মোস্তাফিজুর রহমান ২০২৪ আইপিএলে দারুণ ফর্মে আছেন। মাঠে নামলেই যেন উইকেট তাঁর কাছে ধরা দেয়। সর্বোচ্চ উইকেট শিকারীর ‘পার্পল ক্যাপ’ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে অন্য বোলারদের বেশ টক্কর চলছে।
চেন্নাই সবশেষ ম্যাচ খেলেছে ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ম্যাচটা ফিজেরও সবশেষ ম্যাচ আইপিএলে। চেন্নাইয়ের হয়ে প্রথম তিন ম্যাচে ফিজ নিয়েছেন ৭ উইকেট। গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মা গত রাতে ২ উইকেট পেলেই ফিজের থেকে পার্পল ক্যাপটা নিজের দখলে নিতেন। তবে ফিজকে টপকাতে পারেননি মোহিত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে পেয়েছেন ১ উইকেট। পাঞ্জাবের ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে সিকান্দার রাজার উইকেট নিয়ে মোহিত বসেন ফিজের পাশে। এবারের আইপিএলে ৭ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ফিজ ও মোহিত।
সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ফিজ-মোহিত শীর্ষে থাকলেও তাঁরা একটু খরুচে। ফিজের ইকোনমি ৮.৮৩। বিশাখাপত্তনমে দিল্লির বিপক্ষে ৪ ওভারে ৪৭ রান খরচ করে নেন ১ উইকেট। গুজরাটের পেসার মোহিতের ইকোনমি ৮.১৮। পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ৪ ওভারে খরচ করেন ৩৮ রান।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে রেখে ভিসা প্রক্রিয়ার কারণে ফিজকে ২ এপ্রিল আইপিএল ছেড়ে ঢাকায় আসতে হয়েছে। বাংলাদেশের বাঁহাতি পেসারের তাতে আইপিএলে দুই ম্যাচ না-ও খেলা হতে পারে। ম্যাচ দুটির একটি আজ রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। পরের ম্যাচে ৮ এপ্রিল চেন্নাইয়ের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এমন পরিস্থিতিতে ফিজের পার্পল ক্যাপ হাতছাড়াও হতে পারে। ৭ এপ্রিল মুখোমুখি হবে গুজরাট টাইটানস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌর পেসার মায়াংক যাদব দুই ম্যাচ খেলে ৬ উইকেট পেয়েছেন এরই মধ্যে। গতির ঝড় তুলে যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট পাচ্ছেন, তাতে মায়াংকের কাছে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম লেখানো সময়ের ব্যাপার মাত্র।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ বোলার
উইকেট ইকোনমি দল
মোস্তাফিজুর রহমান ৭ ৮.৮৩ চেন্নাই সুপার কিংস
মোহিত শর্মা ৭ ৮.১৮ গুজরাট টাইটানস
মায়াংক যাদব ৬ ৫.১২ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
যুজভেন্দ্র চাহাল ৬ ৫.৫০ রাজস্থান রয়্যালস
খলিল আহমেদ ৬ ৮.১৮ দিল্লি ক্যাপিটালস
* ৪ এপ্রিল গুজরাট টাইটানস-পাঞ্জাব কিংস ম্যাচ পর্যন্ত
মোস্তাফিজুর রহমান ২০২৪ আইপিএলে দারুণ ফর্মে আছেন। মাঠে নামলেই যেন উইকেট তাঁর কাছে ধরা দেয়। সর্বোচ্চ উইকেট শিকারীর ‘পার্পল ক্যাপ’ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে অন্য বোলারদের বেশ টক্কর চলছে।
চেন্নাই সবশেষ ম্যাচ খেলেছে ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ম্যাচটা ফিজেরও সবশেষ ম্যাচ আইপিএলে। চেন্নাইয়ের হয়ে প্রথম তিন ম্যাচে ফিজ নিয়েছেন ৭ উইকেট। গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মা গত রাতে ২ উইকেট পেলেই ফিজের থেকে পার্পল ক্যাপটা নিজের দখলে নিতেন। তবে ফিজকে টপকাতে পারেননি মোহিত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে পেয়েছেন ১ উইকেট। পাঞ্জাবের ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে সিকান্দার রাজার উইকেট নিয়ে মোহিত বসেন ফিজের পাশে। এবারের আইপিএলে ৭ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ফিজ ও মোহিত।
সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ফিজ-মোহিত শীর্ষে থাকলেও তাঁরা একটু খরুচে। ফিজের ইকোনমি ৮.৮৩। বিশাখাপত্তনমে দিল্লির বিপক্ষে ৪ ওভারে ৪৭ রান খরচ করে নেন ১ উইকেট। গুজরাটের পেসার মোহিতের ইকোনমি ৮.১৮। পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ৪ ওভারে খরচ করেন ৩৮ রান।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে রেখে ভিসা প্রক্রিয়ার কারণে ফিজকে ২ এপ্রিল আইপিএল ছেড়ে ঢাকায় আসতে হয়েছে। বাংলাদেশের বাঁহাতি পেসারের তাতে আইপিএলে দুই ম্যাচ না-ও খেলা হতে পারে। ম্যাচ দুটির একটি আজ রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। পরের ম্যাচে ৮ এপ্রিল চেন্নাইয়ের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এমন পরিস্থিতিতে ফিজের পার্পল ক্যাপ হাতছাড়াও হতে পারে। ৭ এপ্রিল মুখোমুখি হবে গুজরাট টাইটানস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌর পেসার মায়াংক যাদব দুই ম্যাচ খেলে ৬ উইকেট পেয়েছেন এরই মধ্যে। গতির ঝড় তুলে যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট পাচ্ছেন, তাতে মায়াংকের কাছে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম লেখানো সময়ের ব্যাপার মাত্র।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ বোলার
উইকেট ইকোনমি দল
মোস্তাফিজুর রহমান ৭ ৮.৮৩ চেন্নাই সুপার কিংস
মোহিত শর্মা ৭ ৮.১৮ গুজরাট টাইটানস
মায়াংক যাদব ৬ ৫.১২ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
যুজভেন্দ্র চাহাল ৬ ৫.৫০ রাজস্থান রয়্যালস
খলিল আহমেদ ৬ ৮.১৮ দিল্লি ক্যাপিটালস
* ৪ এপ্রিল গুজরাট টাইটানস-পাঞ্জাব কিংস ম্যাচ পর্যন্ত
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৫ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে