থার্ড পার্টি অ্যাপ ছাড়া আইফোনে এতদিন কল রেকর্ড করা যেত না। তবে আইওএস ১৮.১-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে অ্যাপল। এখন সহজেই আইফোনে কল রেকর্ড করা যাবে।
ফোন অ্যাপের এই ফিচার কথোপকথন রেকর্ডিংয়ের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপশন (ভয়েস থেকে টেক্সটে রূপান্তর) তৈরি করতে পারবে। তবে এখনই সব ভাষায় ট্রান্সক্রাইব ফিচারটি কাজ করবে না। প্রাথমিকভাবে ইংরেজি (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া), স্প্যানিশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো), মান্দারিন চাইনিজ (চীন মূল ভূমি), ক্যানটোনিজ (হংকং) ও কোরিয়ান (দক্ষিণ কোরিয়া) ভাষায় কল রেকর্ডিংগুলো ট্রান্সক্রাইব হবে।
ফিচারটির মাধ্যমে কারও গোপনীয়তা বিঘ্ন হবে না। কারণ কেউ রেকর্ডিং শুরু করলে সব অংশগ্রহণকারী স্বয়ংক্রিয়ভাবে একটি ঘোষণা শুনবে। এর মাধ্যমে কলার ও রিসিভার উভয়ই জানতে পারবে যে, কল রেকর্ড হচ্ছে।
সাধারণ ফোন কল ছাড়া ফেসটাইমেও কল রেকর্ডিং ফিচারটি কাজ করবে।
ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে, সব রেকর্ডিং স্থানীয়ভাবে নোট অ্যাপে সংরক্ষণ করা হয়। এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
এ ছাড়া রেকর্ড করা কল রেকর্ডগুলোর সারসংক্ষেপও তৈরি করে দিতে পারবে অ্যাপলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। তাই দীর্ঘ কল রেকর্ড আবার শুনতে হবে না। গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে আইফোন।
আইফোনের কল রেকর্ড চালু করবেন যেভাবে
আইফোনে কল রেকর্ডের ফিচারটি ব্যবহার জন্য ডিভাইসটিতে আইওএস ১৮.১ আপডেট থাকতে হবে। এর আগের সংস্করণের অপারেটিং সিস্টেমে এই ফিচার ব্যবহার করা যাবে না।
১. আইফোনের ফোন অ্যাপকে ব্যবহার করে যে কাউকে কল করুন।
২. কল স্ক্রিনে ওপরের বাম কোনায় থাকা ‘ওয়েভফর্ম’ বা তরঙ্গের মতো আইকনে ট্যাপ করুন। এর ফলে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখা যাবে। এই কাউন্টডাউনের পাশে একটি ‘X’ চিহ্ন থাকবে। এই চিহ্নে ট্যাপ করে কল রেকর্ডিং ফিচারটি বন্ধ করা যাবে। যখন কাউন্টডাউন শেষ হবে, আইফোনে কলটি রেকর্ড করা হচ্ছে বলে একটি ঘোষণা শোনা যাবে এবং রেকর্ডিং শুরু হবে।
৩. কল রেকর্ডিং শুরু হওয়ার পর দুই উপায়ে তা বন্ধ করা যাবে। সবচেয়ে সহজ হলো লাল ‘এন্ড কল’ বাটনে ট্যাপ করা, যা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং বন্ধ করে দেয়। ফোন কলে থেকে রেকর্ডিং বন্ধ করতে চাইলে স্ক্রিনে থাকা অডিও ভিজুয়ালাইজারের পাশে লাল রঙের বাটনে ট্যাপ করতে হবে।
কল রেকর্ডিংটি খুঁজে পাবেন যেভাবে
কল রেকর্ডিংগুলো আইফোনের ‘নোটস’ অ্যাপে অডিও ফাইল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়। এর সঙ্গে রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপটগুলো যুক্ত থাকে। নোটস থেকে পছন্দমতো রেকর্ডগুলো আবার শোনা যাবে বা লিখত আকারে রেকর্ডিংগুলো ব্যবহারকারী পড়ে নিতে পারবেন। এই রেকর্ডগুলো ডিলিট বা শেয়ারও করা যাবে।
তথ্যসূত্র: টমস গাউড ও ম্যাকরিউমার
থার্ড পার্টি অ্যাপ ছাড়া আইফোনে এতদিন কল রেকর্ড করা যেত না। তবে আইওএস ১৮.১-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে অ্যাপল। এখন সহজেই আইফোনে কল রেকর্ড করা যাবে।
ফোন অ্যাপের এই ফিচার কথোপকথন রেকর্ডিংয়ের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপশন (ভয়েস থেকে টেক্সটে রূপান্তর) তৈরি করতে পারবে। তবে এখনই সব ভাষায় ট্রান্সক্রাইব ফিচারটি কাজ করবে না। প্রাথমিকভাবে ইংরেজি (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া), স্প্যানিশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো), মান্দারিন চাইনিজ (চীন মূল ভূমি), ক্যানটোনিজ (হংকং) ও কোরিয়ান (দক্ষিণ কোরিয়া) ভাষায় কল রেকর্ডিংগুলো ট্রান্সক্রাইব হবে।
ফিচারটির মাধ্যমে কারও গোপনীয়তা বিঘ্ন হবে না। কারণ কেউ রেকর্ডিং শুরু করলে সব অংশগ্রহণকারী স্বয়ংক্রিয়ভাবে একটি ঘোষণা শুনবে। এর মাধ্যমে কলার ও রিসিভার উভয়ই জানতে পারবে যে, কল রেকর্ড হচ্ছে।
সাধারণ ফোন কল ছাড়া ফেসটাইমেও কল রেকর্ডিং ফিচারটি কাজ করবে।
ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে, সব রেকর্ডিং স্থানীয়ভাবে নোট অ্যাপে সংরক্ষণ করা হয়। এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
এ ছাড়া রেকর্ড করা কল রেকর্ডগুলোর সারসংক্ষেপও তৈরি করে দিতে পারবে অ্যাপলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। তাই দীর্ঘ কল রেকর্ড আবার শুনতে হবে না। গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে আইফোন।
আইফোনের কল রেকর্ড চালু করবেন যেভাবে
আইফোনে কল রেকর্ডের ফিচারটি ব্যবহার জন্য ডিভাইসটিতে আইওএস ১৮.১ আপডেট থাকতে হবে। এর আগের সংস্করণের অপারেটিং সিস্টেমে এই ফিচার ব্যবহার করা যাবে না।
১. আইফোনের ফোন অ্যাপকে ব্যবহার করে যে কাউকে কল করুন।
২. কল স্ক্রিনে ওপরের বাম কোনায় থাকা ‘ওয়েভফর্ম’ বা তরঙ্গের মতো আইকনে ট্যাপ করুন। এর ফলে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখা যাবে। এই কাউন্টডাউনের পাশে একটি ‘X’ চিহ্ন থাকবে। এই চিহ্নে ট্যাপ করে কল রেকর্ডিং ফিচারটি বন্ধ করা যাবে। যখন কাউন্টডাউন শেষ হবে, আইফোনে কলটি রেকর্ড করা হচ্ছে বলে একটি ঘোষণা শোনা যাবে এবং রেকর্ডিং শুরু হবে।
৩. কল রেকর্ডিং শুরু হওয়ার পর দুই উপায়ে তা বন্ধ করা যাবে। সবচেয়ে সহজ হলো লাল ‘এন্ড কল’ বাটনে ট্যাপ করা, যা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং বন্ধ করে দেয়। ফোন কলে থেকে রেকর্ডিং বন্ধ করতে চাইলে স্ক্রিনে থাকা অডিও ভিজুয়ালাইজারের পাশে লাল রঙের বাটনে ট্যাপ করতে হবে।
কল রেকর্ডিংটি খুঁজে পাবেন যেভাবে
কল রেকর্ডিংগুলো আইফোনের ‘নোটস’ অ্যাপে অডিও ফাইল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়। এর সঙ্গে রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপটগুলো যুক্ত থাকে। নোটস থেকে পছন্দমতো রেকর্ডগুলো আবার শোনা যাবে বা লিখত আকারে রেকর্ডিংগুলো ব্যবহারকারী পড়ে নিতে পারবেন। এই রেকর্ডগুলো ডিলিট বা শেয়ারও করা যাবে।
তথ্যসূত্র: টমস গাউড ও ম্যাকরিউমার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
৩৮ মিনিট আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২ ঘণ্টা আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২ ঘণ্টা আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
৩ ঘণ্টা আগে