Ajker Patrika

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

ক্রীড়া ডেস্ক    
ফেদেরারকে ছাড়িয়ে গ্র্যান্ড স্লামের এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড জোকোভিচের। ছবি: এএফপি
ফেদেরারকে ছাড়িয়ে গ্র্যান্ড স্লামের এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড জোকোভিচের। ছবি: এএফপি

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ট্রফি কিংবা হাজার মাস্টার্স—কোন রেকর্ডেই না আছেন তিনি! সবচেয়ে বেশি সপ্তাহ র‍্যাঙ্কিং শীর্ষে থাকার রজার ফেদেরারের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার রেকর্ড বইয়ের আরও একটা পাতায় সুইস কিংবদন্তিকে আড়াল করে দিলেন সার্বিয়ান তারকা। নিজের করে নিলেন গ্র্যান্ড স্লামের এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও।

৪২৯টি ম্যাচ খেলে এত দিন এই রেকর্ডটির মালিক ছিলেন রজার ফেদেরার। আজ অস্ট্রেলিয়ান ওপেনে পর্তুগালের অবাছাই জাইমে ফারিয়ার বিপক্ষে কোর্টে খেলে ফেদেরারকে পেছনে ফেলে ৪৩০টি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়লেন জোকোভিচ।

রেকর্ড গড়ার ম্যাচটি জোকোভিচ জিতেছেন ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে। ম্যাচ শেষে নতুন রেকর্ড গড়ার অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘আমি এই খেলাকে ভালোবাসি, ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতাও। যখনই খেলতে নামি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ২০ বছরেরও বেশি সময় ধরে গ্র্যান্ড স্লামে খেলছি। হারি কিংবা জিতি, কোর্টে আমি হৃদয় নিংড়েই খেলি। আরেকটি রেকর্ড গড়তে পেরে সৌভাগ্যবান মনে করছি। গ্র্যান্ড স্লাম ম্যাচ এবং গ্র্যান্ড স্লাম শিরোপা আমাদের খেলাটায় বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এ (রেকর্ড গড়তে পেরে) নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

আরেক ম্যাচে কার্লোস আলকারাজ ৬-০, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে। জিততে সময় নিয়েছেন মাত্র ৮১ মিনিট। জোকোর সঙ্গে এই স্প্যানিশ তারকাও নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত