নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরে বসে ভিডিও গেম খেলে অভিভাবকের বকুনি খাওয়ার দিন বুঝি ফুরলো! উন্নত বিশ্বে শখের ভিডিও গেম বা ই-স্পোর্টসকে পেশা হিসেবে নেওয়ার প্রচলন শুরু হয়েছে অনেক আগেই। বাংলাদেশেও যে চাইলে এই খেলাকে পেশা হিসেবে নেওয়া সম্ভব সেই পথ দেখাচ্ছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ।
অ্যারেনা অব ভ্যালর একটি মাল্টিপ্লেয়ার বা একাধিক অংশগ্রহণকারীকে নিয়ে অনলাইন ভিডিও গেম। দলভিত্তিক এ গেমটিতে অনলাইনে এক দল গেমার অংশ নেন আরেক দলের বিপক্ষে। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম-এই তিন বিভাগের পাঁচ হাজার গেমারের অংশ গ্রহণে ছয় দিন ধরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে হয়েছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ। প্রতি দলে পাঁচজন করে লড়েছেন অন্য আরেক দলের বিপক্ষে। টুর্নামেন্টের শেষ দিনে ফাইনালে গতকাল উই ই-স্পোর্টস আরমাডাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওরিয়েন্টাল ফিনিক্স।
গত কয়েক বছর ধরে বাংলাদেশে টুকটাক ই-স্পোর্টস টুর্নামেন্ট হলেও পেশাদারিত্বে সবাইকে ছাপিয়ে গেছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ। ছিল টুর্নামেন্টের বাছাইপর্ব। অংশ গ্রহণ করা সব দলকেই দেওয়া হয়েছে পার্টিশিপেসন মানি বা অংশগ্রহণ খরচ। সবচেয়ে বড় চমকটা ছিল প্রাইজমানিতে। ২৫ লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১২ লাখ টাকা। রানার্সআপ দলকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।
তবে অ্যারেনা অব ভ্যালর নিজের গুরুত্ব বাড়িয়েছে অন্যদিক থেকে। ফিফা, কল অব ডিউটির মতো জনপ্রিয় আটটি ই-স্পোর্টস বা গেম প্রথমবারের মতো জায়গা পেয়েছে এবারের এশিয়ান গেমসে। এই আটটি গেমের মধ্যে নাম আছে অ্যারেনা অব ভ্যালরেরও। এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জিততে না পারার হাহাকার ই-স্পোর্টস দিয়েও পূরণ করা সম্ভব বলে মনে করেন অ্যারেনা অব বাংলাদেশের প্রধান কাজী আরাফাত হোসেন। তিনি বলেছেন, ‘এই গেমের মাধ্যমে গেমাররা ই-স্পোর্টসকে পেশা হিসেবে নিতে আগ্রহী হবেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে মার্চ-এপ্রিলে একটি বাছাইপর্ব হবে। আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের গেমাররা এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবেন।’
ঘরে বসে ভিডিও গেম খেলে অভিভাবকের বকুনি খাওয়ার দিন বুঝি ফুরলো! উন্নত বিশ্বে শখের ভিডিও গেম বা ই-স্পোর্টসকে পেশা হিসেবে নেওয়ার প্রচলন শুরু হয়েছে অনেক আগেই। বাংলাদেশেও যে চাইলে এই খেলাকে পেশা হিসেবে নেওয়া সম্ভব সেই পথ দেখাচ্ছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ।
অ্যারেনা অব ভ্যালর একটি মাল্টিপ্লেয়ার বা একাধিক অংশগ্রহণকারীকে নিয়ে অনলাইন ভিডিও গেম। দলভিত্তিক এ গেমটিতে অনলাইনে এক দল গেমার অংশ নেন আরেক দলের বিপক্ষে। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম-এই তিন বিভাগের পাঁচ হাজার গেমারের অংশ গ্রহণে ছয় দিন ধরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে হয়েছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ। প্রতি দলে পাঁচজন করে লড়েছেন অন্য আরেক দলের বিপক্ষে। টুর্নামেন্টের শেষ দিনে ফাইনালে গতকাল উই ই-স্পোর্টস আরমাডাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওরিয়েন্টাল ফিনিক্স।
গত কয়েক বছর ধরে বাংলাদেশে টুকটাক ই-স্পোর্টস টুর্নামেন্ট হলেও পেশাদারিত্বে সবাইকে ছাপিয়ে গেছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ। ছিল টুর্নামেন্টের বাছাইপর্ব। অংশ গ্রহণ করা সব দলকেই দেওয়া হয়েছে পার্টিশিপেসন মানি বা অংশগ্রহণ খরচ। সবচেয়ে বড় চমকটা ছিল প্রাইজমানিতে। ২৫ লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১২ লাখ টাকা। রানার্সআপ দলকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।
তবে অ্যারেনা অব ভ্যালর নিজের গুরুত্ব বাড়িয়েছে অন্যদিক থেকে। ফিফা, কল অব ডিউটির মতো জনপ্রিয় আটটি ই-স্পোর্টস বা গেম প্রথমবারের মতো জায়গা পেয়েছে এবারের এশিয়ান গেমসে। এই আটটি গেমের মধ্যে নাম আছে অ্যারেনা অব ভ্যালরেরও। এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জিততে না পারার হাহাকার ই-স্পোর্টস দিয়েও পূরণ করা সম্ভব বলে মনে করেন অ্যারেনা অব বাংলাদেশের প্রধান কাজী আরাফাত হোসেন। তিনি বলেছেন, ‘এই গেমের মাধ্যমে গেমাররা ই-স্পোর্টসকে পেশা হিসেবে নিতে আগ্রহী হবেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে মার্চ-এপ্রিলে একটি বাছাইপর্ব হবে। আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের গেমাররা এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবেন।’
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
২ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
৬ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে