দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনি বীর যোদ্ধা। একজন যোদ্ধা যে জীবনের শেষ পর্যন্ত লড়ে যান তারই অনন্য নজির গড়লেন ১০০ বছর বয়সী দৌড়বিদ লেস্টার রাইট। দৌড়ে গড়েছেন ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড।
শতবর্ষীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বছরই আয়োজন করা হয় পেন রিলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা। শুক্রবার ২৬.৩৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টের সাত বছরে পুরোনো রেকর্ড ভেঙেছেন লেস্টার। ২০১৫ সালে ২৬.৯৯ সেকেন্ড টাইমিংয়ে আগের রেকর্ডটি ছিল ডোনাল্ড পেলম্যানের। ২০১১ সালে ব্রিটেনের শতবর্ষী ফৌজা সিং ২৩.৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করলেও তার রেকর্ডটি ছিল অনানুষ্ঠানিক।
৮০ বছরের দৌড় ক্যারিয়ার লেস্টারের। ১৯৩০ সালের দিকে ছিলেন পেশাদার দৌড়বিদ । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যোগ দেন যুদ্ধে। ফ্রান্সের নরম্যান্ডি ও বোগের লড়াইয়ে লড়েছেন বীরত্বের সঙ্গে। সার্জেন্ট পদে অবসরের পর নিয়মিত দৌড় চালিয়ে গেছেন। স্ত্রী অ্যাডেলের সঙ্গে তার ৮০ বছরের সংসার। স্ত্রীকে নিয়ে ব্যবসা চালিয়ে গেছেন ৪০ বছরের বেশি সময় ধরে। সেই ব্যবসার দায়িত্ব এখন তার নাতির সন্তানের হাতে।
দৌড়ের মতো স্মৃতিটাও বেশ টনটনে লেস্টারের। শতবর্ষে রেকর্ড ভাঙার পর বললেন, ‘যখন আপনি কোনো দৌড়ে নামবেন সেটা প্রথম হওয়ার হওয়ার জন্যই নামবেন। আমি জানি না মানুষ কেন দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য দৌড়ায়।’ একই সঙ্গে জানিয়ে দিলেন ২০২৩ সালে নিজের রেকর্ড ভাঙার জন্যই আবারও এই ট্র্যাকে নামবেন তিনি!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনি বীর যোদ্ধা। একজন যোদ্ধা যে জীবনের শেষ পর্যন্ত লড়ে যান তারই অনন্য নজির গড়লেন ১০০ বছর বয়সী দৌড়বিদ লেস্টার রাইট। দৌড়ে গড়েছেন ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড।
শতবর্ষীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বছরই আয়োজন করা হয় পেন রিলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতা। শুক্রবার ২৬.৩৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টের সাত বছরে পুরোনো রেকর্ড ভেঙেছেন লেস্টার। ২০১৫ সালে ২৬.৯৯ সেকেন্ড টাইমিংয়ে আগের রেকর্ডটি ছিল ডোনাল্ড পেলম্যানের। ২০১১ সালে ব্রিটেনের শতবর্ষী ফৌজা সিং ২৩.৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করলেও তার রেকর্ডটি ছিল অনানুষ্ঠানিক।
৮০ বছরের দৌড় ক্যারিয়ার লেস্টারের। ১৯৩০ সালের দিকে ছিলেন পেশাদার দৌড়বিদ । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যোগ দেন যুদ্ধে। ফ্রান্সের নরম্যান্ডি ও বোগের লড়াইয়ে লড়েছেন বীরত্বের সঙ্গে। সার্জেন্ট পদে অবসরের পর নিয়মিত দৌড় চালিয়ে গেছেন। স্ত্রী অ্যাডেলের সঙ্গে তার ৮০ বছরের সংসার। স্ত্রীকে নিয়ে ব্যবসা চালিয়ে গেছেন ৪০ বছরের বেশি সময় ধরে। সেই ব্যবসার দায়িত্ব এখন তার নাতির সন্তানের হাতে।
দৌড়ের মতো স্মৃতিটাও বেশ টনটনে লেস্টারের। শতবর্ষে রেকর্ড ভাঙার পর বললেন, ‘যখন আপনি কোনো দৌড়ে নামবেন সেটা প্রথম হওয়ার হওয়ার জন্যই নামবেন। আমি জানি না মানুষ কেন দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য দৌড়ায়।’ একই সঙ্গে জানিয়ে দিলেন ২০২৩ সালে নিজের রেকর্ড ভাঙার জন্যই আবারও এই ট্র্যাকে নামবেন তিনি!
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৩৭ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৩ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে