আইফোন ১৫ সিরিজসহ আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের অন্যতম ফিচার নেমড্রপ। এটি এয়ারড্রপের মত কাজ করে। এর মাধ্যমে একটি আইফোন আরেক আইফোনের কাছে রেখে কনট্যাক্ট ডিটেইলস শেয়ার করা যায়।
আইফোন ও অ্যাপলের ঘড়ি কাছাকাছি রেখেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে ঘড়ির ক্ষেত্রে এই ফিচার এ বছরের শেষদিকে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেটের প্রতিবেদন অনুসারে ফিচারটি ব্যবহারের ধাপগুলো তুলে ধরা হল।
নেমড্রপ ফিচার ব্যবহার করবেন যেভাবে
নেমড্রপ ফিচারটি ব্যবহারের জন্য আইফোনের এয়ারড্রপ ফিচারটিকেও চালু করতে হবে। এজন্য ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন। এরপর এয়ারড্রপ অপশনটি নির্বাচন করুন। এয়ারড্রপে সবার জন্য উন্মুক্ত অপশনটি চালু করে রাখতে হবে। তবে, ফোনটি আইওএস ১৭ এ আপডেট করা রয়েছে নাকি তা খেয়াল রাখতে হবে।
এখন কনট্যাক্ট ডিটেইলস শেয়ারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. নিজের আইফোনটি আরেকজনের আইফোনের ওপর ধরে রাখুন।
২. সফল পেয়ারিং হলে দুজনের ডিভাইসই আলোকিত হবে ।
৩. ডিভাইস দুইটি রাখুন এবং দুই স্ক্রিনেই নেমড্রপ অপশনটি দেখা যাবে।
৪. কনটাক্ট শেয়ার বা রিসিভ অথবা একই সঙ্গে দুইটিই নির্বাচন করতে পারবেন।
৫. প্রক্রিয়াটি বাদ দিতে চাইলে কনটাক্ট শেয়ারের পূর্বেই দুইটি ডিভাইস দূরে রাখুন।
নেমড্রপ শুধুমাত্র নতুন কনট্যাক্টের জন্য কার্যকর হবে। আগের কনট্যাক্টগুলো আপডেট হবে না। ব্যবহারকারীরা সেটিংস থেকে নেমড্রপ ফিচারটি বন্ধ করতে পারবেন।সেটিংসের জেনারেলে এ গিয়ে এয়ারড্রপের ‘ Bringing Devices Together’ অপশনটি বন্ধ করতে হবে।
আইফোন ১৫ সিরিজসহ আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের অন্যতম ফিচার নেমড্রপ। এটি এয়ারড্রপের মত কাজ করে। এর মাধ্যমে একটি আইফোন আরেক আইফোনের কাছে রেখে কনট্যাক্ট ডিটেইলস শেয়ার করা যায়।
আইফোন ও অ্যাপলের ঘড়ি কাছাকাছি রেখেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে ঘড়ির ক্ষেত্রে এই ফিচার এ বছরের শেষদিকে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেটের প্রতিবেদন অনুসারে ফিচারটি ব্যবহারের ধাপগুলো তুলে ধরা হল।
নেমড্রপ ফিচার ব্যবহার করবেন যেভাবে
নেমড্রপ ফিচারটি ব্যবহারের জন্য আইফোনের এয়ারড্রপ ফিচারটিকেও চালু করতে হবে। এজন্য ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন। এরপর এয়ারড্রপ অপশনটি নির্বাচন করুন। এয়ারড্রপে সবার জন্য উন্মুক্ত অপশনটি চালু করে রাখতে হবে। তবে, ফোনটি আইওএস ১৭ এ আপডেট করা রয়েছে নাকি তা খেয়াল রাখতে হবে।
এখন কনট্যাক্ট ডিটেইলস শেয়ারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. নিজের আইফোনটি আরেকজনের আইফোনের ওপর ধরে রাখুন।
২. সফল পেয়ারিং হলে দুজনের ডিভাইসই আলোকিত হবে ।
৩. ডিভাইস দুইটি রাখুন এবং দুই স্ক্রিনেই নেমড্রপ অপশনটি দেখা যাবে।
৪. কনটাক্ট শেয়ার বা রিসিভ অথবা একই সঙ্গে দুইটিই নির্বাচন করতে পারবেন।
৫. প্রক্রিয়াটি বাদ দিতে চাইলে কনটাক্ট শেয়ারের পূর্বেই দুইটি ডিভাইস দূরে রাখুন।
নেমড্রপ শুধুমাত্র নতুন কনট্যাক্টের জন্য কার্যকর হবে। আগের কনট্যাক্টগুলো আপডেট হবে না। ব্যবহারকারীরা সেটিংস থেকে নেমড্রপ ফিচারটি বন্ধ করতে পারবেন।সেটিংসের জেনারেলে এ গিয়ে এয়ারড্রপের ‘ Bringing Devices Together’ অপশনটি বন্ধ করতে হবে।
তিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ দিন আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১ দিন আগে