নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম শিরোপা।
প্রথম সেট ৬-৪ গেমে জিতে গেলেন কার্লোস আলকারাস। তখন মনে হয়েছিল এবারও উইম্বলডনের শিরোপা জিতবেন বাইশ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। জায়গা করে নেবেন রজার ফেদেরার, বিয়ন বোর্গ, পিট সাম্প্রাসদের কাতারে। যারা কমপক্ষে টানা তিনটি করে উইম্বলডন জিতেছেন। কিন্তু প্রতিপক্ষ এই প্রজন্মের ‘ঝঞ্ঝার মতো উদ্দাম’ ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার, তখন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না।
গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও লড়েছিলেন কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনার। সেই টুর্নামেন্টের রেকর্ড ৫ ঘণ্টা ২৯ মিনিট লম্বা লড়াইয়ে শেষ কাব্যিক সে ফাইনালটি জিতেছিলেন আলকারাসই। কিন্তু গতকাল সেন্টার কোর্টে এগিয়ে গিয়েও জিততে পারলেন না স্প্যানিশ তারকা। এদিন অবশ্য এই প্রজন্মের সেরা দুই তারকার লড়াইটি স্থায়ী হয়েছিল ৩ ঘণ্টা ৪মিনিট।
প্রথম সেটে পিছিয়ে পড়া সিনার পরের দুটি সেট জেতেন ৬-৪,৬-৪ গেমে। সিনারের প্রবল প্রতিরোধের মুখে কিছু অপ্রস্তুতও হয়ে পড়েন আলকালাস। শেষ পর্যন্ত তিনি হেরে যান। এই হারে উইম্বলডনে টানা তিনটি শিরোপা জেতা হলো না। তবে তাঁর বয়স খুব কম। কে জানে একদিন হয়তো হতেও পারে।
আলকারাসের এই হার কিংবা সিনারের এই জয় ছাপিয়ে সামনে এসেছে দুজনের ব্যক্তি দ্বৈরথ। ব্যক্তি দ্বৈরথ সব সময়ই সব খেলারই প্রাণ। ফুটবলে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানোর দ্বৈরথ এক সময় ছিল ফুটবলের বড় আকর্ষন। অ্যাথলেটিকসে এক সময় ছিল কার্ল লুইস-বেন জনসন, কিংবা উসাইন বোল্ট-জাস্টিন গ্যাটলিন দ্বৈরথ। টেনিসেও ফেদেরার-নাদাল, নাদাল-জোকোভিচ মাতিয়ে রাখত টেনিসকে। বিশ্ব টেনিসে এখন এসে গেছে সিনার-আলকারাস দ্বৈরথ।
উন্মুক্ত যুগের টেনিসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর দ্বিতীয় জুটি হিসেবে একই মৌসুমের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠে এসেছিলেন সিনার-আলকারাস।
এখন থেকে আরও গ্র্যান্ড স্লামের ফাইনালে এই জুটিকে দেখার আশা করাটা একটু বাড়াবাড়ি হবে না।
ইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম শিরোপা।
প্রথম সেট ৬-৪ গেমে জিতে গেলেন কার্লোস আলকারাস। তখন মনে হয়েছিল এবারও উইম্বলডনের শিরোপা জিতবেন বাইশ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। জায়গা করে নেবেন রজার ফেদেরার, বিয়ন বোর্গ, পিট সাম্প্রাসদের কাতারে। যারা কমপক্ষে টানা তিনটি করে উইম্বলডন জিতেছেন। কিন্তু প্রতিপক্ষ এই প্রজন্মের ‘ঝঞ্ঝার মতো উদ্দাম’ ২৩ বছর বয়সী ইয়ানিক সিনার, তখন ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যায় না।
গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও লড়েছিলেন কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনার। সেই টুর্নামেন্টের রেকর্ড ৫ ঘণ্টা ২৯ মিনিট লম্বা লড়াইয়ে শেষ কাব্যিক সে ফাইনালটি জিতেছিলেন আলকারাসই। কিন্তু গতকাল সেন্টার কোর্টে এগিয়ে গিয়েও জিততে পারলেন না স্প্যানিশ তারকা। এদিন অবশ্য এই প্রজন্মের সেরা দুই তারকার লড়াইটি স্থায়ী হয়েছিল ৩ ঘণ্টা ৪মিনিট।
প্রথম সেটে পিছিয়ে পড়া সিনার পরের দুটি সেট জেতেন ৬-৪,৬-৪ গেমে। সিনারের প্রবল প্রতিরোধের মুখে কিছু অপ্রস্তুতও হয়ে পড়েন আলকালাস। শেষ পর্যন্ত তিনি হেরে যান। এই হারে উইম্বলডনে টানা তিনটি শিরোপা জেতা হলো না। তবে তাঁর বয়স খুব কম। কে জানে একদিন হয়তো হতেও পারে।
আলকারাসের এই হার কিংবা সিনারের এই জয় ছাপিয়ে সামনে এসেছে দুজনের ব্যক্তি দ্বৈরথ। ব্যক্তি দ্বৈরথ সব সময়ই সব খেলারই প্রাণ। ফুটবলে লিওনেল মেসি-ক্রিস্টিয়ানোর দ্বৈরথ এক সময় ছিল ফুটবলের বড় আকর্ষন। অ্যাথলেটিকসে এক সময় ছিল কার্ল লুইস-বেন জনসন, কিংবা উসাইন বোল্ট-জাস্টিন গ্যাটলিন দ্বৈরথ। টেনিসেও ফেদেরার-নাদাল, নাদাল-জোকোভিচ মাতিয়ে রাখত টেনিসকে। বিশ্ব টেনিসে এখন এসে গেছে সিনার-আলকারাস দ্বৈরথ।
উন্মুক্ত যুগের টেনিসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পর দ্বিতীয় জুটি হিসেবে একই মৌসুমের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠে এসেছিলেন সিনার-আলকারাস।
এখন থেকে আরও গ্র্যান্ড স্লামের ফাইনালে এই জুটিকে দেখার আশা করাটা একটু বাড়াবাড়ি হবে না।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৯ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৬ ঘণ্টা আগে