মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা।
শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা।
২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা।
দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।
মার্কেতা ভন্দ্রোসভা, ওনস জাবির-দুজনের সামনেই মঞ্চ প্রস্তুত ছিল উইম্বলডনের নতুন রানি হবার। শেষ হাসি হেসেছেন ভন্দ্রোসভা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ২০২৩ উইম্বলডন জিতলেন ভন্দ্রোসভা।
শুরু থেকেই দুর্দান্ত লড়াই হয়েছে জাবির ও ভন্দ্রুসভা। ভন্দ্রোসভা সার্ভ ফেরাতে না পারায় ১-০ তে এগিয়ে যান জাবির। সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিলেন ভন্দ্রোসভা। তবে সার্ভ ধরে রাখতে না পারায় সেটে ২-০ তে পিছিয়ে যান চেক এই নারী টেনিস তারকা।
২-০ তে পিছিয়ে থেকে প্রথম সেটে দ্রুতই ঘুরে দাঁড়ান ভন্দ্রোসভা। ২-২ গেম হয়ে যায় জাবির-ভন্দ্রোসভার স্কোরলাইন। দুজনের লড়াই বেশ জমে হয়ে উঠতে থাকে। কখনো এগিয়ে যাচ্ছেন ভন্দ্রুসভা, কখনো বা জাবির। এক পর্যায়ে এই দুই টেনিস তারকা স্কোরলাইন করে ফেলেন ৪-৪। প্রতিযোগিতাপূর্ণ প্রথম সেট ৬-৪ গেমে জেতেন ভন্দ্রুসভা।
দুজনের তুমুল প্রতিযোগিতা বজায় থাকে দ্বিতীয় সেটেও। এবার শুরুতে এগিয়ে যান ভন্দ্রোসভা। চেক এই টেনিস তারকার সার্ভ ব্রেক করে সমতায় ফেরেন জাবির। সার্ভ ব্রেকের ধারাবাহিকতা ধরে রেখে খুব দ্রুতই ৩-১ এ এগিয়ে যান তিউনিস এই টেনিস তারকা। তবে এই ৩-১ এ এ বেশিক্ষণ থাকতে পারেননি জাবির। অল্প সময়ের মধ্যেই তা ৩-৩ হয়ে যায়। এরপর ব্যাকহ্যান্ড শটে ৪-৩ গেমে এগিয়ে যান জাবির। এগিয়ে থেকেও এই সেট জিততে পারেননি তিউনিস এই টেনিস তারকা। প্রথম সেটের মতো এই সেটও ৬-৪ গেমে জেতেন ভন্দ্রোসভা। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন চেক এই টেনিস তারকা।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের ঘটনা তো নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে মাঠেই মেজাজ হারান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ঘটেছে এমন ঘটনা।
২ ঘণ্টা আগেবার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ মায়ামিতে আয়োজন করার ব্যাপারে আলোচনা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। ম্যাচটি নিয়ে অনেকের নানা আপত্তি ছিল। অবশেষে খুশির খবর পাচ্ছে বার্সা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বার্সাকে দিতে যাচ্ছে মায়ামিতে খেলার অনুমতি।
২ ঘণ্টা আগেনারী ওয়ানডেতে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে একবার। ২০২২ সালে ওয়ানডে বিশ্বকাপে ওয়েলিংটনে বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ফের দেখা হচ্ছে তাদের। দুটি দলই জয় দিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করেছে।
৩ ঘণ্টা আগে২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু ১৪ টেস্ট খেলেছেন ম্যাট রেনশ। ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়ার জার্সিতে এমন অভিজ্ঞতা আগে কখনোই তাঁর হয়নি। ভারতের বিপক্ষে এবার অজি এই বাঁহাতি ব্যাটারের ফুরোচ্ছে অপেক্ষা।
৩ ঘণ্টা আগে