সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর উইম্বলডনে নিজেকে ফেবারিট হিসেবে ঘোষণা করেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা যে ভুল বলেননি তার প্রমাণ পাওয়া গেল সেমিতে।
আজ শেষ চারে জানিক সিনারকে সরাসরি ৬–৩,৬–৪, ৭–৬ (৭–৪) ব্যবধানে হারিয়ে উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। টুর্নামেন্টের ইতিহাসে ৯ তম বারের মতো ফাইনালে উঠলেন তিনি। সঙ্গে সব মিলিয়ে গ্র্যান্ড স্লামের ইতিহাসে নারী–পুরুষ মিলিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ৩৫ তম বারের মতো ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। ৩৪ বার নিয়ে দুইয়ে আছেন আমেরিকান নারী টেনিস কিংবদন্তি ক্রিস এভার্ট।
বয়সের হিসেবে টেনিসের উন্মুক্ত যুগে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। ৩৬ বছর বয়সী তারকার আগে সুইস কিংবদন্তি রজার ফেদেরার উঠেছিলেন ৩৭ বছর বয়সে। আর সর্বোচ্চ ৩৯ বছর বয়সে ফাইনালে উঠে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি কিন রোসেওয়াল।
সিনারের বিপক্ষে সেমিফাইনালের জয়টি অল ইংল্যান্ড ক্লাবে জোকোভিচের টানা ৩৪ তম। ইতালির ২১ বছর বয়সী তারকাকে সরাসরি সেটে হারানোর ম্যাচে দাঁড়াতেই দেননি দ্বিতীয় বাছাই জোকোভিচ। প্রথম দুই সেটে ৬–৩ ও ৬–৪ ব্যবধানে হেরে যাওয়ার পর অবশ্য তৃতীয় সেটে প্রতিরোধ গড়ে তুলেন সিনার। সেটকে টাইব্রেকারে নিয়ে গেলেও পরাজয় মেনে নিতে হয় তাঁকে। এ সেটে ৭–৬ (৭–৪) ব্যবধানে জয় সার্বিয়ান তারকা।
এ জয়ে ফেদেরারকে স্পর্শ করার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। এখন পর্যন্ত উইম্বলডনে ৮টি শিরোপা জিতেছেন ২১ গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তি। এবার তাঁর সঙ্গী হওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি। বর্তমানে ২৩ গ্র্যান্ড স্লাম জিতে ছেলের শীর্ষে আছেন তিনি।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর উইম্বলডনে নিজেকে ফেবারিট হিসেবে ঘোষণা করেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা যে ভুল বলেননি তার প্রমাণ পাওয়া গেল সেমিতে।
আজ শেষ চারে জানিক সিনারকে সরাসরি ৬–৩,৬–৪, ৭–৬ (৭–৪) ব্যবধানে হারিয়ে উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। টুর্নামেন্টের ইতিহাসে ৯ তম বারের মতো ফাইনালে উঠলেন তিনি। সঙ্গে সব মিলিয়ে গ্র্যান্ড স্লামের ইতিহাসে নারী–পুরুষ মিলিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ৩৫ তম বারের মতো ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। ৩৪ বার নিয়ে দুইয়ে আছেন আমেরিকান নারী টেনিস কিংবদন্তি ক্রিস এভার্ট।
বয়সের হিসেবে টেনিসের উন্মুক্ত যুগে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। ৩৬ বছর বয়সী তারকার আগে সুইস কিংবদন্তি রজার ফেদেরার উঠেছিলেন ৩৭ বছর বয়সে। আর সর্বোচ্চ ৩৯ বছর বয়সে ফাইনালে উঠে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি কিন রোসেওয়াল।
সিনারের বিপক্ষে সেমিফাইনালের জয়টি অল ইংল্যান্ড ক্লাবে জোকোভিচের টানা ৩৪ তম। ইতালির ২১ বছর বয়সী তারকাকে সরাসরি সেটে হারানোর ম্যাচে দাঁড়াতেই দেননি দ্বিতীয় বাছাই জোকোভিচ। প্রথম দুই সেটে ৬–৩ ও ৬–৪ ব্যবধানে হেরে যাওয়ার পর অবশ্য তৃতীয় সেটে প্রতিরোধ গড়ে তুলেন সিনার। সেটকে টাইব্রেকারে নিয়ে গেলেও পরাজয় মেনে নিতে হয় তাঁকে। এ সেটে ৭–৬ (৭–৪) ব্যবধানে জয় সার্বিয়ান তারকা।
এ জয়ে ফেদেরারকে স্পর্শ করার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। এখন পর্যন্ত উইম্বলডনে ৮টি শিরোপা জিতেছেন ২১ গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তি। এবার তাঁর সঙ্গী হওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি। বর্তমানে ২৩ গ্র্যান্ড স্লাম জিতে ছেলের শীর্ষে আছেন তিনি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৩ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৪ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৫ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৬ ঘণ্টা আগে