Ajker Patrika

ক্রীড়া বাজেট কমেছে ৩৫৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১০: ৪৯
ক্রীড়া বাজেট কমেছে ৩৫৬ কোটি টাকা

ঢাকা: ২০২০–২১ অর্থবছরে দেশের ক্রীড়া খাতে উন্নয়ন ব্যয় ছিল ২৩৩ কোটি টাকা। মোট বাজেট ছিল ১ হাজার ৪৭৮ কোটি টাকার। ২০২১-২২ প্রস্তাবিত বাজেটে অবকাঠামোগত উন্নয়নে ব্যয় বাড়লেও কমেছে টাকার অঙ্ক। এবার ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১২২ কোটি টাকা, গত বছরের তুলনায় যা ৩৫৬ কোটি টাকা কম। 

৫ বছরের সবচেয়ে কম বাজেট 
করোনায় বিপর্যস্ত অর্থনীতিতে মোট বাজেটের পরিমাণ বাড়লেও ক্রীড়া খাতে কাটছাঁট হবে—গত কদিন শোনা যাচ্ছিল এটি। অনুমানটাই সত্যি হয়েছে। কাল জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১২২ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে ক্রীড়া উন্নয়ন ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৮০ কোটি টাকা, যার অধিকাংশ ব্যয় হবে অবকাঠামোগত খাতে। মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৮৪২ কোটি টাকা।

Untitled-3গত বছরের ফেব্রুয়ারিতে করোনা মহামারির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর প্রায় তিন মাস থমকে পড়েছিল দেশের অর্থনীতি। নড়বড়ে পরিস্থিতিতেও যুব ও ক্রীড়া খাতে ১৪৭৮ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। ২০১৯-২০ অর্থবছরের তুলনায় যেটি ছিল ১ দশমিক ৫ শতাংশ বেশি। পরে অবশ্য সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ কমে দাঁড়ায় ১ হাজার ১২৭ কোটি টাকায়।

সর্বশেষ পাঁচ বছরের এবারই সবচেয়ে কম বরাদ্দ পেল ক্রীড়া খাত। ২০১৭-১৮ অর্থবছরে এই খাতে বরাদ্দ করা হয়েছিল ১ হাজার ৩২৭ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ছিল ৩২৭ কোটি টাকা। পরের বছর ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে বরাদ্দ বেড়েছিল ১ হাজার ৪৯৮ কোটি টাকা। কিন্তু কমেছিল উন্নয়ন ব্যয়। ২০১৯-২০ বাজেট দেওয়া হয়েছিল ১ হাজার ৪৮৯ কোটি টাকা।

সব মিলিয়ে এবার বাজেট কমলেও করোনা পরিস্থিতিতেও উন্নয়ন বরাদ্দ ইতিবাচকই বলতে হবে। গত পাঁচ বছরে ক্রীড়াঙ্গনে বাজেটের আকার বাড়লেও কমছিল অবকাঠামোগত ব্যয়। ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন ব্যয় ছিল ২১৪ কোটি। পরের বছর বরাদ্দ হয়েছিল ২৩৩ কোটি টাকার। এবারের অর্থবছরে প্রস্তাবিত বাজেটে পরিমাণ বাড়ানো হয়েছে ৪৭ কোটি টাকা।

কোথায় হবে খরচ 
উন্নয়ন ব্যয় বাড়ার পেছনে অন্যতম কারণ ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’। ১৮৬টি উপজেলায় চলছে এ ধরনের স্টেডিয়াম নির্মাণ। কাল অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশজুড়ে আধুনিক স্টেডিয়াম, জিমনেশিয়ামসহ ১৪টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তাই বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়। গতানুগতিক বাজেটের এবারের চমক বলতে এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম। বরাদ্দের বাকি অংশ খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের পেছনে ব্যয়ের পরিকল্পনা আছে ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে অর্থ ব্যয়ে এবার সতর্ক অবস্থানে ক্রীড়া মন্ত্রণালয়। প্রস্তাবিত বরাদ্দ কমে যেতে পারে সংশোধিত বাজেটে। বরাদ্দকৃত অর্থ কোন খাতে, কীভাবে ব্যয় হবে সেদিকে এবার সতর্ক নজর রাখবে অর্থ মন্ত্রণালয়।

বরাদ্দ অর্থ কমতে পারে ফুটবলে। নতুন স্বপ্ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে ৫০ কোটি টাকার বাজেট চেয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে গত দুই অর্থবছরে বাফুফের ব্যয়ে খুশি নয় অর্থ মন্ত্রণালয়। আর অন্য ফেডারেশনগুলোর জন্য রাখা হয়েছে পুরস্কারের ব্যবস্থা। কোনো ফেডারেশনের খেলোয়াড়েরা ভালো করলে দেওয়া হবে বাড়তি অর্থ বরাদ্দ। একইভাবে পরের বছর হিসাবে গরমিল মিললে কমে যাবে বরাদ্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত