ক্রীড়া ডেস্ক
বয়স মাত্র ২৩। এই বয়সেই খেলে ফেলেছেন ১১টি গ্র্যান্ড স্লাম। অবশ্য ইভা লিসের গ্র্যান্ড স্লাম মানেই প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া। শুধু একবারই প্রথম রাউন্ডের বৈতরণি পেরিয়ে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। এবং সেটি ২০২৩ সালে ইউএস ওপেনে। সে হিসেবে এবার তো ইতিহাসই গড়ে ফেলেছেন লিস; উঠে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে!
অথচ তাঁর অস্ট্রেলিয়ান ওপেনের মূল মঞ্চে খেলার কথা-ই ছিল না। বাছাইয়ের শেষ রাউন্ডে হেরে যাওয়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলার সুযোগ শেষ হয়ে গিয়েছিল তাঁর। ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। বুকিং করা ছিল ফ্লাইটও। তারপরও মনে ক্ষীণ একটা আশার প্রদীপ জালিয়ে রেখেছিলেন—যদি কেউ অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ায়!
লিসের ক্ষীণ সে আশাটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখে যখন ১৩তম বাছাই আনা কালিন্সকায়া টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন নিজেকে। ভাগ্যক্রমে পাওয়া এই সুযোগটাকে দারুণ কাজে লাগিয়েছেন লিস। প্রথম রাউন্ডে ৬-২, ৬-২ সেটে হারিয়ে দেন কিম্বালি বিরেলকে। এরপর দ্বিতীয় রাউন্ডে গতকাল ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে দিলেন ফ্রান্সের ভারভারা গ্রাচেভাকে। বাছাইপর্বেই যিনি নিতে যাচ্ছিলেন বিদায়, সেই লিসের চোখে এখন আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন। এবার তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের ৮২তম অবস্থানে থাকা জ্যাকলিন ক্রিস্টিয়ান।
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে আসাটাই লিসের কাছে একটা স্বপ্নযাত্রার মতো। গ্রাচেভার বিপক্ষে জয়ের পর বললেন, ‘আমি মনে করি না, এখনো এর (স্বপ্নযাত্রা) বর্ণনা করার মতো শব্দ আমার কাছে আছে।’
বাছাইয়ের শেষ রাউন্ডে হারের পর যখন জানতে পারেন, মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন তিনি, তার ১০ মিনিটের মধ্যেই কোর্টে নেমে পড়তে হয়েছে তাঁকে। লিসের ভাষায়, ‘ম্যাচের পোশাক পরে ছিলাম না আমি। দ্রুত লকার রুমে গিয়ে পোশাক পাল্টাই। তাই কোনো প্রস্তুতির সুযোগ পাইনি।’
তারপরও লিস উঠে এসেছেন তৃতীয় রাউন্ডে। উঠে আসবেনই তো। তাঁর রক্তেও যে মিশে আছে টেনিস! বাবা ভ্লামিদির ছিলেন ইউক্রেনের ডেভিস কাপ দলের সদস্য। ইউক্রেনের কিয়েভে জন্ম লিসের। ২ বছর বয়সেই পরিবারের সঙ্গে পাড়ি জমান জার্মানিতে। বাবার হাত ধরেই টেনিস হাতেখড়ি।
এত দিন লিসকে সবাই চিনতেন ভ্লাদিমিরের মেয়ে বলে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে ভালো করার পর অনেকেই হয়তো ভ্লাদিমিরকে দেখে বললেন ইনি লিসের বাবা!
বয়স মাত্র ২৩। এই বয়সেই খেলে ফেলেছেন ১১টি গ্র্যান্ড স্লাম। অবশ্য ইভা লিসের গ্র্যান্ড স্লাম মানেই প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া। শুধু একবারই প্রথম রাউন্ডের বৈতরণি পেরিয়ে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। এবং সেটি ২০২৩ সালে ইউএস ওপেনে। সে হিসেবে এবার তো ইতিহাসই গড়ে ফেলেছেন লিস; উঠে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে!
অথচ তাঁর অস্ট্রেলিয়ান ওপেনের মূল মঞ্চে খেলার কথা-ই ছিল না। বাছাইয়ের শেষ রাউন্ডে হেরে যাওয়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলার সুযোগ শেষ হয়ে গিয়েছিল তাঁর। ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। বুকিং করা ছিল ফ্লাইটও। তারপরও মনে ক্ষীণ একটা আশার প্রদীপ জালিয়ে রেখেছিলেন—যদি কেউ অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ায়!
লিসের ক্ষীণ সে আশাটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখে যখন ১৩তম বাছাই আনা কালিন্সকায়া টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন নিজেকে। ভাগ্যক্রমে পাওয়া এই সুযোগটাকে দারুণ কাজে লাগিয়েছেন লিস। প্রথম রাউন্ডে ৬-২, ৬-২ সেটে হারিয়ে দেন কিম্বালি বিরেলকে। এরপর দ্বিতীয় রাউন্ডে গতকাল ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে দিলেন ফ্রান্সের ভারভারা গ্রাচেভাকে। বাছাইপর্বেই যিনি নিতে যাচ্ছিলেন বিদায়, সেই লিসের চোখে এখন আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন। এবার তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের ৮২তম অবস্থানে থাকা জ্যাকলিন ক্রিস্টিয়ান।
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে আসাটাই লিসের কাছে একটা স্বপ্নযাত্রার মতো। গ্রাচেভার বিপক্ষে জয়ের পর বললেন, ‘আমি মনে করি না, এখনো এর (স্বপ্নযাত্রা) বর্ণনা করার মতো শব্দ আমার কাছে আছে।’
বাছাইয়ের শেষ রাউন্ডে হারের পর যখন জানতে পারেন, মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন তিনি, তার ১০ মিনিটের মধ্যেই কোর্টে নেমে পড়তে হয়েছে তাঁকে। লিসের ভাষায়, ‘ম্যাচের পোশাক পরে ছিলাম না আমি। দ্রুত লকার রুমে গিয়ে পোশাক পাল্টাই। তাই কোনো প্রস্তুতির সুযোগ পাইনি।’
তারপরও লিস উঠে এসেছেন তৃতীয় রাউন্ডে। উঠে আসবেনই তো। তাঁর রক্তেও যে মিশে আছে টেনিস! বাবা ভ্লামিদির ছিলেন ইউক্রেনের ডেভিস কাপ দলের সদস্য। ইউক্রেনের কিয়েভে জন্ম লিসের। ২ বছর বয়সেই পরিবারের সঙ্গে পাড়ি জমান জার্মানিতে। বাবার হাত ধরেই টেনিস হাতেখড়ি।
এত দিন লিসকে সবাই চিনতেন ভ্লাদিমিরের মেয়ে বলে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে ভালো করার পর অনেকেই হয়তো ভ্লাদিমিরকে দেখে বললেন ইনি লিসের বাবা!
হারারে থেকে চট্টগ্রাম—দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে প্রায় চার বছর। ২০২১ সালে হারারেতে সাদমান ইসলাম টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এরপর ২৬ ইনিংসে পাননি সেঞ্চুরির দেখা। অবশেষে আজ সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদমান তুলে নিলেন
১৫ মিনিট আগেচেহারার মধ্যে তাঁর শিশুসুলভ সারল্য। বলা হচ্ছে বৈভব সূর্যবংশীর কথা। অথচ, সূর্যবংশীর ব্যাটিং দেখে কে বলবেন, তাঁর বয়স ১৪। চারের চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মনে হয় যেন তিনি ভিডিও গেমস খেলছেন।
৩৪ মিনিট আগেযে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনী।
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদকে ভড়কে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল আর্সেনাল। আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্সেনাল-পিএসজি। ডিপিএলে সুপার লিগে খেলছে আবাহনী-মোহামেডান। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের
২ ঘণ্টা আগে