এবং ব্যবহারের ওপর। দামি ব্র্যান্ড তাদের পণ্য তৈরি করে অভঙ্গুর জিনিস (যেমন চামড়া) দিয়ে। ফলে অনেক দিন টেকসই হয়। অন্যদিকে বাজেটবান্ধব ব্র্যান্ডগুলো টেকসই হওয়ার দিকে গুরুত্ব না দিয়ে ক্রেতার ট্যাঁক সই করে বসে। আপনি যত সাবধানে ব্যবহার করুন না কেন, কত উঁচু মানের কাঁচামালে জিনিসটি তৈরি, সেসব বিবেচনায় রাখলেও অনেক সময় সেটির মেয়াদ ফুরিয়ে আসে। দুই দিকের ধার ভেঙে যায়। খানিকটা খসে পড়তে পারে। অর্থাৎ ক্ষয়ের বিভিন্ন চিহ্ন দেখা দেয় বেশ কিছুদিন ব্যবহারের পর।
মোবাইল ফোনের কভার বদলে নেওয়ার আসলে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। প্রিয় ফোনের সুরক্ষার ওপরই নির্ভর করবে সময়। প্রয়োজনের দিকে খেয়াল রেখেই আপনাকে সময়কাল নির্ধারণ করতে হবে। কভারের ডিজাইন পুরোনো হয়ে এলেও বদলে ফেলতে পারেন ফোনের নতুন চেহারা দেওয়ার জন্য। সাধারণত যে তিন কারণে ফোনের কভার বদল করা হয়, সেগুলো হলো—
সিলিকন, প্লাস্টিক, কাঠসহ বিভিন্ন উপকরণে তৈরি ফোনের কভার পাওয়া যায় বাজারে। কয়েকটি ভালো ব্র্যান্ড হচ্ছে অটারক্স ডিফেন্ডার সিরিজ, আরবান আর্মার গিয়ার, লাইফপ্রুফ ফ্রি কেস সিরিজ ও পেলিক্যান ফোন কেস। কভারের অজস্র বিকল্প আছে। প্রয়োজন ও শখ—এই দুইয়ের মিশেলে বেছে নিতে পারেন নিত্য আনন্দের রসদ, আপনার প্রিয় ফোনের কভার।
জেনে নিন
কভারের রকমসকম
বাজারে বেশ কটি জনপ্রিয় ব্যাক কভার রয়েছে। সেগুলোর মধ্যে হাইব্রিড প্লাস্টিক ব্যাক কেস কভার (ডার্ক ব্লু) দেখতেও জম্পেশ এবং বেশ শক্তপোক্ত। এ ছাড়া ওয়াটারপ্রুফ থ্রিডি প্রিমিয়াম ব্যাক কভার, মোটিভেশনাল কোট ব্যাক কভার, নেট জালি ব্যাক কভার, সফট রাবার ব্যাক কভার, আলট্রা থিন বা ক্লিয়ার ট্রান্সপারেন্ট ব্যাক কভারসহ অনেক ধরনের কভার পাওয়া যায়। এসব ব্যবহারে মোবাইল ফোনে একটি ক্যাজুয়াল লুক আসবে।
দরদাম
বেশি দামে বিক্রি হয় অ্যাপলের আইফোনের ব্যাক কভার। এসব কভার ৩০০ থেকে ১ হাজার টাকায় মিলবে। তারপরই রয়েছে স্যামসাংয়ের অবস্থান।স্যামসাংয়ের বিভিন্ন নকশার কভার পাওয়া যাবে ২৫০ থেকে ১ হাজার টাকায়। নকিয়া মোবাইলের কভার পাওয়া যাবে ২০০ থেকে ৭০০ টাকায়। এ ছাড়া সনি, শাওমি, এইচটিসি, সিম্ফোনি, ওয়ালটন, হুয়াওয়ে, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের কভার পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। কভারের দাম নির্ভর করে ধরন, ডিজাইন ও কোয়ালিটির ওপর।
কোথায় পাওয়া যাবে
মোবাইল ফোনের কভার এখন প্রায় সবখানেই পাওয়া যায়। তবে রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজা ও মোতালিব প্লাজা মোবাইল অ্যাকসেসরিজের জন্য বিখ্যাত। যাঁরা আইফোন ব্যবহার করেন, তাঁদের জন্য বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অ্যাপল গ্যালারি ভালো। এ ছাড়া দেশের প্রায় সব জেলা শহরের সুপার বা নিউমার্কেটগুলোতেও পাওয়া যাবে মোবাইল কভার।
ফোনের কভার কত দ্রুত বদলাবেন, সেটি নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দ আর কভারটির বর্তমান অবস্থার ওপর। যদি কেস ভেঙে যায়, পুরোনো বা ক্ষতিগ্রস্ত হয় কিংবা ফোনের কিছু অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হলে নতুন কেস সংগ্রহের সময় হয়েছে বলে ধরে নিতে হবে।
কভার আপনার স্মার্টফোনের নিরাপত্তা বিধান এবং ব্যক্তিগত স্টাইল তুলে ধরার ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করে। কেসটির জীবৎকাল নির্ভর করে তার ব্র্যান্ড এবং ব্যবহারের ওপর। দামি ব্র্যান্ড তাদের পণ্য তৈরি করে অভঙ্গুর জিনিস (যেমন চামড়া) দিয়ে। ফলে অনেক দিন টেকসই হয়। অন্যদিকে বাজেটবান্ধব ব্র্যান্ডগুলো টেকসই হওয়ার দিকে গুরুত্ব না দিয়ে ক্রেতার ট্যাঁক সই করে বসে। আপনি যত সাবধানে ব্যবহার করুন না কেন, কত উঁচু মানের কাঁচামালে জিনিসটি তৈরি, সেসব বিবেচনায় রাখলেও অনেক সময় সেটির মেয়াদ ফুরিয়ে আসে। দুই দিকের ধার ভেঙে যায়। খানিকটা খসে পড়তে পারে। অর্থাৎ ক্ষয়ের বিভিন্ন চিহ্ন দেখা দেয় বেশ কিছুদিন ব্যবহারের পর।
মোবাইল ফোনের কভার বদলে নেওয়ার আসলে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। প্রিয় ফোনের সুরক্ষার ওপরই নির্ভর করবে সময়। প্রয়োজনের দিকে খেয়াল রেখেই আপনাকে সময়কাল নির্ধারণ করতে হবে। কভারের ডিজাইন পুরোনো হয়ে এলেও বদলে ফেলতে পারেন ফোনের নতুন চেহারা দেওয়ার জন্য। সাধারণত যে তিন কারণে ফোনের কভার বদল করা হয়, সেগুলো হলো—
সিলিকন, প্লাস্টিক, কাঠসহ বিভিন্ন উপকরণে তৈরি ফোনের কভার পাওয়া যায় বাজারে। কয়েকটি ভালো ব্র্যান্ড হচ্ছে অটারক্স ডিফেন্ডার সিরিজ, আরবান আর্মার গিয়ার, লাইফপ্রুফ ফ্রি কেস সিরিজ ও পেলিক্যান ফোন কেস। কভারের অজস্র বিকল্প আছে। প্রয়োজন ও শখ—এই দুইয়ের মিশেলে বেছে নিতে পারেন নিত্য আনন্দের রসদ, আপনার প্রিয় ফোনের কভার।
জেনে নিন
কভারের রকমসকম
বাজারে বেশ কটি জনপ্রিয় ব্যাক কভার রয়েছে। সেগুলোর মধ্যে হাইব্রিড প্লাস্টিক ব্যাক কেস কভার (ডার্ক ব্লু) দেখতেও জম্পেশ এবং বেশ শক্তপোক্ত। এ ছাড়া ওয়াটারপ্রুফ থ্রিডি প্রিমিয়াম ব্যাক কভার, মোটিভেশনাল কোট ব্যাক কভার, নেট জালি ব্যাক কভার, সফট রাবার ব্যাক কভার, আলট্রা থিন বা ক্লিয়ার ট্রান্সপারেন্ট ব্যাক কভারসহ অনেক ধরনের কভার পাওয়া যায়। এসব ব্যবহারে মোবাইল ফোনে একটি ক্যাজুয়াল লুক আসবে।
দরদাম
বেশি দামে বিক্রি হয় অ্যাপলের আইফোনের ব্যাক কভার। এসব কভার ৩০০ থেকে ১ হাজার টাকায় মিলবে। তারপরই রয়েছে স্যামসাংয়ের অবস্থান।স্যামসাংয়ের বিভিন্ন নকশার কভার পাওয়া যাবে ২৫০ থেকে ১ হাজার টাকায়। নকিয়া মোবাইলের কভার পাওয়া যাবে ২০০ থেকে ৭০০ টাকায়। এ ছাড়া সনি, শাওমি, এইচটিসি, সিম্ফোনি, ওয়ালটন, হুয়াওয়ে, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের কভার পাওয়া যাবে ১০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। কভারের দাম নির্ভর করে ধরন, ডিজাইন ও কোয়ালিটির ওপর।
কোথায় পাওয়া যাবে
মোবাইল ফোনের কভার এখন প্রায় সবখানেই পাওয়া যায়। তবে রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজা ও মোতালিব প্লাজা মোবাইল অ্যাকসেসরিজের জন্য বিখ্যাত। যাঁরা আইফোন ব্যবহার করেন, তাঁদের জন্য বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অ্যাপল গ্যালারি ভালো। এ ছাড়া দেশের প্রায় সব জেলা শহরের সুপার বা নিউমার্কেটগুলোতেও পাওয়া যাবে মোবাইল কভার।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে