Ajker Patrika

দর্শকশূন্য স্টেডিয়ামেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

দর্শকশূন্য স্টেডিয়ামেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

করোনায় অলিম্পিক পিছিয়ে দিয়েছিল এক বছর। টোকিওতে অলিম্পিকের এবারের আয়োজন নিয়েও শুরু থেকেই ছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার কালো মেঘ দূরে ঠেলে সীমিত আয়োজন আর দর্শকশূন্য গ্যালারিতেই হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ উদ্বোধনী অনুষ্ঠান।

জাপানের টোকিওতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই জাপানের প্রতিনিধিরা তাদের জাতীয় পতাকা হাতে স্টেডিয়ামে ঢোকেন। করোনায় বিশ্বজুড়ে প্রাণ হারানো মানুষদের স্মরণে নীরবতা পালন করা হয়। ৬৮ হাজার আসনের জাতীয় স্টেডিয়াম তখন খাঁ খাঁ করছে দর্শকশূন্যতায়। পরে জাপানের অক্ষর অনুযায়ী মার্চ পাস্টে অংশ নেয় দেশগুলো।

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ক্রীড়াযজ্ঞে আছে বাংলাদেশের উপস্থিতিও। সব মিলিয়ে টোকিওতে লাল–সবুজ পতাকার প্রতিনিধিত্ব করছেন ছয়জন। আর্চারিতে রোমান সানা ও দিয়া সিদ্দিকী, অ্যাথলেটিকসে জহির রায়হান, সাঁতারে আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং শুটিংয়ে আবদুল্লাহ হেল বাকি। বিশ্বসেরা তারকাদের পাশাপাশি দেশীয় এই ছয় তারকার ওপরও চোখ থাকবে বাংলাদেশি দর্শকদের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাপানের সম্রাট নারুহিতো। ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত