চাপে পড়লেই বাংলাদেশ বেশি ভালো খেলে, মনে করেন রমিজ
২০২৫ এশিয়া কাপে বাংলাদেশের পথচলাটা ‘রোলার-কোস্টার’-এর মতো। হার-জিতের মিশেলে চলছে লিটন দাস, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিকদের টুর্নামেন্ট। শুধু জয়ই নয়, বাংলাদেশকে মেলাতে হচ্ছে অনেক সমীকরণও। রমিজ রাজার মতে কোণঠাসা অবস্থা থেকে বাংলাদেশের মতো কম দলই ঘুরে দাঁড়াতে পারে।