Ajker Patrika

চোট লুকিয়ে কমনওয়েলথে খেলেছেন ভারতীয় ভারোত্তোলক

চোট লুকিয়ে কমনওয়েলথে খেলেছেন ভারতীয় ভারোত্তোলক

কমনওয়েলথে এখন পর্যন্ত ১৪টি সোনা জিতেছে ভারত। এর মধ্যে ৫ টি সোনার তিনটি এসেছে ভারোত্তলন থেকে। এবার ভারোত্তলনেই বিতর্কে জড়িয়েছে ভারতীয় ভারোত্তোলক পুনম যাদব। নারীদের ৭৬ কেজি বিভাগে পুনমের ইভেন্টের পরই বিতর্কের শুরু। তার বিরুদ্ধে চোট লুকানোর অভিযোগ তুলেছেন ভারতের ভারোত্তোলক সংস্থার সভাপতি সহদেব যাদব। 

সহদেব মনে করেন পুনমের চোট লুকানোই একটি পদক হাতছাড়া হয়েছে। পুনম অবশ্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে। স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ৯৮ কেজি তুলে রুপা জেতার সুযোগ তৈরি করেছিলেন পুনম। তবে ক্লিন অ্যান্ড জার্কে তাঁর তিনটি চেষ্টায় ব্যর্থ হয়েছে।

এরপরই ভারোত্তোলক সংস্থার প্রধান বলেন, চোট নিয়ে কমনওয়েলথে খেলতে এসেছিলেন পুনম, ‘একটা নিশ্চিত পদক হাতছাড়া হলো। একটি সুযোগ হারালাম। এ জন্যই আমরা ওর(পুনমের) নাম প্রথম তালিকায় রাখিনি। নিজেকে ফিট বলে ও দলে এসেছে । ডাক্তারের ফিটনেস শংসাপত্রও দেখিয়েছে। এত দেরিতে দলে যোগ দিয়েছিল যে পরে ওর নাম বাদও দিতে পারিনি।’

সহদেব পরিষ্কার করেছেন কেন তার কাছে মনে হয়েছে পুনম চোট লুকিয়েছে। তিনি বলেন, ‘ওর লিফটগুলো  দেখলেই বোঝা যায় , ক্লিন অ্যান্ড জার্কের সময় পুরো শক্তি দিয়ে তুলছিল না ও। কারণ পুরো শক্তি দিতে গেলে হাঁটু বেঁকে যাবেই। সেটা হয়নি। পরিষ্কার বোঝা গিয়েছে ও শতভাগ ফিট নয় সে।’ পুনম অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি পুরোপুরি ফিট ছিলাম। চোট যে কোনো খেলোয়াড়েরই জীবনের অংশ। আমারও চোট লেগেছে। ভাগ্য খারাপ বলে জিততে পারিনি।’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত