অলিম্পিকের ইতিহাসে প্রতিশ্রুতিশীল মেধাবী তরুণদের অংশ নেওয়ার অনেক উদাহরণ আছে। এরই ধারাবাহিকতায় এবারের টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ার অপেক্ষায় ১২ বছর বয়সী এক বিস্ময়কর কিশোরী হেন্ড জাজা।
সিরিয়ান টেবিল টেনিস তারকা জাজা গত বছর ফেব্রুয়ারিতেই টোকিও অলিম্পিক নিশ্চিত করেছে। ৪২ বছর বয়সী লেবানিস টেনিস খেলোয়াড় মারিয়ানা সাহাকিয়ানকে এশিয়ান বাছাই পর্বে হারিয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে জাজা।
সিরিয়ার প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে জাজা এরই মধ্যে সব ধরনের জাতীয় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে। এখন তার চোখ টোকিও অলিম্পিকে ভালো করা। এ প্রসঙ্গে জাজা বলেছে, ‘এটা আমার দেশ, বাবা-মা এবং আমার বন্ধুদের জন্য উপহার।’
সিরিয়ার অন্য সব শিশুর মতো জাজাও বেড়ে উঠেছে গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছে টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে ছিল অবিচল।
সাবেক ফুটবলার ও জিমন্যাস্টিক শিক্ষক বাবার ঘরে জন্ম নেওয়া মেয়েটার রক্তেই খেলাধুলা ছিল। এক সাক্ষাৎকারে জাজা নিজেও বলেছে, ‘খেলা আমার রক্তে আছে। পরিবার একেবারে শুরুর দিনগুলো থেকেই আমাকে অনেক সমর্থন দিয়েছে আর পরিবারের কনিষ্ঠ সদস্য হিসেবে অনেক আদর–যত্নও করছে। তাঁরা সব সময় আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছেন।’
অলিম্পিকের ইতিহাসে প্রতিশ্রুতিশীল মেধাবী তরুণদের অংশ নেওয়ার অনেক উদাহরণ আছে। এরই ধারাবাহিকতায় এবারের টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ার অপেক্ষায় ১২ বছর বয়সী এক বিস্ময়কর কিশোরী হেন্ড জাজা।
সিরিয়ান টেবিল টেনিস তারকা জাজা গত বছর ফেব্রুয়ারিতেই টোকিও অলিম্পিক নিশ্চিত করেছে। ৪২ বছর বয়সী লেবানিস টেনিস খেলোয়াড় মারিয়ানা সাহাকিয়ানকে এশিয়ান বাছাই পর্বে হারিয়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে জাজা।
সিরিয়ার প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে জাজা এরই মধ্যে সব ধরনের জাতীয় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে। এখন তার চোখ টোকিও অলিম্পিকে ভালো করা। এ প্রসঙ্গে জাজা বলেছে, ‘এটা আমার দেশ, বাবা-মা এবং আমার বন্ধুদের জন্য উপহার।’
সিরিয়ার অন্য সব শিশুর মতো জাজাও বেড়ে উঠেছে গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছে টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে ছিল অবিচল।
সাবেক ফুটবলার ও জিমন্যাস্টিক শিক্ষক বাবার ঘরে জন্ম নেওয়া মেয়েটার রক্তেই খেলাধুলা ছিল। এক সাক্ষাৎকারে জাজা নিজেও বলেছে, ‘খেলা আমার রক্তে আছে। পরিবার একেবারে শুরুর দিনগুলো থেকেই আমাকে অনেক সমর্থন দিয়েছে আর পরিবারের কনিষ্ঠ সদস্য হিসেবে অনেক আদর–যত্নও করছে। তাঁরা সব সময় আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছেন।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে