গুগলে কি-ওয়ার্ড বা ছবির মাধ্যমে সহজেই যেকোনো কিছু খুঁজে বের করা যায়। এখন তা আরও সহজ করতে গুগলে যুক্ত হচ্ছে নতুন ফিচার, যার মাধ্যমে ছবি ও টেক্সট একসঙ্গে খুঁজে বের করতে পারবেন।
গত মে মাসে গুগল জানিয়েছিল, তারা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত করছে। এটি সফল হলে অচিরেই ছবি ও লেখা একসঙ্গে সার্চ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। গত বুধবার নতুন এই ফিচারের ঘোষণা দেওয়ার মাধ্যমে গুগল পরোক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত করার বার্তাটিই দিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে ই-কমার্স ও অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ে বড় ধরনের সুবিধা পাবে অ্যালফাবেট। আগামী কয়েক মাসের মধ্যেই এই বিশেষ ফিচার গুগল লেন্স সার্চ টুলসের অন্তর্ভুক্ত হবে।
কী করা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে? গুগলের সিনিয়র বাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন রয়টার্সকে বলেন, ‘ধরুন, আপনার কাছে একটি ডিজাইনের ছবি আছে। আপনি এই ডিজাইন ব্যবহার করা কোনো টি শার্ট গুগলে খুঁজতে চাইছেন। ওই ছবির ওপর “আমি এই ডিজাইনের টি শার্ট চাই” লিখে গুগলে সার্চ দিলে এই নতুন ফিচার আপনাকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যাবে। শুধু টি শার্টই নয়, আপনি চাইলে একই ডিজাইনের মোজা, মগ বা আপনি যা চান, তা-ই খুব সহজে খুঁজে পাবেন। এ ক্ষেত্রে ব্যবহার করতে হবে গুগল লেন্স।’
এই নতুন ফিচার কোনো খোঁজার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও বেশি সহায়তা দেবে। কারণ, কখনো কখনো এমন অনেক জিনিস খুঁজতে হয়, যা শুধু ছবি বা শুধু লেখা দিয়ে খোঁজাটা কঠিন। এই ক্ষেত্রে ছবি ও লেখার সমন্বয়ে কাঙ্ক্ষিত বিষয়টি খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ধরুন আপনার বাইকের কোনো একটি অংশ ভেঙে গেছে বা অন্য কোনো কিছু নষ্ট হয়ে গেছে। সেই অংশটির ছবি তুলে ‘রিপেয়ার’ লিখে সার্চ দিলে গুগল আপনাকে এ সম্পর্কিত সমস্যা সমাধানের ভিডিওগুলো দেখাবে। সেখান থেকে সহজেই আপনি সমাধান খুঁজে নিতে পারবেন।
তা ছাড়া পণ্য কেনাও সহজ হয়ে যাবে ব্যবহারকারীদের জন্য। কারণ, কোনো পণ্যের নাম বা ছবির মাধ্যমে এখন শুধু ব্র্যান্ড নয় ওই পণ্য বিক্রি করা স্থানীয় ওয়েবসাইটের নাম খুব সহজেই পাওয়া যাবে গুগলে। ধারণা করা হচ্ছে, গুগলের নতুন এই ফিচারের কারণে ই-কমার্স সাইট আমাজন কিছুটা হলেও বিপাকে পড়বে।
গুগলে কি-ওয়ার্ড বা ছবির মাধ্যমে সহজেই যেকোনো কিছু খুঁজে বের করা যায়। এখন তা আরও সহজ করতে গুগলে যুক্ত হচ্ছে নতুন ফিচার, যার মাধ্যমে ছবি ও টেক্সট একসঙ্গে খুঁজে বের করতে পারবেন।
গত মে মাসে গুগল জানিয়েছিল, তারা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত করছে। এটি সফল হলে অচিরেই ছবি ও লেখা একসঙ্গে সার্চ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। গত বুধবার নতুন এই ফিচারের ঘোষণা দেওয়ার মাধ্যমে গুগল পরোক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত করার বার্তাটিই দিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে ই-কমার্স ও অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ে বড় ধরনের সুবিধা পাবে অ্যালফাবেট। আগামী কয়েক মাসের মধ্যেই এই বিশেষ ফিচার গুগল লেন্স সার্চ টুলসের অন্তর্ভুক্ত হবে।
কী করা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে? গুগলের সিনিয়র বাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন রয়টার্সকে বলেন, ‘ধরুন, আপনার কাছে একটি ডিজাইনের ছবি আছে। আপনি এই ডিজাইন ব্যবহার করা কোনো টি শার্ট গুগলে খুঁজতে চাইছেন। ওই ছবির ওপর “আমি এই ডিজাইনের টি শার্ট চাই” লিখে গুগলে সার্চ দিলে এই নতুন ফিচার আপনাকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যাবে। শুধু টি শার্টই নয়, আপনি চাইলে একই ডিজাইনের মোজা, মগ বা আপনি যা চান, তা-ই খুব সহজে খুঁজে পাবেন। এ ক্ষেত্রে ব্যবহার করতে হবে গুগল লেন্স।’
এই নতুন ফিচার কোনো খোঁজার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও বেশি সহায়তা দেবে। কারণ, কখনো কখনো এমন অনেক জিনিস খুঁজতে হয়, যা শুধু ছবি বা শুধু লেখা দিয়ে খোঁজাটা কঠিন। এই ক্ষেত্রে ছবি ও লেখার সমন্বয়ে কাঙ্ক্ষিত বিষয়টি খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ধরুন আপনার বাইকের কোনো একটি অংশ ভেঙে গেছে বা অন্য কোনো কিছু নষ্ট হয়ে গেছে। সেই অংশটির ছবি তুলে ‘রিপেয়ার’ লিখে সার্চ দিলে গুগল আপনাকে এ সম্পর্কিত সমস্যা সমাধানের ভিডিওগুলো দেখাবে। সেখান থেকে সহজেই আপনি সমাধান খুঁজে নিতে পারবেন।
তা ছাড়া পণ্য কেনাও সহজ হয়ে যাবে ব্যবহারকারীদের জন্য। কারণ, কোনো পণ্যের নাম বা ছবির মাধ্যমে এখন শুধু ব্র্যান্ড নয় ওই পণ্য বিক্রি করা স্থানীয় ওয়েবসাইটের নাম খুব সহজেই পাওয়া যাবে গুগলে। ধারণা করা হচ্ছে, গুগলের নতুন এই ফিচারের কারণে ই-কমার্স সাইট আমাজন কিছুটা হলেও বিপাকে পড়বে।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১২ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৪ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৫ ঘণ্টা আগে