স্পোর্টস ডেস্ক
আবারও মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন অ্যাশলে বার্টি। আজ শনিবার মায়ামি ওপেনের ফাইনালে বিয়াঙ্কা আন্দ্রেস্কু যখন চোটে পড়েন তিনি তখন ৬-৩, ২-০ গেমে পিছিয়ে। পরে কানাডিয়ান টেনিস তারকা বেশিক্ষণ খেলা চালাতে না পারায় ৬-৩ ,৪-০ গেমে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত হয় বার্টির।
মায়ামি ওপেনের ফাইনালে অসাধারণ শুরু করেন বার্টি। দুর্দান্ত সার্ভ, ফোরহ্যান্ড শটে প্রতিপক্ষ আন্দ্রেস্কুর ওপর এক ঘণ্টা খুব ভালোই আধিপত্য বিস্তার করেন। আন্দ্রেস্কুর চেয়ে ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন অস্ট্রেলীয় টেনিস তারকা।
দ্বিতীয় সেটে আন্দ্রেস্কু ডাবল ব্রেক করতে গিয়েই ঘটে বিপত্তি। বল তাড়া করতে গিয়ে বসে পড়েন। চোট পান ডান পায়ের গোঁড়ালিতে। চিকিৎসা নেওয়ার পরও দীর্ঘক্ষণ খেলতে না পারায় ৬-৩, ৪-০ গেমে এগিয়ে শিরোপা জেতেন বার্টি। জয়ের পর উচ্ছ্বসিত অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘নতুন করে প্রমাণের কিছু নেই। আমি শীর্ষস্থানে থাকার যোগ্য।’
আন্দ্রেস্কুর চোট নিয়ে অবশ্য খারাপ লাগছে বার্টির, ‘এভাবে খেলা শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। আন্দ্রেস্কুর কথা ভেবে খারাপ লাগছে। ক্যারিয়ারের শুরু থেকেই সে অনেক চোটে ভুগছিল।’
এই হারে স্বাভাবিকভাবেই মনটা খারাপ আন্দ্রেস্কুর। কঠিন সময়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ব্যাপারে কানাডিয়ান টেনিস তারকা বলেছেন, ‘এভাবে কেউ খেলা শেষ করতে চাইবে না। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে খেলেছি। হাঁটুর চোট কাটিয়ে খেলা সহজ ছিল না কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম এবং হাল ছাড়িনি। সব সময় মাথা উঁচু করে রাখবেন। কখনো হাল ছাড়বেন না।’
আবারও মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন অ্যাশলে বার্টি। আজ শনিবার মায়ামি ওপেনের ফাইনালে বিয়াঙ্কা আন্দ্রেস্কু যখন চোটে পড়েন তিনি তখন ৬-৩, ২-০ গেমে পিছিয়ে। পরে কানাডিয়ান টেনিস তারকা বেশিক্ষণ খেলা চালাতে না পারায় ৬-৩ ,৪-০ গেমে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত হয় বার্টির।
মায়ামি ওপেনের ফাইনালে অসাধারণ শুরু করেন বার্টি। দুর্দান্ত সার্ভ, ফোরহ্যান্ড শটে প্রতিপক্ষ আন্দ্রেস্কুর ওপর এক ঘণ্টা খুব ভালোই আধিপত্য বিস্তার করেন। আন্দ্রেস্কুর চেয়ে ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন অস্ট্রেলীয় টেনিস তারকা।
দ্বিতীয় সেটে আন্দ্রেস্কু ডাবল ব্রেক করতে গিয়েই ঘটে বিপত্তি। বল তাড়া করতে গিয়ে বসে পড়েন। চোট পান ডান পায়ের গোঁড়ালিতে। চিকিৎসা নেওয়ার পরও দীর্ঘক্ষণ খেলতে না পারায় ৬-৩, ৪-০ গেমে এগিয়ে শিরোপা জেতেন বার্টি। জয়ের পর উচ্ছ্বসিত অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘নতুন করে প্রমাণের কিছু নেই। আমি শীর্ষস্থানে থাকার যোগ্য।’
আন্দ্রেস্কুর চোট নিয়ে অবশ্য খারাপ লাগছে বার্টির, ‘এভাবে খেলা শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। আন্দ্রেস্কুর কথা ভেবে খারাপ লাগছে। ক্যারিয়ারের শুরু থেকেই সে অনেক চোটে ভুগছিল।’
এই হারে স্বাভাবিকভাবেই মনটা খারাপ আন্দ্রেস্কুর। কঠিন সময়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ব্যাপারে কানাডিয়ান টেনিস তারকা বলেছেন, ‘এভাবে কেউ খেলা শেষ করতে চাইবে না। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে খেলেছি। হাঁটুর চোট কাটিয়ে খেলা সহজ ছিল না কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম এবং হাল ছাড়িনি। সব সময় মাথা উঁচু করে রাখবেন। কখনো হাল ছাড়বেন না।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১১ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১১ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১৩ ঘণ্টা আগে