অচিন্ত্য শব্দের অর্থ চিন্তার অতীত। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অচিন্ত্য শিউলি যেন নিজের নামের সঙ্গে কাজেরও মিল রেখেছেন। একসময় দরজির কাজ করা এই ভারতীয় ভারোত্তোলক ৭৩ কেজি বিভাগে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিয়েছেন। হাওড়ার অচিন্ত্যের এই সাফল্য ছুঁয়ে গেছে সবার হৃদয়। তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকারও।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছেন অচিন্ত্য। তাঁর বাবা পেশায় ছিলেন একজন ভ্যানচালক। তিনিও ৯ বছর আগে পৃথিবীর মায়া ছেড়েছেন। এরপর অথই সাগরে পড়ে অচিন্ত্যের পরিবার। তবু তাঁকে খেলা চালিয়ে যেতে সাহস জুগিয়েছেন ভাই অলোক শিউলি। ভাইয়ের জন্য নিজের খেলা ছেড়ে দিয়েছিলেন অলোক।
অচিন্ত্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জীবনযুদ্ধের এসব কথাও জানিয়েছেন শচীন। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এই ক্রিকেটার লিখেছেন, ‘হাওড়ায় দরজির কাজ করা থেকে আজ বার্মিংহামে দেশের পতাকা উড়িয়ে গর্বিত করা। সত্যি দারুণ এক লড়াইয়ের জীবন। জীবনের এই গল্প প্রত্যেককে অনুপ্রাণিত করবে। সোনা জেতায় অচিন্ত্যকে শুভেচ্ছা। একই সঙ্গে এই প্রতিভার পাশে যারা রয়েছে সেই ভারতীয় আর্মিকেও কুর্নিশ।’
অচিন্ত্য স্ন্যাচের প্রথম চেষ্টায় ১৩৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় চেষ্টায় ১৪০ কেজি ভার তুলে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। তৃতীয়বারের চেষ্টায় ১৪৩ কেজি ভার তুলে রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য। স্ন্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মোহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন অচিন্ত্য। হিদায়াত স্ন্যাচে ১৩৮ কেজি ভার তোলেন। আর ১৩৫ কেজি ভার তুলেছেন কানাডার শাদ ডারসিগনি।
এরপর ক্লিন অ্যান্ড জার্কের প্রথম চেষ্টায় অতিন্ত্য ১৬৬ কেজি ভার তোলেন। দ্বিতীয় চেষ্টায় ১৭০ কেজি ভার তোলার চেষ্টা করে অবশ্য ব্যর্থ হন। অচিন্ত্য পরে তৃতীয় চেষ্টায় ১৭০ কেজি ভার তুলতে সক্ষম হন। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ভার তুলে বাজিমাত করেন এই ভারতীয় ভারোত্তোলক, যা সব মিলিয়ে কমনওয়েলথ গেমস রেকর্ড। এই ইভেন্টে অচিন্ত্যর থেকে ১০ কেজি পিছিয়ে থেকে রুপা জেতেন হিদায়াত মোহম্মদ (৩০৩ কোজি)। ২৯৮ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন ডারসিগনি।
অচিন্ত্য শব্দের অর্থ চিন্তার অতীত। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অচিন্ত্য শিউলি যেন নিজের নামের সঙ্গে কাজেরও মিল রেখেছেন। একসময় দরজির কাজ করা এই ভারতীয় ভারোত্তোলক ৭৩ কেজি বিভাগে রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিয়েছেন। হাওড়ার অচিন্ত্যের এই সাফল্য ছুঁয়ে গেছে সবার হৃদয়। তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকারও।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছেন অচিন্ত্য। তাঁর বাবা পেশায় ছিলেন একজন ভ্যানচালক। তিনিও ৯ বছর আগে পৃথিবীর মায়া ছেড়েছেন। এরপর অথই সাগরে পড়ে অচিন্ত্যের পরিবার। তবু তাঁকে খেলা চালিয়ে যেতে সাহস জুগিয়েছেন ভাই অলোক শিউলি। ভাইয়ের জন্য নিজের খেলা ছেড়ে দিয়েছিলেন অলোক।
অচিন্ত্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জীবনযুদ্ধের এসব কথাও জানিয়েছেন শচীন। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এই ক্রিকেটার লিখেছেন, ‘হাওড়ায় দরজির কাজ করা থেকে আজ বার্মিংহামে দেশের পতাকা উড়িয়ে গর্বিত করা। সত্যি দারুণ এক লড়াইয়ের জীবন। জীবনের এই গল্প প্রত্যেককে অনুপ্রাণিত করবে। সোনা জেতায় অচিন্ত্যকে শুভেচ্ছা। একই সঙ্গে এই প্রতিভার পাশে যারা রয়েছে সেই ভারতীয় আর্মিকেও কুর্নিশ।’
অচিন্ত্য স্ন্যাচের প্রথম চেষ্টায় ১৩৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় চেষ্টায় ১৪০ কেজি ভার তুলে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। তৃতীয়বারের চেষ্টায় ১৪৩ কেজি ভার তুলে রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য। স্ন্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মোহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন অচিন্ত্য। হিদায়াত স্ন্যাচে ১৩৮ কেজি ভার তোলেন। আর ১৩৫ কেজি ভার তুলেছেন কানাডার শাদ ডারসিগনি।
এরপর ক্লিন অ্যান্ড জার্কের প্রথম চেষ্টায় অতিন্ত্য ১৬৬ কেজি ভার তোলেন। দ্বিতীয় চেষ্টায় ১৭০ কেজি ভার তোলার চেষ্টা করে অবশ্য ব্যর্থ হন। অচিন্ত্য পরে তৃতীয় চেষ্টায় ১৭০ কেজি ভার তুলতে সক্ষম হন। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ভার তুলে বাজিমাত করেন এই ভারতীয় ভারোত্তোলক, যা সব মিলিয়ে কমনওয়েলথ গেমস রেকর্ড। এই ইভেন্টে অচিন্ত্যর থেকে ১০ কেজি পিছিয়ে থেকে রুপা জেতেন হিদায়াত মোহম্মদ (৩০৩ কোজি)। ২৯৮ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন ডারসিগনি।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে